ইমেইল ব্যবহারকারীদের মধ্যে
সবচেয়ে বেশী ব্যবহার করে Gmail ।
Gmail গুগুল এর প্রোডাক্ট হওয়ার এর
আকর্ষনীয় ফিচার এবং সুবিধার
কারনে বেশীরভাগ মানুষ Gmail
ব্যবহার করে থাকে। আর একটি
ব্যক্তিগত ইমেল একাউন্ট এ অনেক
গুরুত্বপূর্ন ডকুমেন্টস থাকে যা অন্যের
হাতে চলে গেলে ক্ষতি হওয়ার
সম্ভাবনা থাকে। তাই আপনার
ইমেলকে একটু বেশী সিকিউর করার
জন্য আপনাদের কিছু উপায় জানিয়ে
দিচ্ছি।
Gmail এর পাসওয়ার্ড যদি সবাই
জেনেও যায়, তাহলেও কেউ চাইলেও
আপনার একাউন্টে প্রবেশ করতে
পারবে না।এর জন্য প্রথমে জিমেইল
লগইন করে ওপরে ডানপাশে আপনার
ছবির আইকনে ক্লিক করে তারপর My
Account-এ ক্লিক করুন বা সরাসরি

https://myaccount.google.com

ঠিকানায় যান।
তারপর Sign-in & security-তে ক্লিক
করুন। নতুন পেজ এলে একটু নিচে
ডানপাশে 2-step verification: off-
এ ক্লিক করুন। তারপর Start Setup
বাটনে ক্লিক করুন। পুনরায় আবার লগ-
ইন করার পেজ এলে লগইন করুন। এখন
Phone number: বক্সে আপনার
মোবাইল নম্বর লিখে Send Code
বাটনে ক্লিক করুন।আপনার মোবাইলে
একটি কোড নম্বর আসবে। কোড
নম্বরটি কোড বক্সে লিখে Verify-এ
ক্লিক করুন। এখন Next-এ ক্লিক করুন।
তারপর Confirm-এ ক্লিক করুন। এখন
থেকে প্রতিবার আপনার কম্পিউটার
ছাড়া অন্য কোনো কম্পিউটার থেকে
আপনার জিমেইল অ্যাকাউন্টে
লগইন করতে চাইলে আপনার
মোবাইলে একটি কোড নম্বর আসবে
এবং সেই কোড নম্বরটি কোড বক্সে
লিখে Verify-এ ক্লিক করলেই আপনার
জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা
যাবে। আপনার ফোন নম্বর যদি
হারিয়ে ফেলেন, তাহলে যেকোনো
সময়
আপনার কম্পিউটার থেকে জিমেইলে
লগইন করে ফোন নম্বর পরিবর্তন
করতে পারবেন বা এই সুবিধা বাদ
দিতে পারবেন।
অনেক সময় মোবাইলে এসএমএসের
সাহায্যে কোড আসতে দেরি হতে
পারে। এ জন্য চাইলে Google
Authenticator নামের একটি অ্যাপ
নামিয়ে নিতে পারেন। এসএমএসে
কোডের বাইরে এ অ্যাপে ৩০
সেকেন্ড পরপর একটি কোড আসবে।
সেটি দিয়েও চাইলে Verify করতে
পারবেন।
তবে আপনি এসএমএস কোড না
অ্যাপের মাধ্যমে আসা কোড ব্যবহার
করবেন, তা শুরুতে
নির্বাচন করে নিতে হবে।
অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই
সংস্করণেই পাওয়া যাবে।
‌যে কোন প্র‌য়োজ‌নে ‌ফেসবু‌কে আমি

7 thoughts on "এবার, কেউ আপনার জি‌মেইল ও পাসওয়ার্ড জান‌লেও হেক কর‌তে পার‌বেনা, GMAIL একাউন্ট হ্যাক করা অসম্ভব ।"

  1. Avatar photo Jahid Joy Contributor says:
    is it work? 😮
    1. Avatar photo msshohug Author Post Creator says:
      yes,brother 😮
  2. Avatar photo Jahid Joy Contributor says:
    ow.amr post gula published hocce na kn bro bolte paren? 🙁
  3. Avatar photo Jamil Ahmed Subscriber says:
    thanks bro,,,,
    1. Avatar photo msshohug Author Post Creator says:
      okk,
  4. Avatar photo Jamil Ahmed Subscriber says:
    Bro 1ti sim die kotho ti Verify korthe parbo,,,,
  5. Avatar photo Anis Contributor says:
    Mona Hoi 3 Ta Jamil Ahmed

Leave a Reply