হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। 

Realme Narzo 50 pro মোবাইলটি লঞ্চ হয়েছিল 2022 সালে। কিন্তু এই মোবাইলটি তখন বাংলাদেশে আসেনি। এই মুহূর্তে এই রকম বাজেটে এত ভালো মোবাইল আর একটাও নেই। এর স্পেসিফিকেশন খুবই সাজানো গোছানো। এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এমোলেড ডিসপ্লে, পাঁচ হাজার এমএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। এতে আছে স্টেরিও স্পিকার । 

ডিজাইনের দিক দিয়ে এটি মোটামুটি রিয়েলমি সবগুলো মোবাইল যেরকম ডিজাইন করা হয় এই মোবাইলটি ওটি সেরকমের ডিজাইন করা হয়েছে। পিছনে আঙ্গুলের ছাপ পরে, কিন্তু তা আবার উঠে যায়।

এই মোবাইলটি ওজন ১৮১ গ্রাম এবং রেয়ার প্যানেল্টি প্লাস্টিকের ।

প্রসেসর – Dimensity 920

এখানে বিল্ট ইন এন্ড্রয়েড ১২ রয়েছে । যা আপডেট করে ১৩ এ নিতে পারবেন । এটি পাওয়ার ফুল একটি প্রসেসর 

ডিসপ্লে – সুপার এমোলেড

ডিসপ্লের প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইব 

এবং রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট  

র‌্যাম – 6/8 জিবি

রম– 128 জিবি

এই মডেলের শুধু ১২৮ জিবি ভেরিয়েন্ট ই রয়েছে । 

প্রাইমারী ক্যামেরা – 48+2+2 মেগাপিক্সেল

দিনের বেলায় মোবাইলটি দিয়ে ভালো ছবি তোলা যায়। রাতের বেলা নাইট মোড ব্যবহার করে ছবি তুলতে পারেন। এই মোবাইলে উল্ট্রাওাইড এবং ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ম্যাক্রো ক্যামেরা খুব একটা কাজের নাই ।

সেকেন্ডারি ক্যামেরা – 16 মেগাপিক্সেল

ব্যাটারি – 5000 এম্পিয়ার 

সাধারণ কাজ করলে এক দিন পর্যন্ত খুব সহজেই চালাতে পারবেন। 

আপনারা যদি এই রকম আরও মোবাইল রিভিউ দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন । ধন্যবাদ ।

13 thoughts on "Realme Narzo 50 pro – বাংলা রিভিউ"

  1. Avatar photo Ashiqur Rahman Author says:
    Gaming er bisoye kicu ullekh korle valo hoto… 😐
    1. Tamim Author Post Creator says:
      পাব্জি, cod এর মতো গেম গুলো খুব ভাল ভাবেই খেলতে পারবেন
    1. Tamim Author Post Creator says:
      এখন ৬/১২৮ ইন্ডিয়ান ভেরিয়েন্ট ২৪-২৫ হাজারে পাওয়া যাচ্ছে
  2. awrangojeb Contributor says:
    আহ্!!!!
    কি রিভিউ রে ভাই??
    আপনি ফোনটি চালিয়ে রিভিউ দিয়েছেন, না কোন সাইটে এর স্পেসিফিকেশন্স দেখে রিভিউ দিতে আসছেন?
    1. Tamim Author Post Creator says:
      আপনার যা মনে হয়
    2. awrangojeb Contributor says:
      ভাইয়া আপনি অথর
      আপনি এমন রিপ্লাই দিলে কেমনে হবে?
  3. Avatar photo Zein Ahmed Author says:
    apnk author banaise k
    1. Avatar photo Zein Ahmed Author says:
      amr kichu mobile review ache shegulo o deikhe aishen, apnar erkm 10 ta mix krle amr 1ta hbe
    2. Tamim Author Post Creator says:
      আপনিতো শুধু স্পেসিফিকেশন দেন
  4. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    স্ক্রিনশট বেশি অ্যাড করলে ভালো লাগতো
    1. Tamim Author Post Creator says:
      সামনে থেকে করার চেষ্টা করবো

Leave a Reply