আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম Cubasis 3  । যারা DJ গান শুনতে পছন্দ করেন তারা মনে মনে অবশ্যই ভাবেন যদি আমি DJ বানাতে পারলাম কত না ভালো হতো তাদের জন্য। এই Cubasis 3।  আর হ্যাঁ Cubasis  নিয়ে আগে কোন পোস্ট হয়নি আমার যা মনে হচ্ছে। । তাই আমি আপনাদের সামনে Cubasis 3 version 3.1.1  নিয়ে হাজির হলাম। হ্যাঁ এই ভার্সনটা একটু পুরনো কিন্তু খুব ভালো ।

যারা আগে বা এখন FL studio ব্যবহার করেন না বা করেছেন আগে তারা এইটা ঠিক মতো বুঝবেন ।যারা নতুন তারা কিছু বুঝবেন না ।যদি না বুঝেন সমস্যা নাই Google or YouTube মামা তো আছেই। তো আর চিন্তা কিসের শুরু করা যাক অ্যাপস এর কিছু স্কিনসর্ট নিয়ে এবং কিভাবে কি করতে হবে ডাউনলোড এবং ওপেন ফুল প্রোসেস দেখাবো।

আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আমার নেট খারাপ এই জন্য ফাইল গুলো গুগল ড্রাইভে আপলোড করতে পারিনি। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিবেন।

App Download 

আমরা অ্যাপসটি ডাউনলোড করবো আলাদা আলাদা ভাবে ।মানে apk অ্যাপস থাকবে আলাদা এবং মেইন ফাইলটি মানে Obb Data থাকবে আলাদা। আমরা আলাদা আলাদা ভাবে ডাউনলোড করবো।

এই রকম দুইটি ফাইল দেখতে পারবেন। প্রথমে আমরা  নিচের ফাইলটি মানে apk ফাইলটি ইনস্টল করবো।

তারপর প্রথম ফাইলটি Extract করবো। আর হ্যাঁ Extract করার জন্য একটু সময় লাগবে ১GB স্টো‌রেজ লাগবে ।

এই ফাইলটি কাট করে আমরা অন্য ফোল্ডারে রাখবো।

কাট করে আমরা চলে আসবো ফোন মেমোরির android ফোল্ডারে ।

এখন আমরা চলে যাবো obb folder এ ।

তারপর মার্ক করা ফোল্ডার ভিতরে মেইন ফাইলটি পেস্ট করে দিবো।

আর হ্যাঁ যাদের এই ফোল্ডার নাই তারা একটু নিউ ফোল্ডার করে আমি যেই নাম দিবো ঠিক সেই নাম দিবেন।

com.steinberg.cubasis3

এখন আমরা মেইন ফাইলটি পেস্ট করে দিবো।

এখন আমরা অ্যাপসটি ওপেন করবো।

এই রকম দুইটি পারমিশন চাইবে দিয়ে নিবেন।

আর কথা না বাড়িয়ে কিছু স্কিনসর্ট দেখি।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।

13 thoughts on "DJ লাভারদের জন্য নিয়ে আসলাম Cubasis 3 version 3.1.1 । নিজের ইচ্ছে মতো বানিয়ে ফেলুন Dj সাথে থাকছে অ্যাপস ডাউনলোড লিংক ।তো দেরি না করে চলুন দেখে আশা যাক।"

  1. Avatar photo Ifran Ahamed Contributor says:
    Pc te ki vabe korbo r apps download link chai
    1. Avatar photo abir Author Post Creator says:
      PC er jonno FL studio ase vai …r FL studio niye already post korci. Kindly check kore dekhen …r Jodi cubasis 3 PC er jonno thake setao share hobe inshallah
  2. Avatar photo MD FAYSAL Contributor says:
    very good post vai same pc tips chai
    1. Avatar photo abir Author Post Creator says:
      Thik ase asbe vai inshallah
  3. Avatar photo Mr. Polite(θ‿θ) Author says:
    cooooooooooooooooooooooooool
    1. Avatar photo abrno34 Author Post Creator says:
      ji vaiya cool
  4. Avatar photo Ifran Ahamed Contributor says:
    #Abir vai link ta file valo hoto
    1. Avatar photo abir Author Post Creator says:
      Vaiya amar net kharap chilo jar karone file upload korte parini
  5. MITHU Contributor says:
    Carry_on bro..?
    1. Avatar photo abrno34 Author Post Creator says:
      tnq
  6. Avatar photo abir Author Post Creator says:
    Tnq
  7. Dj Yousuf Bd Contributor says:
    FL Studio ? Best
    1. Avatar photo abir Author Post Creator says:
      FL studio niye o post ase.

Leave a Reply