হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম True Crime New York City পিসি গেমস রিভিউ সাথে ডাউনলোড লিংক

True Crime New York City:

গেমসটি ২০০৫ সালের নভেম্বরের ১৬ তারিখ প্রকাশ করা হয়েছিল।
True Crime New York City একটি Action , Adventure টাইপের ওপেন ওয়ার্ল্ড গেমস যা ডেভেলোপ করেছে Luxoflux যা PlayStation 2, Xbox and GameCube এর জন্য প্রযোজ্য ছিল। পরবর্তীতে গেমসটি মাইক্রোসফট উইন্ডোজের জন্য পোর্টেট করে জনপ্রিয় ভিডিও গেমস কোম্পানী Aspyr পাশাপাশি মোবাইলে খেলার জন্য তৈরী করেছেন তারা।

এখন গেমসটি যেসকল প্লাটফর্ম থেকে খেলতে পারবেনঃ

প্লে-স্টেশন ২, এক্সবক্স, মাইক্রোসফট উইন্ডোজ, গেমকিউব , অ্যান্ড্রয়েড , জাভা , জাভা প্লাটফর্ম এবং মাইক্রো এডিশন থেকে।
আমি আপনাদের সাথে পিসি ভার্সনটি শেয়ার করবো।

গেমসটি খেলতে যা থাকা আবশ্যকঃ 

অপারেটিং সিস্টেমঃ  Windows Xp,7,Vista,8,10 
 র‍্যামঃ 512 MB 
 ভিডিও মেমোরিঃ 64 MB 
 সিপিইউঃ Intel Pentium 4 @ 1.5 GHz 
 হার্ড ডিস্ক খালি জায়গাঃ 2.7 GB 
 ডাইরেক্ট এক্সঃ 9.0 
 সাউন্ড কার্ডঃ Yes 
 গেমসটির সাইজঃ ১.৭ গিগাবাইট

দেখে নেওয়া যাক কিছু স্ক্রীনশর্টঃ

TC_N.Y.C [+].rar – 1.8 GB

পাসওয়ার্ডঃ www.pcgamespunch.com 

যেভাবে ইন্সট্রল করবেন প্রথমে আপনি rar ফাইলটি Extract করুন এরপর Iso ফাইলটি থেকে মূল ফাইলটি বের করুন।(Ultra Iso ব্যবহার করতে পারেন)
Exe ফাইল এর মাধ্যমে ইন্সটল করুন। Crack ফোল্ডারে যা পাবেন তা কপি করে গেমসটির ইন্সটল Directory তে গিয়ে পেস্ট করুন।

সব কাজ হয়ে গেলে এবার উপভোগ করুন গেমসটি।
আজকের মত বিদায় দেখা হবে অন্যকোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ 

16 thoughts on "True Crime New York City পিসি গেমস রিভিউ সাথে ডাউনলোড লিংক"

    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য @ djshakilexe ভাই
  1. IMDAD SHUVRO Author says:
    নিজের পিসির SS দিলে ভালো হতো,,,
    আর Ss গুলো খুবই ছোট দেখা যাচ্ছে
    1. Cyber Prince Author Post Creator says:
      একটা কথা বলি ভাই রাগ করবেন না আপনি কি পোস্টের ss ডাউনলোড করতে এসেছেন নাকি গেমস উত্তরের অপেক্ষায় রইলাম @ IMDAD SHUVO ভাই।
    2. IMDAD SHUVRO Author says:
      ভাই গেমসের Developer রা SS গুলো খবই ভালো করে ইডিট করে,,,যা দেখেই অনেক গেম টা ডাউনলোড করে,,,কিন্তু খেলার সময় আর ইডিট করা পিকের মতো লাগে না,,,তাই বললাম আর কি
    3. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ভাই
  2. Raj gh Author says:
    Android version ar link hoba?
    1. Siam Mohammad Zubaer Contributor says:
      এই Game শুধুমাত্র PCর জন্য
  3. Assassin Contributor says:
    good??????✌✌✌
  4. Shahadat Hossain Pranto Contributor says:
    আচ্ছা ভাই ৪ জিবি রেম এর ল্যাপটপে এই রকম গেম কয় টা খেলা যাবে?
  5. Mahir Shahriar Contributor says:
    iso theke exe kivabe?
    1. Cyber Prince Author Post Creator says:
      winrar, iso burner, 7zip, kgbarchiver etc
    2. Mahir Shahriar Contributor says:
      ok tnx

Leave a Reply