Site icon Trickbd.com

(Today Last Date) ন্যাশনাল ইউনিভার্সিটির করোনার টিকা রেজিস্ট্রেশন করুন দ্রুত || Error Problem Fix

আসসালামু আলাইকুম,

আজকে দেখাবো কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা করোনা  ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করবেন । যারা আমার আগের পোস্টগুলো মিস করেছেন তারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,

 Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।

তাহলে চলুন শুরু করা যাক,

রেজিস্ট্রেশন করার সময়সীমা আর মাত্র 4 ঘন্টা বাকি আজই লাস্ট ডেট । আজ রাত 12 টা   পর্যন্ত রেজিস্ট্রেশন  করতে পারবেন।

প্রয়োজনীয়তা:

  1. Mobile or Laptop or PC
  2. Internet

এখন,

1. প্রথমে স্ক্রিনশটে দেখানো  এই ওয়েবসাইট এ ক্লিক করুন। (সাইটে প্রবলেম থাকার কারণে ইরর দেখাতে পারে  ভয় নেই সাইটে প্রবেশ করার জন্য কয়েকবার চেষ্টা করুন)

 

2. এখানে আপনার  ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে নেক্সট এ ক্লিক করুন

3.তারপর এমন একটা পেজ আসবে সেখানে স্টুডেন্ট নাম , ফাদার্স নেম , কোর্স নেম , কলেজ নেম এবং সেশন অটোমেটিক শো করবে । তারপর এই পেজটা ফিলাপ করেনেক্সট এ ক্লিক করুন ।

4.বেশ কয়েকবার এমন ইরর আসতে পারে ব্যাক বাটন প্রেস না করে রিলোড বাটনে প্রেস করে কন্টিনিউ  বাটনে চাপ দেন । একটা সময় সাবমিট হয়ে যাবে 

5.আমি এভাবে সাবমিট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে ছাড়া সাবমিট করা সম্ভব হচ্ছে নাদেখুন আমার সাবমিট হয়ে গেছে

নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।

Help Menu:

 কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।