আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ইউটিউব ভিডিও ভিন্ন ভিন্ন ফরমেটে ডাউনলোড করা শেখাব । তবে আজকে ২য় পব । আমরা 2yxa.mobi সাইটটি থেকে ভিডিও কনভাট করে ডাউনলোড করা শিখছি । প্রথম পবে আমি সাইটে রেজিস্ট্রেশন করা শিখিয়ে ছিলাম । প্রথম পবটি দেখতে নিচের লেখা প্রথম পব অপশনে ক্লিক করুন ।
প্রথম পব
এখন ভিডিও ডাউনলোড করার জন্য অবশ্যয় সাইটে লগ ইন করে রাখুন । এতে আপনার কিছু সুবিধা হতে পারে । সুবিধাগুলো নিচে দেওয়া হলো :-
» কনভাট করা ভিডিও পরবতী ২৪ ঘন্টা পযন্ত আপনার মেনু সেভ করা থাকবে ।
» ১শত এমবি পযন্ত কনভাট করতে পারবেন ।
» কনভাট করতে যদি অনেক সময় লাগে তাহলে আপনি চাইলে ব্রাউজার থেকে বেরিয়ে আসতে পারেন । এতে ভিডিওটি কনভাট হতে থাকবে এবং পরবতী ২৪ ঘন্টা পযন্ত সেভ হয়ে থাকবে ।
» এখন ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে video.2yxa.mobi লিংকে প্রবেশ করুন ।
» তারপর নিচের ছবির মতো দেখানো অপশনে যে কোন ভিডিও সাচ করুন ।
» তারপর যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওয়ের পর ক্লিক করুন ।
» তারপর একটু স্ক্রোল করে নিচের দিকে আসুন এব ভিডিওটি যে ফরমেটে ও যে স্ক্রিন সাইযে কনভাট করতে চান তারপর উপর ক্লিক করুন । যেমন অডিও করতে চাইলে mp3, জাভা ফোনের ভিডিওয়ের জন্য 3gp ইত্যাদি ।
» তারপর রিফ্রেস করতে থাকুন ।
» কনভাট করা হয়ে গেলে স্ক্রোল করে নিচের দিকে আসুন । তাহলে আপনি কনভাট করা ভিডিওটির ডাউনলোড অপশন পাবেন । তারপর ডাউনলোড করে নিন ।
তো এই ছিল আমার আজকের পবতে । পরবতী পবতে ভিডিও পাট করে বা কেটে কেটে ডাউনলোড করা শেখাব ইনশাল্লাহ ।
https://www.y2mate.com/en118
https://yt5s.com/en14
“tricklover” ai site gulo check koren
প্রথম ডাউনলোডটা দেখেন । ১০০%হয়েছে ।