Site icon Trickbd.com

এবার HSC এর প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে । ১২,০০০ টাকার কোর্স নিন মাত্র ৯০০ টাকায়! (Coupon Offer)

এবার করোনাভাইরাস কে কেন্দ্র করে স্কুল কলেজ বন্ধ ছিল । তোমরা যারা এইসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য সরকার শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে ।
 কিন্তু এইস এস সি ২০২১ এর প্রস্তুতি তো হলো না আগের মত কারন তারা ক্লাস করতে পারছে না অনেক দিন হলো। কি লিখবে খাতায়?
চিন্তার কোন কারণ নেই কারণ তোমাদের জন্য  ১০ মিনিট স্কুল নিয়ে এসেছে এইস এস সি ২০২১ Crash Course ।
৩ মাসেই হবে সম্পুর্ন প্রস্তুতি।
তোমাদের প্রস্তুতি নেওয়াকে আরও সহজ ও আনন্দের করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো একটি চমৎকার Crash Course ।
এস এস সি ২০২১ Crash Course প্রোগ্রামে মাত্র ৩ মাসেই নাও সম্পূর্ণ প্রস্তুতি!
Crash Course এ যা যা থাকছে:
  • ১৯ টি বিষয় ও 243 টপিকভিত্তিক লাইভ ক্লাস।
  • ৬৫টি প্রবলেম সলভিং ক্লাস।
  • ২৫২টি  এক্সক্লুসিভ লেকচার, রিভিশন শিটস।
  • ইন্সট্রাক্টরদের সরাসরি গাইডলাইন।
  • ৫৭টি মডেল টেস্ট
তাছাড়া এখানে আপনাদেরকে একটা প্রাইভেট গ্রুপে এড করা হবে যেখানে সকল টিচার থাকবে । আপনি তাদের থেকে সরাসরি হেল্প নিতে পারবেন ।
যদিও এই কোর্সটা ৯০% ছাড়ে  ১২০০ টাকায় পাচ্ছেন অফিশিয়াল সাইটে । কিন্তু কুপন ইউজ করলে আরো ৩০০ টাকা ছাড়ে কোর্সটি পাচ্ছেন মাত্র ৯০০ টাকায় ।
বর্তমানে একটা প্রাইভেট যেখানে  কমপক্ষে ১০০০ টাকা। সেখানে বুয়েটসহ আরো অভিজ্ঞ টিচারদের থেকে ফুল কোর্স পেয়ে যাচ্ছেন মাত্র ৯০০ টাকায় ।
বিঃ দ্রঃ কুপন কোডের মেয়াদ তিন দিন, তিন দিন পর এক্সপায়ার্ড হয়ে যাবে । তাই যারা নিতে চান নিয়ে নিতে পারেন ।
পেমেন্ট Bkash, Rocket, Nagad সহ আরো অনেক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ।

কিভাবে কুপন কোড ইউজ করে কোর্সটি কিনবেন ?

(স্ক্রিনশটগুলো ফলো করুন)

 

তারপর বক্সে প্রোমো কোড দিয়ে এপ্লাইয়ে ক্লিক করবেন ।

কুপন কোডঃ affiliate200hsc

 

তারপর কোর্সটি কিনুন বাটনে ক্লিক করুন এবং যেকোন একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করে নেন । এখানে আপনার কাছে ভেরিফিকেশনের জন্য কোড চাইতে পারে, ভয় পাওয়ার কারণ নেই ।

বিঃ দ্রঃ কুপন কোডের মেয়াদ তিন দিন, তিন দিন পর এক্সপায়ার্ড হয়ে যাবে । তাই যারা নিতে চান নিয়ে নিতে পারেন ।
তারপরও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেনঃ

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ?

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!