[MT6572][Jellybean][4.2.2] Android N 7.0 – সম্পূর্ন নতুন কাস্টম রম 2016 ( সাথে N ফিচার ) – by Riadrox
Introduction
## সম্প্রতি Android এর Marshmallow-এর পরে নতুন ও আপডেটেড OS নিয়ে বাজারে এসেছে Google !
## গুগল এই নতুন অপারেটিং সিস্টেম এর নাম দেয় Android N !! মজার বিষয় হলো Android M বলতে আমরা Marshmallow বুঝে থাকলেও Android N বলতে কিছুই বোঝায় না।
## N এর অর্থ নিয়ে গুগল নিজেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে নি। অপরদিকে কাস্টম রম ডেভলপাররা এই N – কে নানা নামে সাজিয়ে কাস্টম রম তৈরি করছে। সে যাই হোক।
## সে যাই হোক, আজকে যে রমটি শেয়ার করব এর ডেভলপার Mediamod v5 এর। তাহলে বুঝতেই পারছেন রমটা কত ভাল।
## রমটা আমার কাছে পরিপূর্ন একটা রম। তাও আবার মাত্র ১৬৪ এমবি। সব ফিচার তো আছেই। বাগ থাকার প্রশ্নই আসে না।
এবার,,,
,
,
,,
রমটি ডাউনলোড করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেনঃ
১.গুগলে আপনার ফোনের মডেল সার্চ করে ১৪ গুষ্টি বের করুন।
২.দেখেনিন আপনার ফোনের চিপসেট Mt6572 কিনা।
৩. আপনার ফোন JellyBean 4.2.2 কি না!!
ব্যাস আর কিছু দেখতে হবে না, এই তিনটা মিলে গেলেই হলো।
এবার রিভিউঃ
,
,
,
,
,
Android N 7.0 Custom Rom Features
## Awesome Android N Features
## N Notification + Toggle
## N Game on Tap
## Lolipop Ui
## Bugless Smooth
## Omini Swipe
## Dolby + Apollo
## & More,,,,,,,,,
,
,
,
,
,
,
$creen$hots
,
,
,
,
,
,
যেভাবে ডাউনলোড করবেন!!
১) প্রথমে Mega.apk ডাউনলোড করে নিন।
২) এবার ইনস্টল করে ওপেন করুন। এরকম দেখাবে –
৩) Create New Account এ গিয়ে চটপট একটা একাউন্ট করে নিন এবং লগিন করুন।
৪) লগিন হলে ওপেরা দিয়ে এই লিংক এ যান। গিয়ে ভিজিট করুন। দেখবেন Mega এপে চলে গিয়েছেন।
নিচের মত দেখালে ডাউনলোড এ ক্লিক করুন।
Android N Custom Rom (164mb)
How To Port
## আমার পোর্ট করা লাগেনি। খালি বুট ইমেজটা ডিলিট করছি।(must)
তবে আপনাদের সুবিধার্থে পোর্ট করে নিবেন।
পোর্ট করার সহজ উপায় + ফ্লাশ রম
বিঃদ্রঃ আমি কোনো রম ট্রাই না করে শেয়ার করি না। এসবগুলো স্ক্রিনশট গুলো আমার ফোন থেকে তোলা। গুগল এ কোথাও এগুলো পাবেন না। আমিই প্রথম শেয়ার করলাম।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
#DC