হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড এর সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার

Kinemaster Premium 2020

trickmost.xyz-kinemaster-premium

অ্যান্ড্রয়েড এর জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর মাঝে কাইনমাস্টার অন্যতম।
বিশেষ করে ছোটখাটো ইউটিউবার দের জন্য kinemaster অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এডিটিং সফটওয়্যার।
kinemaster এর দুটি ভার্সন রয়েছে। একটি ফ্রি ভার্সন এবং আরেকটি প্রিমিয়াম ভার্সন। আর প্রিমিয়াম ভার্সন টি আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে।
ফ্রি ভার্সন এর চাইতে প্রিমিয়াম ভার্সনে অসাধারণ সব ফিচার ব্যবহার করতে পারবেন। আর আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাইনমাস্টার এর প্রিমিয়াম ভার্সন আর এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এর জন্য আপনাকে কোন এক্সট্রা চার্জ প্রদান করতে হবে না।
kinemaster Premium ভার্সনে রয়েছে অসাধারণ সব ইফেক্টস এবং বিভিন্ন ধরনের ফন্টস যেগুলো ফ্রী ভার্সনে নেই।
আপনার প্রজেক্টটি ওয়াটারমার্ক ছাড়াই এক্সপোর্ট করতে পারবেন।
বেশি কথা না বলে মূল কাজে চলে যাই। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে kinemaster Premium ভার্শন টি ডাউনলোড করে নিন।

☞ Click Here To Download

ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করুন।
তারপর সফটওয়্যার টি ওপেন করুন।
নিচের স্ক্রিনশট দেখুন।

বৃত্ত চিহ্নিত স্থানে ক্লিক করুন।

আপনার ভিডিওর Ratio নির্বাচন করুন।

Ratio নির্বাচনের পর নিচের মত ইন্টারফেইস চলে আসবে। এখানে তীর চিহ্নিত স্থানে তথা Media তে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার থেকে যে ভিডিও টা এডিট করতে চান সেটা সিলেক্ট করুন।

ভিডিও সিলেকশন হয়ে গেলে নিচের স্ক্রিনশট এর মত Layer এ ক্লিক করুন। অনেক গুলো লেয়ার দেখতে পারবেন এখানে। আমি ইফেক্টেস দিয়ে দেখাচ্ছি।

Get More এ ক্লিক করুন প্রিমিয়াম ইফেক্টস ডাউনলোড করার জন্য।

নিচের স্ক্রিনশট টি দেখুন। সমস্থ Effects, fonts, Songs, Overlay etc একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

বিঃদ্র ইন্টারনেট কানেকশন লাগবে।

এডিটিং হয়ে গেলে ফাইল টি সেইভ করার জন্য তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট ফলো করুন।

তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন।

আপনার ভিডিওর কোয়ালিটি নির্বাচন করুন। এবং নিচে Export এ ক্লিক করুন।

কিছুক্ষন অপেক্ষা করুন।

আপনার ফাইলটি সেইভ হয়ে যাবে।
আপনার ফোনের kinemaster নামক ফোল্ডারে ভিডিওটি পাবেন।

আজকে এই পর্যন্ত ই। ছোট করে লিখলাম। যারা ভিডি এডিটিং শুরু করতে চান তাদের kinemaster সম্পর্কে আরো জানতে হবে।
এক্সপার্ট দের উদ্দেশ্য কিছু বললাম না।
ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানান। সংশোধন করবো।
ধন্যবাদ। ভাল থাকুন। সুস্থ থাকুন।
#Stay With us @Trickmost.xyz

#Stay Home
#Stay Safe
#Fact Covid-19

11 thoughts on "Kinemaster Premium অ্যাপ্লিকেশান-অ্যান্ড্রয়েডের সবচাইতে জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার।"

  1. Soyon Contributor says:
    Blogger এর (Themes Html) কোড টা ইডিট করবো কি বাবে,,,
    সাইটের বিতর কয়েকটা পেইজ রিমুভ করতে ছাচ্চি,,,
    কোড অনেক বড হওয়া সাইটে ইডিট করতে পারচিনা
    Help
    1. Anik Author Post Creator says:
      Layout থেকে রিমুভ করেন,,
  2. krw.mmkkjahed Subscriber says:
    volume up button hidden trick আমি ১০০০০% সিওর সবার এই trick টি ভালো লাগবে .। https://youtu.be/NEF_ZOO119E
  3. Rejaul Islam Contributor says:
    Kinemaster er main free version open kora jai kintu mod version open korle “Kinemaster Engine failed to Initialize ” airokom kicu ekta lekha ase.. Dhoka jai na app e
  4. BSS SUMON ISLAM Contributor says:
    Video leayer koyta suport kory vai
  5. Rokib Islam Contributor says:
    video leayer nai
  6. applicationbd.com Contributor says:
    osthir post bro
  7. Noman BD Contributor says:
    এগুলা সবাই জানে।
    পারলে বাংলা ফন্ট অ্যাড করে ড্রাইভ লিংক দিবেন।
  8. Sabbir Khan Contributor says:
    Vai… Bangla front ki support kore.?

Leave a Reply