আজ আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনে Toolkit For FB এক্সটেনশন টি ইনস্টল করবেন

Toolkit For FB হচ্ছে একটি ক্রোম এক্সটেনশন, যার মাধ্যমে ফেসবুকের যাবতীয় সকল গুরুত্বপূর্ন কাজ গুলো খুবই সহয ভাবে করা যায়। প্রায় ৩০টিরও বেশি টুলস রয়েছে এই একটি এক্সটেনশনের মধ্যে।

তবে বর্তমানে এই এক্সটেনশনটি ক্রোম ওয়েবস্টোরে পাওয়া যাচ্ছেনা। এটা রিমুব করে দিয়া হয়েছে। কেন রিমুব করে দিয়া হয়েছে সেটা তারাই একমাত্র ভালোভাবে বলতে পারবে। বাট আমি আজকে দেখাবো তারপরেও কিভাবে আপনারা এই এক্সটেনশনটি আপনার এন্ড্রোয়েড ফোনের ব্রাউজারে ইনস্টল করবেন।

.

“কারো জানা থাকলে ইগনোর করতে পারেন”


.
প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর থেকে 50 এমবির এই সুন্দর ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। পাশাপাশি এই ফাইলটি ডাউনলোড করে নিন। [ ফাইল ৯ এমবি ]

তারপর ব্রাউজারটি অপেন করে নিন এবং কর্নারে ক্লিক করুন।তারপর নিচের দিকে এক্সটেনশন নামক অপশনে ক্লিক করুন।

তারপর উপরের দিকে ডেবলোপার মোড অপশনটি এনাবল/অন করে দিন।

তারপর Load নামক অপশনে ক্লিক করুন। তারপর ডাউনলোড করা ফাইলটি এখানে আপলোড করে দিন।

তারপর এক্সটেনশনটি আপলোড হয়ে যাবে। আপলোড হবার পর এক্সটেনশনটি এনাবল করে দিন।

এখন থেকে আপনি যদি এই এক্সটেনশনটির কোনো সুবিধা নিতে চান সেক্ষেত্রে কর্নারে ক্লিক করবেন তারপর সবার নিচে দেখবেন Toolkit For FB লেখা থাকবে। সেখানে ক্লিক করবেন। তাহলেই সব অপশন চলে আসবে।


ঠিক এভাবেই আপনারা এই এক্সটেনশনটি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। আসলে সবকিছু আগের মতোই, শুধু মাত্র ব্রাউজারটা ভিন্ন। আগে হয়তো Firefox বা yandex দিয়ে ব্যবহার করতেন। বাট এখন সেটা শুধু মাত্র Kiwi Browser দিয়ে ব্যবহার করতে হবে। যাস্ট এতুটুকুই পার্থক্য।

ব্যাস এই ছিলো সকল নিয়মকানুন। কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কথা বলবেন না।

নোটঃ অনেকেরই জানা আছে এই জিনিসটা, বাট যারা জানেনা তাদের জন্যই মূলত এটা পোষ্ট করলাম।


এইতো ছিলো যতো নিয়ম কানুন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আজকের এই পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।


যেকোনো প্রয়োজনে,

  • টেলিগ্রাম গ্রুপঃ Join Now
  • মেসেন্জার গ্রুপঃ Join Now


31 thoughts on "[Toolkit For FB] সম্পূর্ন নতুন নিয়মে Toolkit For FB ইনস্টল করে নিন আপনার ফোনে | Installation of Toolkit for fb ?"

  1. Md Luthfur Talukder Contributor says:
    Friends list teke disable id remove kora jabe ki ei extension dia…??
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      জি সবই করা যাবে।
  2. Emrus Legend Author says:
    ভালো পোস্ট, ভাইয়া।
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      ❤❤❤❤❤
  3. jibon roy Author says:
    yandex eo same vabe kora jay ami yandex diyei use kori
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      করা গেলে তো ভালোই। বাট Yendex & Kiwi অ্যাপটার সাইজে পার্থক্য আছে পাশাপাশি yendex এর মধ্যে এক্সটেনশন আপলোড করাটা একটু ভেজাল।
  4. Rakibnil Contributor says:
    jani tobuThanks vai disable fd katmu kemne
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      এটার ভিতরেই অপশন আছে। খুজে দেখেন।
  5. root:// Contributor says:
    আইডি ব্যান হয়না?
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      অতিরিক্ত করলে হবে।
  6. Nur Md Nirob Contributor says:
    kiwi apk koto mb ?
    Fb Tookit To ta crack tA dan nay kan ?? ata to 3 bar click clorar por aber 1 din wite korta hoy!!!!
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      Kiwi এটা ৫০ এমবির অ্যাপ সবার উপরেই বলে দিসি। আর ক্রেক ট্রেক বুঝিনা ভাই। আমার কাছে এটা ছিলো তাই এটা শেয়ার করছি ভাই। আর তাছাড়া নাই মামুর থেকে কানা মামু অনেক ভালো।
  7. MD Tauhid Rahman Author says:
    Bro One Click Unfriend Extension Ki Ase Na Karna Like Dey Na Ase vai
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      One click এর সবকিছুই এটার ভিতরে আছে ভাই।
  8. Nobin Contributor says:
    ডিজেবল আইডি রিমুভ হওয়ার অপশন নাই খুবই দুঃখ জনক আমার জন্য ৯৩৫ জন ফ্রেন্ড কিন্তু আসলে আমার ফ্রেন্ড ৩৪৬ জন বাদ বাকি গুলা রিমুভ করতে পারতাছিনা ????
  9. pktalha062 Contributor says:
    Amar ekta copyright disable id jodi keu back kore dete paren 5 hajr tk debo,,
    Amr number 01773242808
    Fb id user name:pktalha062
  10. Shourav Contributor says:
    unfriend/unlike konotay kaj hoy na amar..

    .

    .
    ???

    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      Vai just install korlam r start tool diya rakhe dilam taile to hobe na. Unfriend korar jnno j niyom seta follow korte hobe tahole e kaj korbe. friend list open koira desktop mod koira tarpor tool ta start koren. then try koren hye jabe inshallah. taw na hyle onno way te try korte hobe.
  11. Shourav Contributor says:
    try korsilam, hoy nai

    abar try kore dekhi..

  12. Tasmia sultana Contributor says:
    ki vabe kaj korte hoy
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      আসলে TFF এটা কি বা কিভাবে কি করতে হয় তার অনেক ট্রিক ইউটিউব, ট্রিকবিডিতে আছে। আসলে এটা yandex দিয়ে সবাই ব্যবহার করে। বাট বর্তমানে ওয়েবস্টোরে এটা পাওয়া যাচ্ছেনা। তাই নতুন ভাবে এটা কিভাবে ইনস্টল করতে হবে সেটার ট্রিকটা দেখাইছি অআরকি।
  13. habib2112 Contributor says:
    এইরকম একটা পোস্ট খুজতেছিলাম Thank you
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      etar kaj jara jane na tader kaj hobe e na.
  14. RR Rokib Contributor says:
    ২০১১ সালের একটা পুরানো ফেসবুক আইডি বিক্রি করা হবে, কন্ট্রাক [email protected]
  15. Mrinmoy Contributor says:
    Thanks. its working but its free version.
    please give us license key bro

Leave a Reply