[MT6572][Jellybean][4.2.2] Android N 7.0 – সম্পূর্ন নতুন কাস্টম রম 2016 ( সাথে N ফিচার ) – by Riadrox
Introduction
## সম্প্রতি Android এর Marshmallow-এর পরে নতুন ও আপডেটেড OS নিয়ে বাজারে এসেছে Google !
## গুগল এই নতুন অপারেটিং সিস্টেম এর নাম দেয় Android N !! মজার বিষয় হলো Android M বলতে আমরা Marshmallow বুঝে থাকলেও Android N বলতে কিছুই বোঝায় না।
## N এর অর্থ নিয়ে গুগল নিজেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে নি। অপরদিকে কাস্টম রম ডেভলপাররা এই N – কে নানা নামে সাজিয়ে কাস্টম রম তৈরি করছে। সে যাই হোক।
## সে যাই হোক, আজকে যে রমটি শেয়ার করব এর ডেভলপার Mediamod v5 এর। তাহলে বুঝতেই পারছেন রমটা কত ভাল।
## রমটা আমার কাছে পরিপূর্ন একটা রম। তাও আবার মাত্র ১৬৪ এমবি। সব ফিচার তো আছেই। বাগ থাকার প্রশ্নই আসে না।
এবার,,,
,
,
,,
রমটি ডাউনলোড করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেনঃ
১.গুগলে আপনার ফোনের মডেল সার্চ করে ১৪ গুষ্টি বের করুন।
২.দেখেনিন আপনার ফোনের চিপসেট Mt6572 কিনা।
৩. আপনার ফোন JellyBean 4.2.2 কি না!!
ব্যাস আর কিছু দেখতে হবে না, এই তিনটা মিলে গেলেই হলো।
এবার রিভিউঃ
,
,
,
,
,
Android N 7.0 Custom Rom Features
## Awesome Android N Features
## N Notification + Toggle
## N Game on Tap
## Lolipop Ui
## Bugless Smooth
## Omini Swipe
## Dolby + Apollo
## & More,,,,,,,,,
,
,
,
,
,
,
$creen$hots
,
,
,
,
,
,
যেভাবে ডাউনলোড করবেন!!
১) প্রথমে Mega.apk ডাউনলোড করে নিন।
২) এবার ইনস্টল করে ওপেন করুন। এরকম দেখাবে –
৩) Create New Account এ গিয়ে চটপট একটা একাউন্ট করে নিন এবং লগিন করুন।
৪) লগিন হলে ওপেরা দিয়ে এই লিংক এ যান। গিয়ে ভিজিট করুন। দেখবেন Mega এপে চলে গিয়েছেন।
নিচের মত দেখালে ডাউনলোড এ ক্লিক করুন।
Android N Custom Rom (164mb)
How To Port
## আমার পোর্ট করা লাগেনি। খালি বুট ইমেজটা ডিলিট করছি।(must)
তবে আপনাদের সুবিধার্থে পোর্ট করে নিবেন।
পোর্ট করার সহজ উপায় + ফ্লাশ রম
বিঃদ্রঃ আমি কোনো রম ট্রাই না করে শেয়ার করি না। এসবগুলো স্ক্রিনশট গুলো আমার ফোন থেকে তোলা। গুগল এ কোথাও এগুলো পাবেন না। আমিই প্রথম শেয়ার করলাম।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
#DC
[MT6572] কি না তা জানিনা আপনি একটু Google এ দেখে দিবেন Plice…..।আমার ফোনের নাম Samaung Glaxy Grand Dues Gt-19082 আমি তালাশ করছিলাম কিনতু ওই কোড টা মিলাতে পরিনি। একটু দেখেন Plice Plice………
: Chipset BCM 28145/28155
Ekon ki kori bolben plz brother
কিন্ত google Docs এর download link dan plz…!!
আমি আপনাকে ফ্রেন্ড রেকুএস্ত দিসিলাম।।।
believe boy dipto উই টা আমি।।।।
আমকে একটা হেল্প করলে আমি আমার অনেক উপকার হইত।।।
আমার symphoney E60 এর recovery.img fill টা কথায় পাবো।।।please ভাই হেল্প মি।।
.please vai
Shob kisui koresi but kisui hoy na.
Jodi help korten tahole Khub upokrito hotam
একটু বলবেন please please
droid info apps টা নামান তার পর system এ গিয়ে দেখতে পারবে সব ditels
valo bave kaj kore Na…..? please help
valo bave kaj kore Na…..? please help me……
ধন্যবাদ।।।
।কি ধরনের পোস্ট করতে হই।সালা তর পোস্ট এ দি সবাই বকাবাকি করে।আর রিয়াদ ভাই এর পোস্ট পরে সবাই কিছু শিখে।সালা দেখছিছ না গান শুনছে রিয়াদ ভাই খাচার বিতর অচিন পাখি।তর গুগল বাপ কি এই গান শুনে সালা
মো:আশরাফুল ইসলাম জনি কে বলছি।এই গলু পুহিন্নি কোথাকার পরের ভাল দেখতে পারে না
এই ফোনের মডেল অনুযায়ি গুগল থেকে অনেক Cwm Recovery ডাউনলোড দিয়ে ইনস্টল দিছি ৷ কিন্তুু একটিও ভাল ভাবে কাজ করে না,রিকোভারি মুড অন করলে কাপাকাপি করে,ভলিয়ম বাটন দিয়ে উপরে নিচে নামনোর জন্য চাপ দিলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে না এসে তৃতীয় লাইনে চলে যায়, Android লগো অর্ধেক বাসে……..প্লিজ ভাই সমাধান দিন উপেক্ষায় রইলাম ৷
Install via Flashify or Rashr
R SAIKAT Bro er w68 e romta hoise, Apnar holo na kn?
Raid vai plz amar ai custom rom ta lagbe vai..plz..
ba amak Link dile hobe kothy teke download korbo..
Off kora phone charge a dila battery uta nama kora na……..
R vi w68 ta ki otg support kora jai na????
tomar facebook I’d ta dao
tahole ki Ami ditey parbo amr phn jellyben.
Android N custom ROM er status bar a je name set kora jay eta ki onno kono ROM a kora zabe na??
I mean emon kono xposed module apps ache ki jar dara status bar a nijer name set kora zabe and battery style change kora zabe…….please help bro…….
আর আপনি যে লিংক দিয়েছেন সেটা থেকে তো ডাউনলোড হচ্ছে না।
r port kora lagbe ki??
r port kora lagbe ki??…plz reply den