আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ইউটিউব ভিডিও কনভাট করে ডাউনলোড করা শেখাব । তবে আজকে ৩য় পব । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।
আমি আগেই বলেছি যে আমি আপনাদেরকে আজ ইউটিউব ভিডিও কনভাট করে ডাউনলোড করা শেখাব । তবে আজকে তৃতীয় পাট । প্রথম পাটে ছিল সাইটে রেজিস্ট্রেশন । দ্বিতীয় পাটে ছিল সরাসরি কনভাট করে ডাউনলোড । আর আজ তৃতীয় পাটে থাকছে ইউটিউব ভিডিও সাউন্ড বাড়িয়ে ও কেটে কেটে ডাউনলোড করা । দ্বিতীয় পবটি দেখতে নিচে লেখা দ্বিতীয় পব অপশনে ক্লিক করুন ।
প্রথম পবটি দেখতে নিচের লেখা প্রথম পব অপশনে ক্লিক করুন ।
তো আজ আমি ইউটিউব ভিডিও কেটে কেটে ও সাউন্ড বাড়িয়ে ডাউনলোড করা শেখাব । এই ট্রিকটি মেলানোর আগে অবশ্যয় প্রথম পব ও দ্বিতীয় পব দেখে নিবেন ।
Then follow this step:-» প্রথমে video.2yxa.mobi লিংকে প্রবেশ করুন ।
» তারপর ভিডিও সাচ করুন ।
» যে ভিডিও ডাউনলোড করতে চান তার উপর ক্লিক করুন ।
» তারপর স্ক্রোল করে একেবার শেষের দিকে আসুন । এখন যে ফরমেটে ডাউনলোড করতে চান সেটি নিধারণ করুন এবং যে সাইযে ডাউনলোড করতে চান তাও সেলেক্ট করুন । যেমন :- জাভা ফোনের জন্য ফরমেট 3gp এবং স্ক্রিন সাইয 176*144 । তারপর ok অপশনে ক্লিক করুন ।
» তারপর Sound অপশনে ১শত থাকবে তার পরিবতে ৪শত লিখুন এবং নিচে ভিডিওটির কত মিনিট থেকে কত মিনিট ডাউনলোড করতে চান তা লিখুন যেমন ভিডিওটি প্রথম থেকে দশ মিনিট পযন্ত ডাউনলোড করতে 00:00 থেকে 10:00 । তারপর কনভাট অপশনে ক্লিক করুন । বড় ভিডিও এভাবে কেটে কেটে ডাউনলোড করতে পারেন ।
» তারপর রিফ্রেস করতে থাকুন ।
» তারপর কনভাট করা হয়ে গেলে ডাউনলোড অপশনে ক্লিক করুন ।
একটা ভাই ডাউনলোড প্রুফ চাইছিলেন । তো নিচের ছবি থেকে দেখে নিতে পারেন । প্রথমটা দেখুন সম্পন্ন হয়েছে ।
যে কোন প্রয়োজনে ইমেইল করুন । আমার ইমেইল muhitstudent62@gmail.com