আমরা জানি ইন্টারনেট এমন একটি জায়গা যেখানে কোন কাজের অভাব হয়না তবে শুধু জানা থাকতে হয় Legit প্লাটফর্ম গুলো সম্পর্কে। তবে প্রফেশনাল কাজ না জানা থাকলেও এমন কিছু মাধ্যম রয়েছে যে গুলো ব্যবহার করে আপনি কিছুটা আর্ন করতে পারবেন তবে তা খুব সীমিত।




আর আমাদের আজকের এই পোষ্ট এমন একটি সহজ জিনিস নিয়েই তাহলে চলুন শুরু করা যাক।



Link Protect:


এর কাজ হচ্ছে লিংক Protection দেওয়া আপনি হয়তো ভাবছেন এর দরকার কি, আছে কোন না কোন কাজের জন্যই তো এমন সার্ভিস তৈরী করা হয়েছে আর সেটা কাজ অনুযায়ী ভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে কারন এটা একটা Pay Per View Service


যেমন ধরুন আপনার একটি মুভি ডাউনলোড সাইট আছে তাহলে আপনি জেনে থাকবেন যে মুভি এবং ডাউনলোড লিংক শেয়ার করার জন্য কপিরাইট খেতে হয়। কিংবা আপনি যেখানে আপলোড করেছেন সেই আপলোড কোম্পানী ও আপনার ফাইল মাঝে মাঝে ডিলেট করে দেয় আর এর কারন আপনি যে ফাইল টি শেয়ার করেছেন তা শেয়ার করার পার্মিশন টা আপনাকে দেওয়া হয়নাই সহজ কথায় আপনি পাইরেসি করছেন যা একবারেই দন্ডনীয় অপরাধ।


আর তারা কপিরাইট কিভাবে দিচ্ছে নিশ্চই আপনি খোলামেলা ভাবে লিংক শেয়ার করছেন তাই আপনি কপিরাইট পাচ্ছেন কিংবা আপনার দেওয়া লিংকের সূত্র ধরে কেউ গিয়ে আপলোড সাইটে গিয়ে ডিলেট করার জন্য নালিশ জানাচ্ছে।


আপনি যদি এরকম টাইপের ঝামেলায় থাকেন তবে আপনার উচিৎ লিংক প্রোটেকশন সার্ভিস ব্যবহার করা তাহলে হয়তো আপনি কিছুটা নিরাপদ থাকতে পারবেন কারন আপনি চাইলে আপনার লিংকে পাসওয়ার্ড যুক্ত করে দিতে পারবেন,  যাতে লিংক পেতে হলে Password Bypass করতে হয়।


এছাড়াও আপনার ফাইল পর্যন্ত পৌছাতে হলে লিংক প্রোটেকশন সার্ভিসের পেজ ব্যবহার করতে হবে সেখানে আপনার ক্লায়েন্ট লিংক টেক্সট আকারে পাবে যা আপনাকে নিরাপদ রাখবে কিছুটা। তারপর আপনার ক্লায়েন্ট লিংক থেকে  ডাউনলোড করে নিতে পারবে।


এখন ভাবছেন প্রটেকশন টা কিভাবে পাবেন ধরুন নতুন একটি মুভি বাজারে এসেছে আর আপনি সবার আগেই হোক কিংবা পরে মানে ট্রেন্ড থাকা অবস্থায় পাইরেসি করলেন তখন আপনাকে খুব সহজেই খুজে নিতে পারবে সার্চ ইঞ্জিন ইনডেক্স থেকে আর এই কাজটা কি সব সময় মানুষ করবে বলে ভাবছেন তাহলে আপনি আংশিক সঠিক তবে সাইবার টিম একটি Bot বানিয়ে ছেড়ে দিবে যার কাজ হলো নির্দিষ্ট জিনিস খুজে বের করা আর আপনি যখন প্রটেকশন সার্ভিস ব্যবহার করবেন তখন Bot একটু ভ্যাবাচেকা খেয়ে যাবে এর কারনে আপনার লিংক কে Black List করতে পারবেনা।


এবার আসি আর কি কোন লাভ আছে এখানে আপনার হ্যা আছে। আপনার লিংকে যত বেশী ভিজিটর প্রবেশ করে লিংক টি খুজে নিবে ঠিক ততোটাই আপনার আর্ন হবে যেমন আমি একটি বানিয়ে রেখেছি ১০০০ ভিউ হলে ৪০ টাকা করে ব্যবহার কারী আর্ন করবে। যদিও অন্যান্য প্লাটফর্ম এর থেকে বেশী দিয়ে থাকে তবে আমার প্লাটফর্ম আমার আয়ের উপর নির্ভর করে আমি স্পন্সর করছিনা শুধু নিচে একটি Demo Share করছি।



এখানে আর্ন টা কম বেশী হয় যখন USA, Canada,Germany, Autralia,Spain, Iran এর ভিজিটর পাবেন তখন আপনার আর্ন বেশী হবে আর বাংলাদেশ হলে ঐ যে বললাম ১০০০ ভিউ = ৪০ টাকা।

আমার Protect সার্ভিসের Demo দেখতে কিংবা আপনার লিংক প্রটেকশন দিতে ব্যবহার করতে পারেন নিচে লিংক।



Protect Link Website







Short Link Service:


শর্ট করা বলতে আমরা ছোট করাটাকেই বুঝি আর এর কাজ হচ্ছে আপনার বড় বড় URL কে একটি ছোট Url এ রুপ দেওয়া যাতে আপনার শেয়ার করতে সুবিধা হয় কিন্তু এটা এর মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি আপনার লিংক শর্ট করে অন্যদের কাছে যদি শেয়ার করেন এবং সেই অন্য ব্যক্তিরা যদি আপনার লিংক ভিজিট করে তবে আপনার আর্ন হবে ঠিক অনেকটা আমাদের Protect Service এর মত।


তাই আশা করি আরো বিস্তারিত জানাতে হবে না এখানে কাজ শুধু আপনার লিংক শর্ট করা এবং অন্যত্র ছড়িয়ে দেওয়া।

আর আপনার লিংক কি পরিমান ভিজিট হয়েছে এবং আর্ন কত হয়েছে আপনি তা আপনার DashBoard থেকে নজরদারীতে রাখতে পারবেন।


এছাড়াও সবথেকে বেশী কাজে লাগানো যায় যখন আমাদের সাইটের ডোমেইন ফেসবুকে ব্লক করে দেয় তখন আপনি চাইল আপনার লিংক শর্ট করে শেয়ার করতে করতে পারবেন যদি আপনার শর্ট লিংক কোম্পানীর ডোমেইন ফেসবুক ব্লক করে না দিয়ে থাকে।


 যাই হোক আমার এমন একটি শর্ট লিংক সাইট রয়েছে যেখানে আর্ন অনেক কম তবে Demo দেখানোর জন্য নিচে শেয়ার করলাম দেখে নিতে পারেন।


Short Link Website




Premium Link Service:


এখানে আপনি আপনার লিংক নিয়ে রিসার্চ করতে চাইলে ব্যবহার করতে পারেন তবে এখান থেকে কোন প্রকার আর্ন হবে না বরং এখানে রিসার্চ করার জন্য আপনাকে Monthly প্যাকেজ কিনতে হবে।

যাই হোক এখান থেকে আপনার লিংক এর সকল তথ্য আপনি পাবেন যেমন ধরুন আপনার ভিজিটর কোন জায়গা থেকে আসছে সাথে মানচিত্র তে দেখা।


এছাড়াও আপনার লাইভ পর্যবেক্ষন এর জন্য রয়েছে প্রিমিয়াম প্যানেল যেখান থেকে আপনি কোন টাইমে ভিজিট হয়েছে তার উপর নজরদারী করতে পারবেন।


এছাড়াও এর সবথেকে বড় ফিচার হলো আপনি আপনার সাইটের জন্য সাব ডোমেইন এর মত এই লিংক ব্যবহার করতে পারবেন যা আপনার সাইটের Rank  বাড়াতে পারবে এই প্রিমিয়াম সার্ভিসের জন্য পাবেন SEO এর সুবিধা।


এখান থেকে আপনি চাইলে আপনার লিংক Frame, Direct অথবা Splash আকারে ব্যবহার করতে পারবেন যা আপনার অনেক সময় উপকারেই আসবে।


এছাড়াও আপনার Seo রেজাল্ট ভালো পাওয়ার জন্য রয়েছে Country Target এবং Link Description এর সুবিধা।


তো বুঝতেই পারছেন এই প্রিমিয়াম লিংক সার্ভিসের কাজ তবে এই সার্ভিস ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে তবে চিন্তার কিছু নেই আমি আপনাদের জন্য এই সার্ভিস ফ্রিতে উপভোগ করার জন্য একটি সাইট শেয়ার করছি চাইলে নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে দেখতে পারেন।


Primium Link Service Website


সবশেষে আমি জানি যে এসকল বিষয় সম্পর্কে কম বেশী সবাই জানে তবে যারা নতুন এসব লাইনে আশা করি তাদের একটু হলেও কাজে আসবে।

আর এখন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে আপনি ঘুরে আসতে পারেন নিচে লিংক।


www.DarkMagician.Xyz


সৌজন্যেঃ সাইবার প্রিন্স

15 thoughts on "Link Protect এবং Link Short সার্ভিসের কাজ কি ছোট্ট রিভিউ সাথে বোনাস Premium Link Service"

    1. Emrus Legend Author says:
      রিপোর্ট করলে আপনার আইডি ব্যান করবে।
      স্প্যাম করবেননা।
  1. FAIHAD Contributor says:
    Good post
  2. Emrus Legend Author says:
    ধন্যবাদ, ভাইয়া।
    ভালো পোস্ট।
    নিয়মিত লিখবেন।
    1. Cyber Prince Author Post Creator says:
      অবশ্যই প্রিয় ভাইজান নিয়মিত লিখার চেষ্টা করবো দোয়া করবেন
    2. Emrus Legend Author says:
      ইনশাআল্লাহ
    3. Emrus Legend Author says:
      @Cyber Prince ইনশাআল্লাহ।
  3. Mi Akhil Contributor says:
    Er theke gp link 1000% valo….cpm etoo kom…mane ki post vai….
    1. Cyber Prince Author Post Creator says:
      ভাই এগুলো ডেমো সাইট পোষ্ট করার জন্য তৈরী উদাহরন দেওয়ার জন্য
  4. Farhan Subscriber says:
    নতুন যারা EARNING POINT এ কাজ করতে চান ভিসিট করুনঃ- http://earningpoint.club/ref?ref=22030
    minimum withdrew :-20 tk phone recharge করতে পারবেন । তাছারাউ BKash, Rocket,Nagad, iPay তেউ withdrew নিতে পারবেন ……
  5. Jahid360 Contributor says:
    via ei Link Protecting Script Ta Deya jabe
    1. Cyber Prince Author Post Creator says:
      ট্রিকবিডিতে Rayhan Hossen Rifat ভাই এ নিয়ে পোষ্ট করেছে খুজলে পেয়ে যাবেন আর আমার থেকে নিতে হলে ক্রয় করতে হবে এটা প্রিমিয়াম ভার্সন ধন্যবাদ আপনাকে প্রিয় ভাইজান।
  6. Jahid360 Contributor says:
    Price koto via
    1. Cyber Prince Author Post Creator says:
      আপনি আমার সাথে ফেবু তে কন্টাক্ট করুন লিংক
      https://Facebook.Com/TheDarkMagicianBD

Leave a Reply