অনেক সময় ফোল্ডার হাইড করার প্রয়োজন হয়ে থাকে । তবে ফোল্ডার হাইড করলেও যে কেউ আনহাউড করে তা দেখতে পারে। এরপরও কিছু নিয়ম কানুন রয়েছে যা করলে সাধারণত চোখে কেউ এই ফোল্ডার দেখতে পারবে না।এ টিউটোরিয়ালে অদৃশ্য ফোল্ডার তৈরির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।

১. মাউসে রাইটে ক্লিক করে new  থেকে new folder তৈরি করতে হবে।

 

২. ফোল্ডার তৈরি হলে  properties এ গিয়ে change icon এ ক্লিক করতে হবে।

hasan420..2

৩. এরপর অনেকগুলো আইকন দেখা যাবে যেখান থেকে অদৃশ্য আইকনটি ক্লিক করে ok করে দিতে  হবে।

hasan420..3

৪. এখন ফোল্ডারটির ওপর cursor রাখলে বোঝা যাবে সেখানে একটি ফোল্ডার রয়েছে।

 

কিন্তু ফোল্ডারে নাম দেখে যাবে। এই নাম পরিবর্তনের করে অদৃশ্য করতে Rename করুন। এরপর new floder লেখাটি হাইলাইট করা অবস্থায়  ALT +0160 চাপুন দেখবে নামহীন ফোল্ডার। তৈরি হয়ে যাবে অদৃশ্য একটি ফোল্ডার।

পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ

16 thoughts on "[Computer] অদৃশ্য ফোল্ডার তৈরি করার পদ্ধতি।"

  1. Shadin Contributor says:
    ওয়াও! দারুণ ট্রিক্স ভাইয়া।
    1. Avatar photo Hasan420 Author Post Creator says:
      tnx
  2. Avatar photo Al Sayeed Author says:
    Basic knowledge but good job
  3. Avatar photo Technical AZ Contributor says:
    valo laglo Na. karon hide korar option thakte eta diye ki korbo
  4. Avatar photo ABUBAKAR CHOWDHURY Contributor says:
    আগেই জানতাম
  5. tanmoy Contributor says:
    nice trick but sahojei select kore dekha jabe
  6. Avatar photo Neymar Jr Contributor says:
    এইরকম ট্রিক্স আরো আছে।
    আপনার উইন্ডোজ কত??
  7. Avatar photo Junayed.hasan Contributor says:
    এটা তো হাইড করা হলো না। এটা জাস্ট আইকন টা চেঞ্জ করা হল।
    যারা জানতো না তাদের কাছে দারুন ছিল ট্রিক্স টা।
  8. Avatar photo Naimor Contributor says:
    khub balo
  9. Raian Arshad Arittro Contributor says:
    Vaia Last Er Ta Bujte Parlam Na

    কিন্তু ফোল্ডারে নাম দেখে যাবে। এই নাম পরিবর্তনের করে অদৃশ্য করতে Rename করুন। এরপর new floder লেখাটি হাইলাইট করা অবস্থায় ALT +0160 চাপুন দেখবে নামহীন ফোল্ডার। তৈরি হয়ে যাবে অদৃশ্য একটি ফোল্ডার।

    Ei Ongsho Ta Jodi Arektu Clear Kore Bolten Please

Leave a Reply