হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।
Topic : SetUp Kali NetHunter and Use Your Android as a PC
তো, যারা Kali NetHunter ইন্সটল না করেই এই পোস্ট এ এসে গেছেন। তারা নিচের পোস্ট থেকে Kali NetHunter ইন্সটল করে আসুন।
[ROC-X:06] এবার ইন্সটল করুন Android হ্যাকিং প্ল্যাটফর্ম Kali Linux NetHunter । Termux টুলস এর সাহায্যে। [Installation Only]
কিছু কথা :
আমার আগের পোস্ট থেকে Kali NetHunter ইন্সটল করতে অনেকের সমস্যা হচ্ছে। আবার অনেকের কাছে আগে থেকেই Rootfs ফাইল ডাউনলোড করা আছে। তো, কিভাবে Chrome বা অন্য ব্রাউজার থেকে এই ফাইল ডাউনলোড করতে পারবেন বা আগের ডাউনলোড করা ফাইল দিয়েই কিভাবে ইন্সটল করবেন সেটা পরবর্তীতে পোস্ট এ দেখিয়ে দিব ইনশাআল্লাহ।
তো, প্রথমেই আমরা Android কে যেরকম PC বানাব, তার কিছু ScreenShot দেখে আসি। (এগুলো কিন্তু Android এর ScreenShot??)
এই প্ল্যাটফর্ম এ Kali Linux এর ১৫০৬ টি টুলস ইন্সটল করা আছে।?? নিচের লিঙ্ক থেকে সবগুলো টুলস এর নাম দেখে আসতে পারেন।
1506 Tools Name Of Kali NetHunter
এবার SetUp এর কাজ শুরু করা যাক।
.
তো ROC-X টুলস টি আজ দুপুরে আপডেট করা হয়েছে।
তো টুলস ওপেন করলে নিচের মত আসবে। এরকম আসলে Enter প্রেস করে দিবেন।
.
.
প্রথমে Termux ওপেন করে cd $HOME/roc-x কমান্ড দিন।
এবার python main.py কমান্ড রান করুন
এবার [3] Kali NetHunter সিলেক্ট করতে 3 লিখে ইনপুট দিন
এবার [3] SetUp Kali NetHunter KeX সিলেক্ট করতে 3 লিখে ইনপুট দিনl
এবার এখানে সর্বনিম্ন 6 অক্ষরের একটি পাসওয়ার্ড লিখুন এবং নোট করে রাখুন।
এখানে আপনি পাসওয়ার্ড টাইপ করলেও দেখাবে না ।
কিন্তু যা লিখবেন তা দেখা না গেলেও সেটাই ইনপুট হবে।
তারপর আবার একই পাসওয়ার্ডটি টাইপ করে এন্টার প্রেস করুন।
তো এরকম আসলে y লিখে এন্টার করুন।
এবার একই পাসওয়ার্ড দিয়ে আবার আগের মতই ভেরিফাই করে নিন।
এবার নিচের মত আসলে এন্টার প্রেস করুন
এবার উপরের মত করে আবার ৪ বার একই পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করুন।
তো নিচের মত আসলে বুঝবেন ঠিকমতো কাজ হয়েছে । তারপর এন্টার প্রেস করবেন।
নিচের স্ক্রীনশট এর মত কিছু ইন্সট্রাকশন দেখতে পাবেন। তো এখন আমরা এই গুলো পূরণ করব।
তো প্রথমেই আগের পোষ্ট থেকে ডাউনলোড করা Hackers KeyBoard সফটওয়ারটি ইন্সটল দিব।
এবার সফটওয়্যার টি ওপেন করে উপরের Enable Keyboard বাটনে ক্লিক করব।
তারপর সেটিংস থেকে Hackers KeyBoard অন করে দেবো।
এবার Hacker’s keyboard ওপেন করে input method বাটনে ক্লিক করব।
এবার নিচের মত করে input method হিসেবে hacker’s keyboard কে সিলেক্ট করে দেবো।
এবার আমাদের দ্বিতীয় সফটওয়্যারটি NetHunter KeX ইন্সটল করব।
এবার Termux এ ফিরে গিয়ে এন্টার প্রেস করতে হবে।
তারপর নিচের মত একটি RFB PORT দেখাবে। এটি মনে রাখুন।
এবার NetHunter KeX সফটওয়্যার টি ওপেন করে স্টোরেজ পারমিশন এলাও করে দিতে হবে।
এবার আপনার মনে রাখা RFB PORT টি নিচের দেখানো জায়গায় লিখুন।
এবার সেটআপের সময় দেওয়া পাসওয়ার্ড এখানে লিখুন।
এবার Connect বাটনে ক্লিক করুন।
এবার আপনি নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন।
এবার ফোনের OverView বাটনে ক্লিক করুন।
এবার মিনিমাইজ করা সকল অ্যাপস এখান থেকে ক্লিয়ার করে দিন।
তারপর নোটিফিকেশন প্যানেল থেকে Termux এর Exit বাটনে ক্লিক করুন।
এবার Termux আবার ওপেন করে cd $HOME/roc-x কমান্ড টি রান করুন।
এবার python main.py কমান্ড রান করুন।
এবার [3] Kali NetHunter সিলেক্ট করতে 3 লিখে ইনপুট দিন
এবার [4] Start NetHunter KeX GUI সিলেক্ট করতে 4 লিখে ইনপুট দিন
এবার নিচের মত একটি RFB PORT দেখাবে। এটি নোট করে রাখুন।
এবার NetHunter KeX ওপেন করে আগের মত RFB PORT এবং সেটাপের সময় দেওয়া পাসওয়ার্ড দিন।
এবার কর্নারের Connect বাটনে ক্লিক করুন।
তো এবার নিচের মত দেখতে পাবেন। আর এটাই হলো আপনার PC । এখানেই আপনি Linux এর কাজ করতে পারবেন।
তো এখানে অটোমেটিক্যালি কিবোর্ড আসবেনা। কীবোর্ড আনতে যেখানে লিখতে চান সেখানে ক্লিক করে নিচের দেখানো আইকনটিতে ক্লিক করবেন। তাহলে কীবোর্ডটি এসে যাবে।
তো দেখুন এখানে আপনি PC এর মত সব কাজ করতে পারবেন।
এখন চাইলে আপনি Termux কেও Linux Terminal হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে কমান্ড দিতে হবে
nh -r
তো দেখুন এখানে আপনি Linux এর যেকোন কমান্ড রান করতে পারবেন
আপনার কাজ শেষে হোম বাটনে ক্লিক করে তারপর মিনিমাইজ করা সকল অ্যাপস ক্লিয়ার করে দিবেন।
আর এটি আবার চালু করতে ROC-X টুলস টি রান করুন। তারপর [3] Kali NetHunter >> [4] Start NetHunter KeX GUI সিলেক্ট করলেই আগের মত একটি RFB PORT পেয়ে যাবেন। এবং ওই RFB PORT দিয়ে আগের মতই NetHunter KeX অ্যাপস এ গিয়ে Connect করলেই হয়ে যাবে।
তো আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমরা Linux এর এই 1506 টা টুলস থেকে অল্প কিছু টুলস এর কাজ শিখব।
My YouTube Channel
কোথাও কোন সমস্যা হলে What’s App Group এ জানাতে পারেন। Solve করে দিব ইনশাআল্লাহ।
ROC-X What’s App Group
পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা/ভুল হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
R apni ekhane linux er almost shob korte parben… But ekkebare shob korte parben na.. Tai try kore dekhen
ai post ta dekhe aktu bolen kaj hobe kina
Ami shudhu Linux terminal use Korte chai.
Mobile k PC er moto korle to biroktikor lagbe.
Termux e command Dile PC er moto kaj korbena?
ei command dile terminal use krte parben