আসসালামুআলাইকুম,

টাইটেললেই জেনে গেছেন পোস্ট সম্পর্কে, শর্টকাট ভাইরাসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত।

শর্টকাট ভাইরাস কি??

এটা কি আসলে ভাইরাস???

“শর্টকাট ” কোন ভাইরাস নয় এটা মূলত একটি “VBS Script”।

 

শর্টকাট ভাইরাস প্রায় আমাদের কম্পিউটারে আক্রমন করে থাকে, আর বিশেষ করে এর আগমন ঘটে পেনড্রাইভ থেকে। তো এই টিউনে আমি দেখাব কিভাবে এর থেকে মুক্তি লাভ করা যায়।

নিচের স্টেপ গুলো ফলো করুন।

 

প্রথমে আপনার কম্পিউটারে RUN এ যান তারপর wscript.exe লিখে Enter করুন।

 

তারপর Stop script after specified number of seconds: এ 1 দিয়ে Apply করুন।

 

ব্যাস কাজ শেষ এবার থেকে পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে প্রবেশ করবে না।

 

আপনার কম্পিউটার যদি শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে সে ক্ষেত্রে:

 

কী বোর্ডের Ctrl+Shift+Ese চাপুন।

 

তারপর Process ট্যাবে যান।

 

wscript.exe ফাইলটি সিলেক্ট করে

 

End Process এ ক্লিক করুন।

 

এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।

সার্চ করুন wscript লিখে।

 

wscript নামের যত ফাইল আসবে সব ফাইলগুলো Shift+Delete দিন।

 

কিছু ফাইল ডিলেট হবে না, যেই ফাইলগুলো ডিলিট হবে না ওইগুলো স্কিপ করে দিবেন।

 

এখন আবার RUN এ গিয়ে wscript.exe লিখে Enter করুন।

 

Stop script after specified number of seconds: এ 1 দিয়ে Apply করুন।

 

ব্যাস কাজ শেষ, আপনার কম্পিউটার এখন শর্টকাট ভাইরাস মুক্ত। এবার থেকে আপনার কম্পিউটারে অন্য কারো পেনড্রাইভ ঢুকালেও শর্টকাট ভাইরাস ঢুকতে পারবে না ।

 

আপনার পেনড্রাইভ যতি শর্টকাট ভাইরাসে আক্রানতিত হয় সেক্ষেত্রে যা করনীয় :

 

প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান।

 

তারপর cmd তে যান।

 

এবার আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)

 

নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।

 

কোডঃ attrib -s -h /s /d *.*

 

ইন্টার প্রেস করুন।

 

এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?

 

এবার আপনার পেনড্রাইভে থাকা গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে ফরম্যাট করুন।

 

কাজ শেষ এবার আপনার পেনড্রাইভটি হয়ে গেল শর্টকাট ভাইরাস মুক্ত।

 

আপনার কম্পিউটারে এন্টিভাইরাস ইউজ করুন আর নিয়মিত আপডেট করুন তাহলে শর্টকাট ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন।

 

কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।

 

♠_______ধন্যবাদ________♠

26 thoughts on "শর্টকাট ভাইরাস ডিলেট করুন স্থায়ীভাবে।(pc)"

    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      ভাইয়া দুক্ষিত সস না দেওয়ার জন্য।প্রতিটা কম্পিউটার ইউজার কাজ টি করতে পারবে। খুব একটা কঠিন কিছু না। তাই সস দিই নি।
  1. Avatar photo sumit roy Contributor says:
    ss koi bhai??
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      sorry for that bro…..
  2. Avatar photo dj imran Contributor says:
    ss dbe kivabe?? post to tar nijer na…copy post…google search diye dekhen…ei post onk ager..
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      ভাইয়া গুগোলে এরকম অনেক পোস্ট ঈ আছে তাই বলে কপি বলা যাবে না, আমি সম্পূর্ণ নিজ ভাষায় লিখেছি। সস দিই নাই এজন্য আন্তরিক ভাবে দুক্ষিত। আমি কাজটা নিজে করে দেখেছি ইচ্ছা করলে তখন সস নিতে পারতাম কিন্তু আমি ভাবলাম সবাই পারবে কোর্ড টা দিয়ে দিলেই।
    2. Avatar photo dj imran Contributor says:
      ???
      apni jei post ta krsen eitai google ase…sob kiso same…word space…line space gulao same…আর মাঝখানে যে খালি জায়গা গুলা আছে ঐ খানে স্ক্রিনশট ছিল।কিন্তুু দুঃখের বিষয় স্ক্রিনশট কপি হয় না তাই জায়গা টা খালি,,,,
      সত্যবাদী হতে চেষ্টা করুন।
    3. Avatar photo NK Nabil Author Post Creator says:
      আপনি যে কথা গুলো বললেন, প্রুভ দিতে পারবেন।
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      thanks for positive comment
  3. Avatar photo Rafi intiser Contributor says:
    valo hoyeche.sajiye lekhechen.but ss dile aro sundor hoto
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      welcome bro
  4. Avatar photo Imran Natore Author says:
    sov version a ki kaj koerbe
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      বুঝলাম না ভাইয়া, তবে যেকোনো কম্পিউটারে হবে
    2. Avatar photo Imran Natore Author says:
      মানে সব উইন্ডোজ এ কি আমি নিয়ম এ কাজ করতে হবে
    3. Avatar photo NK Nabil Author Post Creator says:
      জ্বি ভাইয়া।
  5. Avatar photo shiper4u74 Contributor says:
    অনেক উপকৃত হলাম।
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      ধন্যবাদ পাশেই থাকুন
  6. Avatar photo T-800 Expert Contributor says:
    Screenshot dile valo hoto
    1. Avatar photo NK Nabil Author Post Creator says:
      thanks for your suggest

Leave a Reply