আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই? আশা করি ট্রিকবিডি আর বাইটহাবের সাথে থেকে আপনারা সকলেই ভালো আছেন।
আপনারা যারা আমার আগের পোস্ট দেখেননি, তারা এখান থেকে দেখে নিনঃ
আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বাইটহাবের উইথড্র এখন ০.০৫ হতে কমিয়ে ০.০২ করে দেওয়া হইয়েছে।
মাত্র ৩ ডলার হলে আপনি ইথারে নিয়ে নিতে পারবেন। আজকের রেট অনুসারে ০.০২ ইথার ৩ ডলারের কাছাকাছি। যদিও প্রতিনিয়ত রেট উঠানামা করছে।
আজ শেখাবো কিভাবে কয়েন উইথড্র করবোঃ
প্রথমে ETH এ যান।
Address এ আপনার Ether এড্রেস দিন । এটি কয়েনবেস একাউন্টেই পাবেন।
Amount এ কতটুকু তুলবেন সেটি উল্লেখ করে দিন। যদি পুরাপুরি তুলতে চান, তবে (all) এ ক্লিক করুন।
এইবার “Confirm” এ ক্লিক করুন। এবার পাসওয়ার্ড দিন।
৫ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন, আপনার কয়েনবেসে ইথার চলে এসেছে।
এখন উইথড্র পরিমাণ কমিয়ে এনেছে। এখনই সু্যোগ, যত পারেন কামিয়ে নেন।
উইথড্র করতে কোনো ফী বা চার্জ করা হইনা। যা আছে বাইটহাবে, সবই উইথড্র করে নিতে পারবেন। একটা পয়সাও কাটবেনা
আজ এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
চাইলে ঘুরে আসতে পারেন আমার টেকনোলজিকাল ব্লগসাইট থেকেঃ টেকতুশমি
বিঃদ্রঃ যদি কোনো ইসলামিক দ্বীনি ভাই আমার ইসলামিক ব্লগে লেখালেখি করে সহযোগীতা করতে চান, আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন।
ফেসবুকে আমিঃ তুশান আফনান
আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ