[Mt6572][Port] মোবাইল দিয়ে কাস্টম রম পোর্ট করার নতুন পদ্ধতি! by Riadrox
বেসিক বাই Riadrox
কাস্টম রম দেওয়া আর ইনস্টল করা একই কথা। অনেকে বলে কাস্টম রম মারা।
“” এই দোস্ত, দেখ! আমার ফোনে কাস্টম রম মারছি “”
সে যাই হোক। কাস্টম রম নিয়ে আগ্রহ থাকা ভাল।
তবে আমার মতে সৃটক রমের মত বেটার কোনো রমেই হবে না।
যেই রমই মারুন, স্টক রমে ফিরে আসতেই হবে।
না আসলে, সেটা আপনার ব্যাপার।
অনেকে রুট করেই কাস্টম রমের দিকে ঝুকে পড়েন।
ব্যাপারটা না জেনেই, ফোনে ব্যাকআপ না রেখেই রম মারতে গিয়ে ব্রিক করে ফেলি।
অবশ্যই কাস্টম রম মারার আগে এই তিনটা কাজ করতে হবে।
১) আগের রমের ব্যাকআপ।
২) Imei ব্যাকআপ।
৩) কাস্টম রম পোর্ট।
গুগলে অনেক ভুল পদ্ধতি পেয়েছি এবং ট্রাই ও করেছি। কিন্তু অনেক ঘেটে আমি একটা কথাই বলব তারা না জেনেই পোর্ট বিষয়ে বলেছে।
কাস্টম রম পোর্ট দুই রকম।
১) অন্য চিপসেট থেকে আরেক চিপসেট (MT6582 to MT6572 or, MT6592 to MT6582)
২) একই চিপসেটের ( MT6572 to MT6572)
যাই হোক। এসব বিষয়ে অন্য পোস্টে বলব। আজ যে চিপসেটের কাস্টম রম পোর্ট ব্যাপারে বলব তা হল MT6572
আসলে আমার ফোনটা এই চিপসেটের। আমার না বেশিরভাগই।আর এ চিপসেটের কাস্টম রমও বেশি।
আর সবচেয়ে মজার বিষয়, এ চিপসেটের রম মোবাইল দিয়েই পোর্ট করা যায়।
আমার তৈরি পদ্ধতি ( সবচেয়ে সোজা)
আগে আমি হুদাই ফাইল রিপ্লেস system etc to etc, lib, lib, bla bla bla,,,,
অনেক কষ্টে পোর্ট করতাম।
অসহ্য। চলুন সহজ পদ্ধতি জেনে নেই।
## Zarchiever Pro নাম তো শুনছেনই। এর চেয়ে কাজের কিছু নাই। না থাকলে ডাউন লোড করে নেন।
## যে কাস্টম রম পোর্ট করবেন ঐটা যেন ডাউনলোডের পর Zip করাই থাকে। Unzip করা লাগব না।
## এবার Zarchiever দিয়ে Zip করা রমের মধ্য ঢুকুন।
এজন্য File টিতে ক্লিক করে View এ যান।
## কয়েকটি ফোল্ডার এবং কিছু ফাইল দেখতে পারবেন।
## এদের মধ্য থেকে নিচের ফাইলগুলো ডিলিট দিবেন (যদি থাকে)
boot.img
logo.bin [যদি কাস্টম রমের বুট লোগো দিতে চান তবে ডিলিট করেন না ]
boot-x.img [x= any a-z]
## ডিলিট করতে boot.img এর উপর চাপ দিয়ে ধরে থাকবেন। Delete সিলেক্ট করবেন।
Do you want to delete this file from archieve – Yes দিবেন।
## কাজ শেষ। এবার Back করুন। এবং Zip টি ইনস্টল করুন।
CWM থেকে Zip Install পদ্ধতিঃ
## Go to CWM Recovery – Press Volume up+ power button or similar
## Backup থেকে স্টক রমটির ব্যাকআপ নিন যদি না থাকে।
## Go back দিয়ে Wipe data & factory reset
## Go back > Wipe Cache Partition
##Go back > Advanced > Wipe Dalvik Cache
## Go back > Mount & storage >Format Data >Format Cache>Format System**
( ** This step is important কারন আমরা Updater Script Modify করিনি।)
## Go back >Install zip from Sdcard >Chose Zip and install
## এবার ইনস্টল শেষে ইরর দেখাবে। চিন্তা না করে,
## reboot system now
হয়ে গলো কাস্টম রম ইনস্টল।চিপসেট একই হলে অতো পোর্ট করা লাগে না।
ফোন অন হলে –
# যদি গ্যালারি + ক্যামেরা না কাজ করে তবে /trickbd/custom-rom/116343]এখানে দেখুন।
## আর কোনো সমস্যা হলে কমেন্ট।
#*#*# যাদের ফোন ব্রিক হইছে তারা স্টক রম রিস্টোর করে zip ফাইলটির System/etc/android_runtime.so
আপনার স্টক ফাইলটির সাথে রিপ্লেস করে আবার চেষ্টা করুন।
##
##
ধন্যবাদ।
,
,
,
,
,
,
,
Full Credit : Riadrox
Message: FB/RiadBook
,
,
,
,
,
Copy করলেও লিংক চেন্জ করবেন না। কেউ কপি করলে আমি বুঝতে পারি তাই সাবধান।
Vai logo ki delete করা সম্ভব ?
রম পোর্টিং এর ঝামেলাদায়ক পদ্ধতি থেকে মুক্তির উপায়টা খুজছিলাম। বাট সেই একই তো হলো?
Bug এর জন্যই পোর্টিং করা। আর এভাবে দিলে তো Huge Bug আসবে। 😛 তারপর আবার সেটা খুজে খুজে ঠিক করা লাগবে।
আর এভাবে দিলে Huge Bug আসার কথা না। তবে পরবর্তী পোস্টে অন্য একটি সহজ পদ্ধতি দেব যেখানে বাগ এর জন্য আগেই পোর্ট করা থাকবে।
r j custm rom ta kaj korse oitate kono apps memory te move kora jay na….
now ki korle ami apps gula memory te move krte parbo…
rom kitkat…..
memory diye sob kisui kora jay bt Internet theke kisu downld dile phn memory te chole jay big file downld krle memoy full dekhay…
r instl apps gula move hoy na…
r baki sob thik ase…..
onk rom try krsi bt oigula kaj kore na….
imei number ব্যাকআপ করি নাই 🙁
এখন কি করা যায় একটু সমাধান দিন প্লীজ।
so boot ager motoi hobe
phone open hotay Unfortunatly launcher has stoped….
eta dakhacca…ami ki korbo?
boot.img এও ফাইলটা কিসের কাজ করে-??
মানে এর কাম কি-?
ডাউনলোড লিংক প্লিজ?
ডাউনলোড লিংক প্লিজ? bro
Copy Of Galaxy s5 plz…..and need cmw for galaxy core
ডাউনলোড লিংক প্লিজ?
অপেক্ষায় আছি…
power Amp music player এর লাইফ টাইম moded version ta post koren…plzzz
R amar phoner cwm kutaw kuje pacchi na plz cwm er kuno link takle help koren vaiya
MT6572…
pls amake ekta custom ROM den… Ami ato valo bujhi na… Pls amar khub dorkar…
Please Help me…
Ar Walton Primo NF2 er ki custom ROM kivabe korbo?
করব
Recovery. img ta den plz..vul recovery flash koira ekhon network paitechena mobile
না। mobile uncle tool দিয়া recovery.img
ফ্লাশ মারছি। এখন রিকভারি মোডই
আসে না
plz help me riad vai
করব
ডিলিট দিবেন (যদি থাকে)””
ভাই এই বাক্য টা বজলাম না।নিচের ফাইল মানে কোনগুলা।।
sob thik ase,, kintu camera support korse na ar sound hoy na. please help me. bro
camera – https://trickbd.com/custom-rom/116343