2018 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের সকলের রেজাল্ট 19 জুলাই পাবলিশ হতে যাচ্ছে।

রেজাল্ট আনতে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, আমরা যখন রেজাল্টের জন্য sms পাঠাই,
ওই একই সময়ে লক্ষ লক্ষ মানুষ এসএমএস পাঠায়,

যার কারণে সার্ভারে প্রচণ্ড চাপ পড়ে এবং তার জন্য রেজাল্ট বের হতে অনেক বেশী সময় লাগে, এমনকি অনেক ক্ষেত্রে অনেকের রেজাল্ট আসেই না!

তাই এখন আপনাদের সামনে আমি এমন একটি পদ্ধতি দেখাবো,
যে পদ্ধতিতে আপনি রেজাল্ট আনলে আপনি সবার আগে কোন প্রকার সমস্যা ছাড়াই রেজাল্ট আনতে পারবেন।

এজন্য আপনি প্রথমে নিচের লিঙ্কে চলে যান


HSC result 2018

এরপর দেখবেন নিচের মত একটি পেজ আসবে

এরপর এ ফর্ম টি আপনারা সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন,
শুধুমাত্র রেজাল্ট টাইপের জায়গায় individual result কি করবেন।
রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও হবে,
যদি আপনি registration number না দেন তাহলে শুধুমাত্র আপনি কোন subject কত নম্বর পেয়েছে এটা দেখতে পারবেন না।
তাছাড়া আপনি মার্কশিট পাবেন।
কিন্তুু কত নাম্বার পেয়েছেন সেটা পাবেন না।

এরপর একটু নিচ থেকে ক্যাপচা ঘরটি পূরন করে get results এ ক্লিক করুন।

তারপর দেখবেন আপনার রেজাল্ট টি নিচের মত চলে এসেছে।

মূলত ওয়েবসাইট দিয়ে বিভিন্ন কলেজের শিক্ষকরা result বের করে থাকে।
তাই এই সাইটে অতটা চাপ থাকে না,
তাই আপনি খুব সহজেই সবার আগে রেজাল্ট আনতে পারবেন।

বুঝতে না পারলে আপনারা ভিডিওটি দেখতে পারেন

সবাইকে ধন্যবাদ।
আপনাদের মুল্যবান কমেন্ট আশা করছি।

4 thoughts on "সবার আগে এইচএসসি রেজাল্ট – কোন সাবজেক্ট এ কত নাম্বার ( MCQ, থিউরি প্র্যাট্টিক্যাল) সবকিছুসহ।"

  1. Avatar photo Mr Hanif Contributor says:
    কালকেই বুঝবা ঠেলা,,,,,।।।
  2. Avatar photo gsm sohan Author says:
    ভিডিও কোথায়????????
  3. Avatar photo Shuhanur Rahman Contributor says:
    web site, to load e nibe na
  4. Avatar photo AR Ashik Contributor says:
    ভাই কুমিল্লা বোর্ডের টা তো আসে না।

Leave a Reply