হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।
Topic : Installing Kali Linux NetHunter via Termux
কিছু কথা :
Kali Linux NetHunter এর Installation এবং SetUp একটি পোস্টে দেখাতে গেলে পোস্ট অনেক বেশি বড় হয়ে যাবে। আর বুঝতেও কঠিন হবে। তাই আজকের পোস্ট এ আমরা শুধু Installation দেখব। আর অনেকই নিজে নিজেই SetUp দিতে পারেবেন। তবুও নিচের পোস্ট এ পোস্ট এ SetUp দেখিয়ে দিয়েছি।
2nd Part To SetUp This
[ROC-X:07] Kali NetHunter সেটআপ করে Android কে PC বানিয়ে ফেলুন। Linux এর সব টুলস ব্যবহার করতে পারবেন। [No Root]
প্রথমে প্লে স্টোর থেকে Termux অ্যাপটি ইন্সটল করে নিন।
এবার Termux অপেন করে নিচের স্টেপ অনুযায়ী কাজ করুন।
প্রথমে termux-setup-storage লিখে কমান্ড দিন।
এবার পপ আপ আসলে Allow করে দিন।
এবার নিচের কমান্ড টি কপি করে Termux এ রান করূন।
rm -rf $HOME/roc-x && pkg update -y && pkg upgrade -u && pkg install python -y && pkg install git -y && cd $HOME && git clone https://github.com/RootOfCyber/roc-x
এখন নিচের Screenshot এর মতো ২-৩ বার আসতে পারে।
যতবার এরকম আসবে ততবার Y লিখে Enter কি প্রেস করবেন। আর না আসলে কিছুই করা লাগবে না।
এবার এটা হয়ে গেলে cd $HOME/roc-x লিখে কমান্ড দিন।
এবার python main.py লিখে কমান্ড দিন।
এখন Screen এ এরকম করে লিখা আসলে দুই আঙ্গুল দিয়ে Pinch করে Zoom Out করে নিবেন।
Zoom Out করে নিচের মত করবেন ।
এবার আমাদের [3] Kali NetHunter এ যেতে হবে। তাই এখানে 3 লিখে ইনপুট দিন।
এবার [1] Download Required Software সিলেক্ট করতে 1 লিখে ইনপুট দিন।
এখন আমাদের Hackers KeyBoard এবং NetHunter KeX ডাউনলোড করতে হবে (এগুলো SetUp এর সময় লাগবে) ।
এখানে ডাউনলোড করার জন্য y লিখে ইনপুট দিন।
এবার নিচের মতো আসবে। এখন Software দুইটি ডাউনলোড হতে ৫-১০ মিনিট লাগতে পারে।
নিচের মত আসলে বুঝতে হবে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে।
এবার আপনার ফোন এর Phone Memory এর Main Directory তে নিচের ScreenShot এ দেখানো Software দুটি দেখতে পাবেন। এগুলো চাইলে এখনই ইন্সটল করে রাখতে পারেন। অথবা SetUp এর সময় ইন্সটল করলেও হবে।
এবার Termux এ গিয়ে Enter Key প্রেস করুন।
এবার [2] Install Kali NetHunter সিলেক্ট করতে 2 লিখে ইনপুট দিন।
এবার এখানে আপনাকে Kali NetHunter ইন্সটল করার জন্য ৪ টি প্রয়োজনীয় জিনিস এর কথা বলবে :
১. আপনার Android ভার্শন 5.0 এর উপরে থাকতে হবে।
২. আপনার ইন্টারনেট ব্যালেস্ন কমপক্ষে 2 GB থাকতে হবে। (WiFi থাকলে তো ভালোই ?)
৩. আপনার Phone Memory / Internal Storage এ কমপক্ষে 3 GB জায়গা থাকতে হবে।
৪.আপনাকে ৩০-৬০ মিনিট সময় দিতে হবে।
উপরের ৪ টা ঠিক মতো থাকলে y লিখে ইনপুট দিন।
তারপর আপনাকে ৩ টি শর্ত দিবে :
১. ইন্সটল হতে ৩০-১২০ মিনিট লাগতে পারে। তাই ধৈর্য থাকতে হবে।
২.ইনস্টল এর সময় Termux বন্ধ/মিনিমাইজ করতে পারবেন না। করলে Termux এর ডাটা ক্লি্য়ার করে সবকিছু শুরু থেকে করতে হবে। তাই ফ্রি টাইম এ ইন্সটল করবেন।
৩. ইন্সটল এর সময় কোন কিছু ইনপুট চাইলে সবসময় y লিখে ইনপুট দিতে হবে।
এবার উপরের শর্তগুলোতে রাজি থাকলে ১ চাপুন, না থাকলে ২ চাপুন ( মজা করলাম ??)
আসলে রাজি থাকলে y লিখে ইনপুট দিন।
এবার নিচের মত আসলে বুঝতে হবে Kali NetHunter এর ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে।
নিচের মত আসলে সবসময় y লিখে ইনপুট দিতে হবে।
এবার নিচের মত 1.56 GB এর একটা ফাইল ডাউনলোড শুরু হবে। এখানে ফাইল টি ডাউনলোড হতে আমার সময় লাগবে প্রায় 9 ঘন্টা 46 মিনিট।
ভয় পাবেন না।
আমার নেট স্পিড দেখুন মাত্র 46KB/s। তাই এত সময় লাগছে।
কিন্তু সাধারণ নেট স্পিড এ ৩০-৬০ মিনিট এর মধ্যেই ডাউনলোড হয়ে যাবে।
এবার নিচের ScreenShot এর মতো আসলেই কাজ শেষ।
তো, আমাদের Kali NetHunter ইন্সটল করা হয়ে গেল। এবার বাকি রইল SetUp করা। সেটা পরের পোস্ট এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
My YouTube Channel
কোথাও কোন সমস্যা হলে What’s App Group এ জানাতে পারেন। Solve করে দিব ইনশাআল্লাহ।
ROC-X What’s App Group
পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা/ভুল হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।