হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ হাজির হয়েছি TrickBD থেকে যেভাবে টাকা তুলবেন তার টিউটোরিয়াল নিয়ে।



২০১৮ থেকে ট্রিকবিডিতে যারা আর্টিকেল প্রকাশ করবে তাদের জন্য করে দিয়েছে ঘরে বসে আয় করার সবচেয়ে সহজ ও সেরা উপায়। চাইলে যে কেউ কপি পেষ্ট মুক্ত মান সম্মত তিন থেকে  চারটি পোষ্ট করে Author হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর এতে লাভ আপনি আপনার নিজের ক্রিয়েটিভেটি সবার কাছে উপস্থাপন করতে পারবেন সাথে প্রতি পোষ্টের মান অনুযায়ী সম্মানীতো আছেই। 



কত টাকা হলে ক্যাশ আউট করা যাবেঃ

আপনি সর্বনিম্ন ৫০০ টাকা হলে ক্যাশ আউট করতে পারবেন আপনার ডাচ-বাংলা অথবা বিকাশ নাম্বারে আর চাইলে রিচার্জ ও নিতে পারবেন বাংলাদেশে ব্যবহৃত সিম কোম্পানী যে কোন একটি হলেই।

যেভাবে ক্যাশ আউট করবেনঃ

এবার সরাসরি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে যেভাবে আপনি টাকা উত্তোলন করবেন তা নিচে উল্লেখিত 

প্রথমে নিচের লিংকে যেতে হবে


Payment অপশনে গেলে আপনি আর্টিকেল লিখে যা আয় হয়েছে তার রিপোর্ট দেখতে পারবেন।
৫০০ টাকা পূরন না হওয়া পর্যন্ত আপনি উপরের চিত্রের মত Cashout অপশন দেখতে পারবেন না।
যদি আপনার ৫০০ টাকা বা তার বেশী থেকে থাকে তবে নিচে দেখুন।


উপরের মত Cashout এ ক্লিক করে সামনে আগানোর অনুমতি দিয়ে দিন।


উপরে দেখুন প্রথমে ঘরে টাকার সংখ্যা
২য় ঘরে বিকাশ দেখানো হয়েছে চাইলে আপনি এখান থেকে ডাচ বাংলা বা মোবাইল রিচার্জ নির্বাচন করতে পারেন।
৩য় ঘরে আপনার বিকাশ/ডাচ-বাংলা/মোবাইল নাম্বার দিন এবং Cashout বাটনে ক্লিক করুন।


উপরে দেখুন Cashout করার পর আমার ব্যালেন্স দেখাচ্ছে।
(বড় বড় দুইডা আন্ডার মত অনেকটা)
এখন কথা হলো টাকা গুলো গেলো কই ?


টাকা গুলো তো আর সাথে সাথে আপনাকে পাবেন না কারন হলো TrickBD কর্তৃপক্ষ আপনার পোষ্ট গুলোকে আবার খুটিয়ে দেখবে আপনি কোন রকম নিয়ম নীতিমালার বিরুদ্ধে গিয়ে পোষ্ট লিখেছেন কিনা যদি তারা এরকম কিছু লক্ষ করে তবে আপনার টাকা কমিয়ে দেওয়ার ক্ষমতা বহন করে। তাই যাই শেয়ার করেন সাবধান নয়তো কথায় আছে “ওস্তাদের মাইর শেষ রাত্রে”

সবকিছু ঠিকঠাক হয়ে গেলে কর্তৃপক্ষ আপনাকে আপনার টাকা হস্তান্তর করবে আপনার পছন্দের মাধ্যমে।
আমিতো ক্যাশ আউট এর আবেদন জানালাম তারা কতটা সময় নিয়ে পেমেন্ট করে তা জেনে আমি আপনাদের জানাবো।

আমি কিন্তু পেমেন্ট প্রুফ দেই নাই সবশেষে আজকে যত মন চায় রিপোর্ট করেন কোন সমস্যা নাই।

https://youtu.be/igJyn1XJp8k

জানুয়ারী মাস থেকে এই পোষ্টটি ট্রিকবিডিতে প্রথম করবো  বলে অপেক্ষা করে এসেছি শেষ পর্যন্ত সফল হলাম।
অনেকটা সময় হয়তো অপেক্ষা করতে হয়েছে তাতে কি কথায় আছে 
“সবুরে মেওয়া ফলে” এবং “কষ্ট করলে কেষ্ট মিলে”

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স  এবং নাটক, মুভি, গান এর জন্য MovieTag
























47 thoughts on "TrickBD.Com থেকে যেভাবে Payment নিতে হয় তা নিয়ে বিস্তারিত যদিও সোজা তবুও দেখে নিতে পারেন"

  1. Avatar photo MD MASUD RANA Author says:
    hum bro ami agei paisi✌???????
    1. Avatar photo Rakibul Islam Shakib Author says:
      apni cashout korsen?
    2. Avatar photo Mojahid Author says:
      জানুয়ারী থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত কয়টি পোস্ট করতে হয়েছে ??
    3. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Well-done bro koto din legeche aapnar payment Pete.
      R mone hoy aapni sobar aage payment niyechen so congrats.
    4. Avatar photo MD MASUD RANA Author says:
      tnQ vai
  2. Avatar photo Mojahid Author says:
    জানুয়ারী থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত কয়টি পোস্ট করতে হয়েছে ??
  3. Avatar photo Cyber Prince Author Post Creator says:
    Ami sure bolte parsina to be 80+ hobe er moddhe bonus 2bar r mone hoy admin 1bar bonus dilo hoye gelo cash out.
  4. Avatar photo Md Yousuf Ctg Author says:
    report করছি….???
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Moja paisi ? vai
  5. Smart Boy Contributor says:
    payment koto dener moddhe day
    1. Avatar photo Trickbd Support Moderator says:
      ইন্সট্যান্ট ও হতে পারে।
  6. Avatar photo Ashraf uddin Author says:
    vai eita trickbd er official post cilo tai eita na korleo parten.congrates
  7. Avatar photo MD MASUD RANA Author says:
    ami 500 takai paisi
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Via koto din pending silo
  8. Avatar photo Anmon_shiraj Contributor says:
    Bahi ami kemone korbo ami to kono kicho bojina
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Sobar aage trainer Request Pathan
    2. Avatar photo Anmon_shiraj Contributor says:
      Kemone bro
  9. Avatar photo Nisan Contributor says:
    bro trickbd id kibave email change korbo?
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Joto somvob admin panel ke Na janiye password change kora jabe Na.
  10. abirhossein Contributor says:
    Congrats!! Vai
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Thank you my lovely bro
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Thank you my stylish bro
    2. Avatar photo ইমরুজ Legend Author says:
      ???
    3. Avatar photo MD Mizan Author says:
      ইমরুজ ভাই আপনি পেমেন্ট পাইছেন কি।
    4. Avatar photo ইমরুজ Legend Author says:
      ?????
  11. Avatar photo Labib Author says:
    ভালো।
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ?
    2. Avatar photo Labib Author says:
      “ ? ” এটা কি?
  12. Avatar photo Arshad Prottoy Contributor says:
    CYBER.. PRINCE ????
    GOOD LUCK
  13. Avatar photo Trickbd Support Moderator says:
    অভিনন্দন।
    অফিসিয়ালি আপনিই দ্বিতীয় ট্রেইনার হবেন যিনি TrickBD থেকে পেমেন্ট পাচ্ছেন।
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      আজকে আমি অনেক খুশী সাপোর্ট টিম আমার স্বপ্ন আমি পূরন করতে পেরেছি শুধু মাত্র আপনাদের জন্য TrickBD, এটাই একমাত্র জায়গা যেখানে সবাই আমায় ভালোবাসে ধন্যবাদ।
    2. Avatar photo YASIR-YCS Author says:
      এখনো ২ জন??
    3. Avatar photo Trickbd Support Moderator says:
      চালু করার পরে দুইজন।
      আগেও দেয়া হয়েছে।
      মাঝেমাঝে ঘোষণার বাইরেও দেয়া হয়।
      আভ্যন্তরীণ ব্যবস্থা অনেক সমৃদ্ধ।
      বাইরে থেকে বুঝতে পারবেন না কিছুই।
    4. Avatar photo YASIR-YCS Author says:
      এখানে একটা বোনাসের কথা শুনলাম। এর মানে কি? আমি তো কখনো পেলাম না?
    5. Avatar photo Trickbd Support Moderator says:
      ধারাবাহিকভাবে মানসম্মত পোষ্ট (নীতিমালা পড়ে নিবেন) করলে এই বোনাস পাওয়া যায়।
      এমন পোষ্ট করবেন যাতে এডমিন খুশি হয়ে বাধ্য হয় আপনাকে বোনাস দিতে।
      একবার পেলে আরো আশা করতে পারবেন।
      সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত দেয়া হচ্ছে বর্তমানে।
      ভবিষ্যৎ পরিকল্পনা যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়,তাহলে ট্রেইনারদের প্রচুর সুযোগসুবিধা দেয়া হবে।
      এমনকি এক্সট্রা পাওয়ার ও!
      তবে সেটা ট্রেইনারদের অর্জনের উপর ভিত্তি করেই দেয়া হবে।
    6. Smart Boy Contributor says:
      মোডারেটর ভাই আমাকে প্লিজ আথর করে দিন ভাই প্লিজ প্লিজ
    7. Avatar photo MD MASUD RANA Author says:
      ভাই সব কিছু বুজলাম কিন্তু ভাই এটা বুজলাম না যে পোস্ট আপনারা hot post এ রাখেন সে পোস্ট কিভাবে unprofit করেন। আপনারা বলতে পারেন ভাই আমার পোস্ট টা ভাল হয় নাই এজন্য পেমেন্ট পাই নাই। তাহলে ভাই আপনারা কী মানহীন পোস্ট hot post e রাখেন প্লিজ জানাবেন।
    8. Avatar photo Trickbd Support Moderator says:
      Hot Post ভিউ এর ভিত্তিতে হয়।
      ফেইক পোষ্ট করলে সেটাও হট এ যায়।
      এখন কি তাহলে সেই পোষ্টেও প্রফিট দিতে হবে?
      সবকিছু ম্যানুয়ালি করা পসিবল না।
      অনেক টাইম লাগে।
    9. King Of lion Author says:
      What are your Real name?
  14. Alid Contributor says:
    vai apnar fb I’d ta deban..?
  15. MD_Tuofiq Contributor says:
    গুড জব ভাই
  16. Himel333Ahmed Contributor says:
    মোডারেটর ভাই আমি থামনাইল যুক্ত তিনটি পোস্ট করছি।Be a trainer share your knowledge এই লেখাতে ক্লিক করলে আসে You will able to send request after a month! লেখাটি আসে কেন?
  17. Omar Sharif Sharkar SK SHARIF Author says:
    Good! সময়ের অভাবে তো সবার সাথে কথাই হয়না!
    যাহোক অভিনন্দন,,,,,, ভালবাসা অবিরাম।
  18. Avatar photo Mr. Perfect Author says:
    ব্রো আপনি কত দিন পর Payment পাইছেন?

Leave a Reply