প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের খুব দরকারি একটি Photo Editor এর সাথে পরিচয় করিয়ে দিব।আসলে ফেসবুকে বেশি লাইক পাওয়ার চাবি হল সুন্দর ছবি আর কিভাবে আপনার ছবির BackGround ঝাপসা করে আপনার ছবিকে সুন্ধর করবেন তার জন্যই আজকে আমার এই পোস্ট আশা করি সবার ভাল লাগবে।
চলুন শুরু করা যাক
Name: After Focus pro

Size: 7.40Mb

Catagory:photo Editor

প্রথমে নিচ থেকে Photo Editor টি নামিয়ে নিন।

After Focus Pro

এবার কাজে আশা যাক

প্রথমে After Focus Apps টি open করুন তারপর নিচের মত সেটিং এ ক্লিক করুন

তারপর Focus Area selected Manual করে দিন

তারপর প্রথম পেইজ থেকে নিচের অপশনটি সিলেক্ট করেন

তারপর Gallery থেকে আপনার ছবি সিলেক্ট করুন

আপনার ছবি সিলেক্ট করার পর Focus অপশনে ক্লিক করে আপনার নিজের ছবিকে লাল রং করুন

এখন BG তে ক্লিক করুন এবং আপনার ছবির বাড়তি লাল রং কে মছুন

আপনারা সুবিধার জন্য আপনি Zoom অপশনে ক্লিক করে আপনার ছবিকে Zoom করে নিতে পারেন

বাড়তি লাল রং মুছার পর এখন কোনার তীর চিহ্নে ক্লিক করুন well Done দেখবেন আপনার ছবির Background ঝাপসা হয়ে গেছে আরো বেশি ঝাপসা করার নিচের Blur option টি ব্যাবহার করুন
অনেক কষ্ট করে লিখলাম একটা Thanks পেলে উতসাহিত হব

7 thoughts on "অ্যান্ড্রুয়েড ফোন দিয়েই ছবির পিছনের অংশকে ঝাপসা করুন , ডিজিটাল ক্যামেরার ছবির মত !!!"

  1. Avatar photo bappi banik Author says:
    jani..oirokm kono apps কি এখন ও বের হয় নি জে ডাইরেক্ট backround gola hobe.
  2. Avatar photo Jahansayem Contributor Post Creator says:
    এই software দিয়ে তোমার আগের তুলা ফটো গুলাকে DSLR effect দিতে পারবে .
  3. Avatar photo sharifkhanbd Author says:
    Tnx. তবে আমি একটা ব্যাবহার করি, সেটার নাম হল ImageBlur. খুব সুন্দর একটা App এবং ব্যাবহার করা খুব সহজ। এটি প্লেষ্টোর পাওয়া যাবে ফ্রিতে।
  4. Avatar photo Jahansayem Contributor Post Creator says:
    wc . ধন্যবাদ মন্ত্যব্য এর জন্য .
  5. alamin66 Author says:
    ট্রাই করে দেখি কেমন
  6. Avatar photo Gangster Contributor says:
    Apna ki asen?
  7. Avatar photo sumit roy Contributor says:
    A vai oita ঝাপশা নই ota ke blur bole…..??????

Leave a Reply