Site icon Trickbd.com

৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে ?

আপনারা হয়তো অনেকেই জানেন ৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ তাদের পার্সোনাল অনেক ডাটা (নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি) লিক হয়ে গেছে । তো এখন তাদের মধ্যে আপনার আমার আইডিও থাকতে পারে । তো, কিভাবে চেক করবেন আপনার ডাটাও লিক হইছে কিনা আর লিক হলে কি করবেন সেটা নিয়েই আমার আজকের পোস্ট ।

কেন আমাদের নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি এত মূল্যবান যে এগুলো ডার্ক ওয়েবে মোটামুটি ৭০ ডলারে সেল হয়?

– আপনারা যারা Truecaller এপটা ইউজ করেন । এখানে মোবাইল নাম্বার দিলেই কিন্তু অনেক ইনফো দেখায় । এটা কিভাবে সম্ভব হয়?
এইযে আমাদের লিক হওয়া ডাটা কালেক্টের মাধ্যমে । আর তাছাড়া আপনি তাদের সার্ভিস ইউজ করতে গেলে ট্রুকলারও কিন্তু ডাটা কালেক্ট করে । সো, ট্রুকলারের মতো এপগুলোর জন্য আমাদের ডাটা অনেক মূল্যবান, যা তারা ডার্ক ওয়েব থেকে অনেক কম দামে পেয়ে যায় ।

 

এখন আসেন, কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডির ইনফরমেশন লিক হইছে কিনা?

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখতে পারেন)

 

 

প্রথমেই চলে যান [ এই সাইটে ] এবং বক্সে আপনার প্রোফাইল লিংক দিন ।

 

তারপর, যদি আপনার ডাটা লিক হয় দেখাবে you have been Hacked!
আর না হলে সেফ দেখাবে কারণ ডাটাবেজে আপনার আইডির কোন ইনফো লিক হয় নাই ।

You have been Hacked! দেখালে ভয় পাওয়ার কিছুই নেই, আপনার ডাটা লিক হইছে আইডি হ্যাক হয় নাই ।

 

নিরাপত্তার জন্য আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন + Two Factor Authentication অন করে নিতে পারেন  । তাহলেই চিন্তামুক্ত থাকতে পারেন ।
প্র্যাক্টিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন ।

যাদের মনে হয় এই সাইট ফেক তারা নিচে দেওয়া বাংলাদেশের ডাটাবেজ থেকে আইডি কোড/মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন ?
আপনাদের জ্বালায়  শেয়ার করতে বাধ্য হলাম ?
আমি পোস্ট আর ভিডিও বানানোর আগে চেক করেই বানাইছি তারপরও আপনাদের বিশ্বাস হবেনা!

 ❤❤❤ এধরনের আপডেট সবার আগে পেতে জয়েন করতে পারেন [ Learn with Mahbub ] ফেসবুক গ্রুপে ❤❤❤
 ??? SUBSCRIBE করতে পারেন [ Learn with Mahbub ] ইউটিউব চ্যানেল  ???

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ?

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★নিয়ে নিন, কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য বেস্ট একটা এপ । সাথে আছে বেস্ট বিল্ট ইন মার্কার [Only 2 MB]