ফ্রিল্যান্সিং কি
ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তপেশা আমরা সকলেই তা জানি। অর্থাৎ কারও অধীনে না গিয়ে মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। কিন্তু বর্তমানে আমরা ফ্রিল্যান্সিং বলতে অনলাইনে কাজ করাকে বুঝায়।
ফ্রিল্যান্সিং কত প্রকার?
ফ্রিল্যান্সিং এর কোন প্রকার ভেদ নেই। কিন্তু অনলাইনে ফ্রিল্যান্সিং এর কিছু মেইন ক্যাটাগরি রয়েছে। নিচে তা উল্লেখ করা হলো
- Graphics & Design
- Digital Marketing
- Writing & Translation
- Video & Animation
- Music & Audio
- Programming & Tech
- Business
- Lifestyle
- Trending
উপরের ফ্রিল্যান্সিং ক্যাটাগরিগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার থেকে নেওয়া হয়েছে।
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত খুব উজ্জ্বল। আপনি যদি ভাল একটি স্কিলের উপর কাজ শিখতে পারেন, তাহলে আপনি অনলাইন থেকে প্রচুর ইনকাম করতে পারবে যেটা নরমালি কোন অফিসে যেয়ে সম্ভব নয়।
ফ্রিল্যান্সিং এর কোন কাজটি দ্রুত শেখা যায় ?
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে দ্রুত এবং সহজে শেখার যে ক্যাটাগরিতে রয়েছে সেটা হচ্ছে রাইটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।
ফ্রিল্যান্সিং এ কোন কাজ শিখলে বেশি টাকা পাওয়া যায়?
যে ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী খুবই কম এবং শিখতে অনেক কঠিন। সেই ক্যাটাগরিতে কাজ শিখলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এ দ্রুত সফল হতে করণীয় কি ?
ফ্রিল্যান্সিং এ দ্রুত সফল হওয়ার জন্য আপনার দুইটা টিপস ফলো করতে হবে। ১. ভালোভাবে কাজ শেখা 2. ভালো কমিউনিকেশন দক্ষতা। অবশ্যই ভালো কমিউনিকেশন দক্ষতা বলতে ভালো ইংরেজি বলতে পারে আমি বোঝাচ্ছি না।
ফ্রিল্যান্সিং এর জন্যে ডেক্সটপ বা ল্যাপটপ কোনটা নিব ?
আপনি কোন ধরনের কাজ শিখবেন তার ওপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিবেন আপনি ল্যাপটপ না ডেক্সটপ কিনবেন। আপনি যাতে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন, অবশ্যই আমি নিজেই এই বিষয়ে একটি আর্টিকেল এর লিংক দিব
ফ্রিতে ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখব?
ফ্রিতে ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে অবশ্যই গুগল এবং ইউটিউব এর উপর নির্ভর করতে হবে। আপনি আগের সিদ্ধান্ত নেন আপনি কোন কাজ শিখবেন? তারপরে আপনি সেই কাজের ওপর ভিডিও step-by-step সার্চ করুন তাহলেই পেয়ে যাবেন।
ফ্রিল্যান্সিং এ কোন মার্কেটপ্লেসকে শুরু করব?
তিনটি জনপ্রিয় মার্কেটপ্লেস fiverr, upwork, freelancer থেকে যেকোন একটিতে কাজ করা উচিত। তবে নতুন অবস্থায় আপনাকে অবশ্যই ফাইবারের কাজ করা উচিত। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত সম্পর্কে বিস্তারিত জানতে
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর ভবিষ্যৎ , ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ 2022
অনেকে আছে ফ্রিল্যান্সিং বলতে তারা ফাইবার মার্কেটপ্লেসকে বুঝে। তাদের জন্য অবশ্যই নিজের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ
ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি পছন্দ না করার 6 টি কারণ
6 thoughts on "নতুনদের দ্রুত ফ্রিল্যান্সিং শেখা সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর"