আসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটা trick নিয়ে এসেছি ।এই trick টি হলো tattoo।আমাদের মধ্য আনেকেরই Hobby হচ্ছে হাতে tattoo লাগানো।আর এই টেটু আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন আর দোকানে যেতে হবে না।তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাসায় বসে টেটু তৈরি করবউপকরণ যা যা লাগবে :
পেষ্ট,তুলা,মারর্কার কলম আর পাওডার আর ক্রিম ।

কিভাবে টেটু তৈরি করবেন :
1) প্রথমে আপনি যে যায়গায় টেটু তৈরি করবেন সেই যায়গাটা রেদার দিয়ে পরিস্কার করে নিবেন যাতে আপনার হাতে কোন চুল না থাকে।
2) তারপর সেই যায়গায় মানে হতে পেষ্ট লাগাবেন এবং 45s রাখবেন তারপর পরিস্কার করবেন তুলা দিয়ে।
3) তারপর একটা Marker Pen দিয়ে হাতে ছবিটা /টেটুটা আকবেন।যেমন :আমি লাভের ছবি আকলাম।
4) তারপর সেই টেটুটাতে Face Powder ছিটিয়ে দিবেন কিছুক্ষন পর তা তুলা দিয়ে পরিষ্কার করে নিবেন।
5) তারপর Eyoliner (water Proof) কলম দিয়ে টেটুটার উপর হাত চালাবেন তারপর আবার সেই টেটুটার উপর পাওডার দিন তারপর আবার তুলা দিয়ে পরিস্কার করে ফেলুন।
6) তারপর সেই কলমটা দিয়ে আবার হাত চালান টেটুটার উপর যেনো লেখাটা আরো রং দেখায় তারপর পাওডার দিন আবার মুছে ফেলুন।
7) তারপর একটা তুলা দিয়ে একটা Vaslin ক্রিম লাগিয়ে দিন টেটুটার চারপাশে তারপর “35 মিনিট অপেক্ষা” করুন দেখুন কাজ হয়ে গেছে।তারপর আপনি পানি দিয়ে দেখতে পারেন কিন্তু টেটু উঠবে না।
নিচের ছবি দেখলে সব বুঝতে পারবেন :








ক্রিম লাগিয়ে 35 মিনিট অপেক্ষা করুন

তারপর পানি দিয়ে দেখুন আর উঠবে না।কাজ হয়ে গেল ।

সাপোর্ট টিমের কাছে আবেদন
এই পোষ্টটি trickbd এর একজন কন্ট্রিবিউটর এর । তার পোষ্ট অনেক দিন ধরে পেনডিং এ থাকায় তিনি আমার সাথে যোগাযোগ করেন এবং তারই অনুরোধে আমি এই পোস্টটি পাবলিশ করলাম । trickbd support টিমকে আমার অনুরোধ যে তার বাকি পোস্টগুলি তার প্রোফাইলে দেখে ভাল লাগলে এরপর থেকে সে যেনো নিজেই পোষ্ট পাবলিশ করতে পারে এরকম সুযোগ করে দিবেন ?বি.দ্রঃঃ- এর আগে তার দুইটি পোস্ট পাবলিশ হয়েছিল ?
তার প্রোফাইল লিংক
== এইখানে ক্লিক করুনআল্লাহ হাফেজ
আপনার পোস্ট দেখে যদি কেও চেষ্টা করে দেখে।
তো এই পাপের ভাগিদার আপনিও হতে পারেন।
তা, কয়দিন পর নিজে থেকে উঠবে এই ট্যাটু?
সেটা কতজনই বা দেখবে, আর দেখলেও শখের বশে (করার নিয়ম পেয়েছে বলে) করে ফেলবে হারাম কাজ।
দ্বিতীয়ত – (by Trickbd rule for any Post) এই উপায়টি Youtube এর কোন ভিডিও থেকে কপি করা হয়েছে (বড় কথা নয়)। (কিন্তু) এর Practical Photos স্ক্রিনশটগুলো ঐখান থেকেই
সেটা কতজনই বা দেখবে, আর দেখলেও শখের বশে (করার নিয়ম পেয়েছে বলে) করে ফেলবে হারাম কাজ।
দ্বিতীয়ত – (by Trickbd rule for any Post) এই উপায়টি Youtube এর কোন ভিডিও থেকে কপি করা হয়েছে (বড় কথা নয়)। (কিন্তু) এর Practical Photos (স্ক্রিনশটগুলো) ভিডিও থেকেই নেয়া হয়েছে, তা’ও আবার Low Quality এর। (আপনার লেখা হলেও, পোষ্ট করেছেন আপনিই, কিন্তু Out of Trickbd Rule)…
{ভুলগুলো একটু ধরিয়ে দিলাম
}
জ্বি প্রথম কারণটি সঠিক, আমার কাজটা ঠিক হয়নি
আর ২ য় কারণটি, স্ক্রিনশট গুলো ইউটিউব থেকে নিয়েছেন উনি কিন্তু উনার রিকুয়েস্ট এর জন্য না করতে পারিনি ?