আসসালামু আলাইকুম
কেমন আছেন ট্রিকবিডিবাসী? আশা করি ভালোই আছেন। ট্রিকবিডির সাথে থাকলে কেউ কখনো খারাপ থাকেনা।
যারা এখনো আমার “বাইটহাব” আর্ণের পোস্ট সমূহ দেখেন নাই, তারা কষ্ট করে এখান থেকে দেখে নেনঃ
আপনারা অনেকেই রেফার করে তথা অ্যাফিলিয়েট এর মাধ্যমে আর্ণ করতে চান। তাদের জন্য আমার আজকের এই পোস্ট।
নতুন একটি ক্রিপ্টোকারেন্সী ওয়ালেট যাত্রা শুরু করেছে। এরা ইতিমধ্যে নিজেদের প্রচারের উদ্দেশ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু করেছে। আপনারা যারা রেফার করে আর্ণ করতে চান তাদের জন্য ভালো খবরও বটে!
আপনারা শুধুমাত্র আপনাদের রেফার লিংক বন্ধুদের মাঝে শেয়ার করবেন। প্রতি রেফারে পাবেন ২০ কনভার্টপেস টোকেন। যার ভিত্তি মূল্যঃ টোকেনের দাম প্রতিনিয়ত উঠানামা করছে। এই পোস্ট লেখার প্রাক্কালে টোকেন মূল্য ছিলো $0.01148329 (প্রতি টোকেন)
১০০০ টোকেন জমার পর “Swap” অপশন থেকে এক্সচ্যাঞ্জ করে বিটকয়েনে নিবেন।
1000 CPT = 0.002 BTC (প্রায় ১২ ডলারের কাছাকাছি) যা আপনি কয়েনবেসে উইথড্র করে নিতে পারবেন।
আপনি চাইলে বিটকয়েন থেকে ইথারে এক্সচ্যাঞ্জ করে নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার অবস্থা হবে আমার মতো, “অতি লোভে তাঁতি নষ্ট” যাকে বলে..
কেননা এক্সচ্যাঞ্জ করলে আপনি পাবেন $৩ বা সামথিং ডলারের ইথার! ???? তারচে, বিটকয়েনে উইথড্র করলে আপনি আপনার আসলটাই ($১১ ডলার) পাবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ
প্রথমে এই লিংকে যান।
তারপর ফাঁকা স্থান গুলো, আপনার তথ্য দিয়ে পূরণ করুন। (ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড) সাথে নিচের তিনটি বক্সে ” টিক” চিহ্ন দিন।
এরপর ভেরিফিকেশনে যে জিনিসটি সিলেক্ট করতে বলা হইয়েছে ওইটি সিলেক্ট করে “Registration” এ ক্লিক করুন।
এইবার আপনার ইমেইলে গিয়ে ইমেইল ভেরিফাই করে নিন।
রেফার করবেন যেভাবেঃ
আপনার একাউন্টে লগিন করার পর সেটিংস এ যান।
ওখানে যেখানে “Referral Programme” লেখা আছে, ওইখানে ক্লিক করুন।
“My Referral Code (Registration)” এটা কপি করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করুন।
অতিরিক্ত কাবিলতি করলে যা হয় আরকি! ০.০০২ বিটকয়েন পেয়েছিলাম। ভাবলাম ইথারে কনভার্ট করলে আরো বহু পাবো । কিন্তু কনভার্টের পর আমার $১১ হয়ে গেলো $৩, যা নিয়ে সন্তুষ্ট হওয়া লাগতেছে। ?
যাই হোক, আপনারা যারা রেফারে আগ্রহী নন, তারা আমার বাইটহাব পোস্ট ফলো করুন। বাইটহাব থেকে আমি প্রায় $৩০ ডলার ইথার আর্ণ করেছি। আর যাদের বন্ধু সংখ্যা বেশি, তারা কনভার্টপেসে রেফার করে ইনকাম করতে থাকুন। আমিও পরবর্তী পোস্ট লেখার জন্য প্রস্তুতি নেই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় মানুষকে ভালো রাখুন। ?
চাইলে ঘুরে আসতে পারেন আমার টেকনোলজিকাল ব্লগসাইট থেকেঃ তুশমিবিডি
আল্লাহ হাফিজ।