হ্যালও গাইস। আশা করি সবাই ভালোই আছেন। সচরাচর ব্যাস্ত জিবনে খুব একটা লিখালিখি হয় না। আর এখন এই ভিড়িও জেনারেশন এ এসে অনেকেই তো ব্লগ পড়া তো ভুলেই গিয়েছে। গুগোল সার্চ এর বৌদলতে যদি কেউ ভুল করে সাইটে আসেই তবেই দুই একটা ভিজিটর পাওয়া যায় সাইটে না হলে সবাই এখন ভিডিও প্রেমি মানুষ হয়ে গিয়েছে। আসলেই এই জেনারেশন টাকে আমি টিকটক জেনারেশন নাম দিতে চাই। আপনারা কি বলেন ?

কাজের কাথায় আসি।
ম্যাসেঞ্জার এপস এর সবচেয়ে সুবিধার ফিচার হলো পিপোল এর অপসন টা। যাতে করে সহজেই আমারা আমাদের ফেসবুকের একটিভ ফ্রন্ড লিস্টগুলোকে দেখতে পারি। হোয়াটএপস এ কিন্তু এই ফিচার টা নাই। এতদিন ম্যাসেঞ্জারে ছিল । এখন ম্যাসেঞ্জারেও হয়াটএপস এর মতো গায়েব হয়ে গিয়েছে। চিন্তা নাই গায়েব গয়ে গিয়েছে তো কি হয়েছে ট্রিকবিডি সিআইটি টিম আছে না। আমরা এই হারিয়া বা কিটনেপ হয়ে যাওয়া ম্যাসেঞ্জারের পিপোল অপসন টা নিয়ে আসবো।
নিচের দেয়া স্টেপ গুলো ফ্লো করুন।

প্রথমে গুগল থেকে ফেসবুক এর পুরাতন ভার্সন ৪৫০.০.০.৪৩.১০৯ এটা নামিয়ে নেন ৷

দেখুন আমার পিপল অপশন্স আসছে ,,,,

বেশি কম্মেন্ট পেলে মিটা এআই অপসন্স কীভাবে মেসেন্জারে আনে তা নিয়ে পষ্ট দিব ৷

সৈজন্য:
manganatoto.org!

15 thoughts on "মেসেঞ্জারে Chart বা People আসছে না ৷ মেসেঞ্জারে People অপশন নিয়ে আসুন"

  1. fahimatc2 Contributor says:
    Bro. Old venison এ আসবে এটা অনেকেই জানে, তাও ধন্যবাদ মেটা ai চালু করার পোস্ট নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি
  2. Avatar photo nirob islam ✅ Contributor says:
    আনেক সুন্দর হয়েছে,, ভালো পষ্ট সামনে আসে না,,,মিটা এআই নিয়ে পষ্ট চাই ভাইয়া ,,,! আপনার ওয়েবসাই দুর্দান্ত ডট কম নাকি?
  3. Avatar photo BlueTooTH Contributor says:
    এতো জোস লাগছে পষ্টটা
    যে একটা কমেন্টে বলে
    শেষ হবে নাহ্ কালকে
    আবার আরেকটু বলে যাবো,,, meta ai option ta dan post vaiya
  4. cyanotype_bluebird Contributor says:
    Bangladesh a meta ai chalu korse?
    Kmne kore dekhan next post a
  5. Avatar photo Sabbir Hossain Contributor says:
    মেটা Ai চালু করার পোস্ট নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি
  6. Avatar photo Khalid Hossain Munna Contributor says:
    Good post bt Gay Font 👀
  7. Avatar photo Safin Author says:
    Meta AI বাংলাদেশে আসেনি অফিসিয়ালি
  8. Monira23 Contributor says:
    Kaj Kore na.

Leave a Reply