আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটি অতি প্রয়োজনীয় এবং প্রিয় ডিভাইস। অনেক সাবধানে রাখার পরও কিছু কিছু সময়ে অসাবধানতাবশত এটি পানিতে পড়ে বা ভিজে যেতে পারে।আপনার স্মার্টফোনটি পানিতে ভিজে গেল, কী করবেন তো প্রথমে এই পোস্টটি পড়ুন ভবিষ্যতে প্রয়োজনে আসতে পারে।

 

স্মার্টফোন পানিতে পড়লে করণীয়:-

. যত দ্রুত সম্ভব ফোনটি পানি থেকে তুলে নিন। গা থেকে পানি মুছে নিন শুকনো কিছু দিয়ে।

. ফোনটি বন্ধ আছে কি না, তা নিশ্চিত করুন।

. যত দ্রুত সম্ভব ব্যাক প্যানেল, ব্যাটারি, সিম এবং

মাইক্রো এসডি কার্ড খুলে ফেলুন।

. একটি শুকনো টিস্যু দিয়ে পুরোটা ভাল করে মুছে নিন।

. ব্লো ড্রায়ার দিয়ে ফোন শুকোবেন না।

. মিনি ভ্যাকুয়াম ক্লিনার থাকলে ২০ মিনিট ধরে

ব্যবহার করুন।

. চালের মধ্যে ফোনটি দিন তিনেক রেখে দেখতে পারেন।

. সিলিকা প্যাকেটের মধ্যেও রাখতে পারেন।

. এর পরে সূর্যের তাপে রাখুন। বাকি ময়েশ্চার শুকিয়ে যাবে।

১০. এর পরেও কাজ না-করলে, নতুন ব্যাটারি ব্যবহার করুন।

১১. এতে যদি কাজ না হয় তাহলে কাস্টমার কেয়ার বা ভালো কোনো টেকনিশিয়ান এর দোকানে নিয়ে যেতে পারেন।

ধন্যবাদ ভাল থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন এবং কৃপণতা না করে প্লিজ সাবস্ক্রাইব করবেন।

আবার দেখা হবে  পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতেশিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ

 

15 thoughts on "[Mobile] মোবাইল পানি পড়ে গেলে কিছু করণীয়।জেনে রাখা ভাল।"

  1. Abedin Contributor says:
    Vai non removal battery hole ki korbo tato bollen na
  2. shaown munshi Contributor says:
    donnobad…. onek important post……
  3. Shadin Contributor says:
    সুন্দর পোস্ট।
    1. Avatar photo Hasan420 Author Post Creator says:
      Vaiya,
      tnx
  4. Avatar photo Junayed.hasan Contributor says:
    আপনি ট্রিকবিডির আগের পোস্টগুলো চেক করুন,,, এরকম অনেক পোস্ট পাবেন।
    পোস্ট ঠিকাছে ভালো পোস্ট,, বাট একই পোস্ট বারবার করলে সাইটের মান কমে যাবে।
  5. Toufiq Sourov Contributor says:
    প্লিজ হেল্প মি।আমি youtube এ ভিডিও প্লে করতে পারছি না।ভিডিও প্লে করতে গেলে লেখা ওঠে an error occurred। এখন আমি কি করব??????
    1. Avatar photo Hasan420 Author Post Creator says:
      youtube app update den
    2. Toufiq Sourov Contributor says:
      এখন ঠিক হইসে
    3. Toufiq Sourov Contributor says:
      এখন ঠিক হইসে bro
    4. Avatar photo Hasan420 Author Post Creator says:
      ok vaiya
  6. আর এ নিয়ে ট্রিকবিডিতে পোষ্ট আছেই
  7. Avatar photo Abrar Contributor says:
    ভাই…আমাকে কেউ হেল্প করেন প্লিজ……আমার ফোন রুট করা থাকার কারনে আমি ইম্পরট্যান্ট কিছু সাইট ভিজিট করতে পারছি না…(.কাস্টম রোম ইন্সটল করা আছে)..বার বার “refused to connect” দেখায়…….কিছুদিন থেকে পিসিও নষ্ট। আমার স্কলারশিপ এ এপ্লাই করার জন্য বাহিরের কিছু সাইট ভিজিট করতে হবে..কিন্তু পারছি না,,,,হেল্প মি প্লিজ……..

Leave a Reply