হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।
Kali Linux NetHunter এর Installation এবং SetUp একটি পোস্টে দেখাতে গেলে পোস্ট অনেক বেশি বড় হয়ে যাবে। আর বুঝতেও কঠিন হবে। তাই আজকের পোস্ট এ আমরা শুধু Installation দেখব। আর অনেকই নিজে নিজেই SetUp দিতে পারেবেন। তবুও নিচের পোস্ট এ পোস্ট এ SetUp দেখিয়ে দিয়েছি।
প্রথমে প্লে স্টোর থেকে Termux অ্যাপটি ইন্সটল করে নিন।
এবার Termux অপেন করে নিচের স্টেপ অনুযায়ী কাজ করুন।
প্রথমে termux-setup-storage লিখে কমান্ড দিন।
এবার পপ আপ আসলে Allow করে দিন।
এবার নিচের কমান্ড টি কপি করে Termux এ রান করূন।
rm -rf $HOME/roc-x && pkg update -y && pkg upgrade -u && pkg install python -y && pkg install git -y && cd $HOME && git clone https://github.com/RootOfCyber/roc-x
এখন নিচের Screenshot এর মতো ২-৩ বার আসতে পারে।
যতবার এরকম আসবে ততবার Y লিখে Enter কি প্রেস করবেন। আর না আসলে কিছুই করা লাগবে না।
এবার এটা হয়ে গেলে cd $HOME/roc-x লিখে কমান্ড দিন।
এবার python main.py লিখে কমান্ড দিন।
এখন Screen এ এরকম করে লিখা আসলে দুই আঙ্গুল দিয়ে Pinch করে Zoom Out করে নিবেন।
Zoom Out করে নিচের মত করবেন ।
এবার আমাদের [3] Kali NetHunter এ যেতে হবে। তাই এখানে 3 লিখে ইনপুট দিন।
এবার [1] Download Required Software সিলেক্ট করতে 1 লিখে ইনপুট দিন।
এখন আমাদের Hackers KeyBoard এবং NetHunter KeX ডাউনলোড করতে হবে (এগুলো SetUp এর সময় লাগবে) ।
এখানে ডাউনলোড করার জন্য y লিখে ইনপুট দিন।
এবার নিচের মতো আসবে। এখন Software দুইটি ডাউনলোড হতে ৫-১০ মিনিট লাগতে পারে।
নিচের মত আসলে বুঝতে হবে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে।
এবার আপনার ফোন এর Phone Memory এর Main Directory তে নিচের ScreenShot এ দেখানো Software দুটি দেখতে পাবেন। এগুলো চাইলে এখনই ইন্সটল করে রাখতে পারেন। অথবা SetUp এর সময় ইন্সটল করলেও হবে।
এবার Termux এ গিয়ে Enter Key প্রেস করুন।
এবার [2] Install Kali NetHunter সিলেক্ট করতে 2 লিখে ইনপুট দিন।
এবার এখানে আপনাকে Kali NetHunter ইন্সটল করার জন্য ৪ টি প্রয়োজনীয় জিনিস এর কথা বলবে :
১. আপনার Android ভার্শন 5.0 এর উপরে থাকতে হবে।
২. আপনার ইন্টারনেট ব্যালেস্ন কমপক্ষে 2 GB থাকতে হবে। (WiFi থাকলে তো ভালোই 😁)
৩. আপনার Phone Memory / Internal Storage এ কমপক্ষে 3 GB জায়গা থাকতে হবে।
৪.আপনাকে ৩০-৬০ মিনিট সময় দিতে হবে।
উপরের ৪ টা ঠিক মতো থাকলে y লিখে ইনপুট দিন।
তারপর আপনাকে ৩ টি শর্ত দিবে :
১. ইন্সটল হতে ৩০-১২০ মিনিট লাগতে পারে। তাই ধৈর্য থাকতে হবে।
২.ইনস্টল এর সময় Termux বন্ধ/মিনিমাইজ করতে পারবেন না। করলে Termux এর ডাটা ক্লি্য়ার করে সবকিছু শুরু থেকে করতে হবে। তাই ফ্রি টাইম এ ইন্সটল করবেন।
৩. ইন্সটল এর সময় কোন কিছু ইনপুট চাইলে সবসময় y লিখে ইনপুট দিতে হবে।
এবার উপরের শর্তগুলোতে রাজি থাকলে ১ চাপুন, না থাকলে ২ চাপুন ( মজা করলাম 😁😁)
আসলে রাজি থাকলে y লিখে ইনপুট দিন।
এবার নিচের মত আসলে বুঝতে হবে Kali NetHunter এর ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে।
নিচের মত আসলে সবসময় y লিখে ইনপুট দিতে হবে।
এবার নিচের মত 1.56 GB এর একটা ফাইল ডাউনলোড শুরু হবে। এখানে ফাইল টি ডাউনলোড হতে আমার সময় লাগবে প্রায় 9 ঘন্টা 46 মিনিট।
ভয় পাবেন না।
আমার নেট স্পিড দেখুন মাত্র 46KB/s। তাই এত সময় লাগছে।
কিন্তু সাধারণ নেট স্পিড এ ৩০-৬০ মিনিট এর মধ্যেই ডাউনলোড হয়ে যাবে।
এবার নিচের ScreenShot এর মতো আসলেই কাজ শেষ।
তো, আমাদের Kali NetHunter ইন্সটল করা হয়ে গেল। এবার বাকি রইল SetUp করা। সেটা পরের পোস্ট এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা/ভুল হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.
wow.really a great post.
Thanks 🥰
just wow….
Thanks 🥰
just awesome bro🤟
Thanks 🥰
ভাই আমার কাছে kalif-armf full এই ফাইলটা ডাউনলোড করায় আছে আমি কি করতে পারি??
SetUp post er porei oita niye post dibo… Ektu wait plzzz…
Good bro
Thanks🥰
osm post bhai🥰🥰🥰
Thanks 🥰
এটা দিয়ে কি করা যায়?
Linux er almost all tools use kora jay… Next ogula niye post dibo insha’Allah
ভাইয়া এই ট্রিকটা রুটেড ফোন নাকি আনরুটেট ফোন জন্য?
Unrooted
মেমোরিতে কতটুকু জায়গা নিবে??
3 GB er Moto…
মাউস প্রথমে কাজ করে এরপর করেনা, কি করব ভাইয়া