আসসালামুআলাইকুম … আশা করি ভালোই আছেন… কেউ ভালো না থাকলে trickbd ভিসিট করে না
তো আজকের পোস্টে দেখাবো কিভাবে Kabbik অ্যাপ টিকে প্রিমিয়াম বানানো যাই। তো শুরু করা যাক:
:
অ্যাপটি মোড করার জন্যে mt manager এবং np manager প্রয়োজন। এই দুইটা অ্যাপ গুগল থেকে ডাউনলোড করে নিন

তো প্রথমে প্লেস্টোর এ গিয়ে Kabbik অ্যাপটিকে ডাউনলোড করে নিন । তার পর অ্যাপ টি ওপেন করেন।

অ্যাপটি ওপেন করলে দেখবেন উপরে subscribe বাটন এবং বাটনে ক্লিক করলে প্রিমিয়াম কিনতে বলে। কোনো কিছু প্লে করতে গেলে ফুল অডিও শুনতে চাইলে প্রিমিয়াম কিনতে বলে



তো অ্যাপটিকে প্রিমিয়াম করার জন্যে প্রথমে mt manager ওপেন করুন। তারপর স্ক্রিনশটের মত মার্ক করা জায়গায় ক্লিক করুন।

তারপর extarct app এ ক্লিক করুন।

Kabbik অ্যাপটির উপর ক্লিক করুন । তারপর extract APK তে ক্লিক করুন।


তারপর locate এ ক্লিক করুন

এরপর এরকম আসবে।

তো এখন np manager এ ক্লিক করুন। Mt 2 ফোল্ডারে ক্লিক করুন। তারপর apk ফোল্ডার এ ক্লিক করুন। Kabbik.apks ফাইলটাতে ক্লিক করুন



Convert apk তে ক্লিক করো। অ্যাপটি apk পরিণত হওয়া শুরু হবে এবং কিছু সময় নিবে।



তো অ্যাপটি apk তে পরিণত হলে। তার উপর ক্লিক করে function a ক্লিক । তারপর sign APK তে ক্লিক করেন।



Confim এ ক্লিক করেন

এখন আবার mt manager ওপেন করুন এবং kill signature kora kabbik singed. APK তে ক্লিক করে view তে ক্লিক করুন। Dex editor plus চাপুন,তারপর যেকোনো একটা classes ফাইলে ক্লিক করুন। তারপর select all করে দেন।



Search এ ক্লিক করে। try ? Search এ ক্লিক করে । Text to find বক্সে IS_SUBSCRIBED লিখে। Search type এ string এ ক্লিক করুন। তারপর ok তে ক্লিক করুন



তারপর স্ক্রিনশটের মত জায়গায় ক্লিক করুন

moveresult p0 এর জায়গায় তা কেটে দিয়ে const/4, 0x1 লিখে দেন এবং ব্যাক বাটনে প্রেস করুন


আবার স্ক্রিনশটের মত জায়গায় ক্লিক ক্লিক করেন এবং move-result p0 এর জায়গায় const/4 p0, 0x1 লিখে দেন। ব্যাস কাজ শেষ হয়েছে।তারপর ব্যাক বাটনে ক্লিক করুন।



ব্যাক বাটনে ক্লিক করার পর save &exit এ ক্লিক করুন

তারপর auto signed এ টিক চিহ্ন দিন এবং ok তে ক্লিক করুন

তারপর ব্যাক বাটনে ক্লিক করুন

এবার কাঙ্ক্ষিত অ্যাপটি ইনস্টল করুন

অ্যাপটি নম্বর দিয়ে লগইন করার পর দেখেন। আগে যে সাবস্ক্রাইব বাটন ছিল উপরে তা চলে গেছে এবং এখন যেকোনো প্রিমিয়াম অডিও প্লে করা যাচ্ছে। তার মানে এখন অ্যাপটি প্রিমিয়াম হয়ে গেছে।



অ্যাপটি সরাসরি ডাউনলোড লিংক : অ্যাপটি সরাসরি ডাউনলোড লিংক : click here

সতর্কবার্তা: এই পোস্ট গুলো শুধু educational purpose এর জন্য করা । আইনি কোনো কিছু হলে আমি অথবা trickbd কর্তৃপক্ষ দায়ী থাকবেনা

তো আজকের পোষ্টটি এখানেই শেষ। ভালো থাকবেন।

যেকোন প্রকার হেল্প লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জইন হন। Telegram Channel


15 thoughts on "Kabbik app premium tutorial- নিজেই বানিয়ে ফেলুন কাব্যিক অ্যাপের প্রিমিয়াম ভার্সন"

  1. Avatar photo Abubokor Rio Contributor says:
    Photoleap App Mod Tutorial Plz
    1. Avatar photo Nahid ✅ Author Post Creator says:
      এর পরের পোস্টে দেখাবো
  2. Avatar photo Abdus Sobhan Author says:
    Welcome to Author Panel ??
    Best Wishes ❤️❤️
    1. Avatar photo Nahid ✅ Author Post Creator says:
      Thank you vaiya ❣️❣️
  3. Md Suman Hossain Contributor says:
    আনন্দ টিভি এপস টা মোড করেন তাহলে অনেক ভালো হবে
  4. Avatar photo Alimul Islam Author says:
    Welcome to Author pannel.♥️

    আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন।

    1. Avatar photo Nahid ✅ Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    2. rupayon Contributor says:
      Carrom pool game ta mod koren vai
  5. Avatar photo L E A D E R 2.0 Contributor says:
    Thanks vai, amar upokar hoilo ❤️?
    1. Avatar photo Nahid ✅ Author Post Creator says:
      Welcome ?
  6. Avatar photo BigBoss Contributor says:
    mt আর np. শেয়ার করা উচিত

    কারন আপনি যে ভার্শন ইউজ করছেন

    অন্যটা দিয়ে কাজ করলে কাজ নাও হতে পারে

    যেমন ধরুন সার্চ করলে আসবে না ইত্যাদি

  7. Avatar photo Robiul Contributor says:
    Bhai telegram a app ta nai to.
  8. Bayzid113 Contributor says:
    নাহিদ ভাই, টেলিগ্রামে app টি নাই।
    প্লিজ নতুন করে আপলোড করে দেন
  9. nondita Contributor says:
    Nahid vai হচ্ছে না

Leave a Reply