Howdy, 

আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নতুন কিছু নিয়ে।  আশা করি টাইটেল দেখে বুঝতে পারছেন। এই রকম FTP নিয়ে পোস্ট আছে কিন্তু আমি যেভাবে দেখাবো সেইভাবে নাই।

FTP server কি?  

FTP এর পূর্ণরূপ হল ফাইল ট্রান্সফার প্রোটোকল (FTP) বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেট, হোস্টিং, ব্লগিং যারা করেন তাদের জন্য FTP খুবই গুরুত্বপূর্ণ। FTP মূলত একটি ইন্টারনেট টুল যা প্রথম 1971 সালে অভয় ভূষণ দ্বারা উদ্ভাবিত হয়েছিল।এটি প্রধানত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা দূরবর্তী কম্পিউটারে ডেটা বা ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। বর্তমানে FTP স্থানীয় কম্পিউটার বা স্থানীয় হোস্ট থেকে সার্ভারে ফাইল আপলোড এবং ডাউনলোড করার জন্য ব্যাপক ভাবে ব্যবহৃত হয়।

তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।

প্রথমে আমাদের পাইথন প্যাকেজ ইনস্টল করতে হবে ।

pkg install python

এখন আমার ফোনকে FTP করার জন্য modules য়া এখন ইনস্টল করবো।

pkg install python && pip install pyftpdlib

এখন আমরা FTP সার্ভার চালু করবো।

python -m pyftpdlib -p 2122 -w -d /data/data/com.termux/files/home/storage/shared

এখানে 2122 port হিসাবে কাজ করবে। আমরা কমান্ডটি রান করবো তাহলো সার্ভার চালু হয়ে যাবে।

সার্ভার চালু হইলে আমরা left side থেকে right side স্লাইড করলে এই রকম দেখতে পারবো।

আমরা new session চলে যাবো।

এখন আমাদের আইপি চেক দিবো।

ifconfig

Inet পরে যে আইপিটি থাকবে সেটা আমাদের আইপি। । এখন এই আইপি দিয়ে  FTP কাজ করবে।

এখন PC or laptop এ চলে যাবো। 

উপরে মার্ক করা জায়গায় আমাদের আইপি লিখবো ।

আমার মতো করে

ftp://(আপনার আইপি):2122

দেখতে পাচ্ছেন আমার ফোন FTP সার্ভার হয়ে গেছে।

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 

5 thoughts on "[Termux] দিয়ে এখন আপনার ফোনকে FTP Server বানিয়ে ফাইল transfer করুন খুব হাই স্পিডে।"

  1. tajbir23 Author says:
    eto kahini korar kono mane hoy na. apni thumbnail a j image disen oi app diye easily ai kaj kora jay
    1. abir Author Post Creator says:
      He ….hacker kokhono oivabe Kore NA ..or command diye sob Kore..
    2. tajbir23 Author says:
      package o apnar nijer make kora na. app tao jemon onno karo package tao onno karo. so app ta use korai better
  2. Abdullah Contributor says:
    eki wifi router e connect thaka sobar device ki ei bhabe access neya jabe?
    1. abir Author Post Creator says:
      jei phone ke ftp korben sei tai nite parben

Leave a Reply