Site icon Trickbd.com

কি কি থাকছে এসইও ২০১৮ আপডেট এ? তা জেনে নিন!

আশাকরি সবাই ভালো আছেন। আমি তরিকুল ইসলাম (তুষার) আপনাদের জন্য নিয়ে আসলাম এসইও এর পরিপূর্ণ টিউটোরিয়াল যারা নিজেদের সাইটে এবং এসইও শিখতে চান তারা আমার টিউটোরিয়াল গুলো দেখে খুব সহজে তা করতে পারেন।

কিছু কাজের ব্যস্ততা থাকায় SEO নিয়ে অনেকদিন পোস্ট করতে পারেনি। অনেকদিন পর লিখতে বসলাম। কিছু মনে করবেন না,আজ আপনাদের সাথে কথা বলবো SEO Update 2018 তে কি কি থাকছে তা নিয়ে। যে বিষয় গুলো না জানলে হয়তো ২০১৮ সালের এসইও ইন্ডাস্ট্রিতে আপনি টিকে থাকতে পারবেন না ।

যারা আগের টিউন পড়েন নি তারা এখান থেকে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন:

তো কথা না বারিয়ে কাজের কথায় আসি! বিষয় গুলো সংক্ষিপ্ত ভাবে দেওয়া হলো পরে এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

1. Getting your site ready for mobile-first indexing

মোবাইল ফার্স্ট ইনডেক্সিং বলতে বুঝায় আপনার সাইটের মোবাইল ভার্সন কতটা User Friendly এবং কত দ্রুত “Smartphone Googlebot” তা ক্রাউল করতে পারে । মোবাইল ভার্সনে কি কি কনটেন্ট দেখাচ্ছেন । মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এর জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত তা নিচে দেওয়া হলো দেখে নিতে পারেন।
আরও বিস্তারিতঃ https://webmasters.googleblog.com/2017/12/getting-your-site-ready-for-mobile.html

2. Google Tests Favicons In Search Results Snippets Again

গুগল সার্স রেজাল্ট এর সাথে আপনার ফেভিকনও দেখাবে । তাই আপনার বিজনেস আইডেন্টির জন্য এখনই একটি ব্র্যান্ডাবেল উইনিক ফেভিকন এড করে দিন ।
আরও বিস্তারিতঃ https://www.blackhatsem.com/blog/google-tests-favicons-in-search-results-snippets-again/

3. Google Search Ranking Algorithm Update: The Maccabees Update

কিছুদিন আগে গুগল এর একটি আপডেট লক্ষ্য করা গিয়েছে, তবে গুগল অফিশিয়ালি এই আপডেট কনফার্ম করে নি । বিভিন্ন এসইও ফোরমে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক দেখা গিয়েছে । অনেকের ট্রাফিক কমে গিয়েছে আবার অনেকের বেড়ে গিয়েছে । কেউ কেউ বলছে এই আপডেট এফিলিয়েট সাইট এবং ইকমার্স সাইট এর উপর নেতিবাচক প্রভাব ফেলেছে । আবার অনেকের মতামত এটি যে,লো কোয়ালিটি সাইট এর উপর নেতিবাচক প্রভাব ফেলেছে । তাই Google Search Algorithm উপর বিশেষ নজর রাখা উচিৎ।
আরও বিস্তারিতঃ https://www.seroundtable.com/google-hanukkah-update-24928.html

4. Optimizing for voice search

গুগল ফ্রেড আপডেটের মত ২০১৮ সালেও ভয়েস সার্চ সমগ্র এসইও ইন্ডাস্ট্রিকে ঝাকি মারতে পারে ?। তাই আর্টিকেল লিখার সময় ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ব্যাপারটা মাথায় রাখবেন । এই নিয়ে আরও কয়েকবার আমি আমার ভিবিন্ন পোস্ট এ বলে এসেছে তাই নতুন করে বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না ।
আরও বিস্তারিতঃ https://www.forbes.com/sites/forbesagencycouncil/2017/11/27/optimizing-for-voice-search-is-more-important-than-ever/

5. Google adds price tracking features to flight search, hotel search and Google Trips

এটি আমাদের বাংলাদেশ কেমন ব্যবহার করা হয় তা আমি জানি না । তবে লোকাল এসইও তে এই ফিচার গুলো ভাল একটা প্রভাব ফেলবে ।
আরও বিস্তারিতঃ https://techcrunch.com/2017/12/14/google-adds-price-tracking-and-deals-to-google-flights-google-trips-and-hotel-search/

6. Google Search Console beta adds 12+ months of data to performance reports

গুগল সার্চ কনসোল থেকে এখন ১২ মাসের পারফরম্যান্স রিপোর্ট দেখা যাবে । তবে তা এখনও পরীক্ষামূলক ।
গত সাত দিন, শেষ ২8 দিন, শেষ তিন মাস, শেষ ছয় মাস, গত ১২ মাসে এবং সম্পূর্ণ সময় সহ রিপোর্টের জন্য তারিখের ফিল্টারের বিকল্পগুলি দেখানোর একটি স্ক্রিন শট এখানে রয়েছে:
আরও বিস্তারিতঃ https://searchengineland.com/google-search-console-beta-adds-12-months-data-performance-reports-288309

7. Google Now Recommends Longer Meta Descriptions For New Longer Snippets

এটি নিয়ে তো মনে হয় কিছু ই বলার নেই কারন এই বিষয়ে জানে না খুব কম মানুষ ই পাওয়া যাবে । তবুও যারা নতুন তাদের জন্য বলছি , পূর্বে আমরা মেটা ডেসক্রিপশন ১৬০ ক্যারাক্টার এর বেশী ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ গুগল সার্চ রেজাল্ট এ ১৬০ ক্যারাক্টার এর বেশী ডেসক্রিপশন দেখাতো না । কিন্তু বর্তমানে তা সর্বচ্চ ৩২০ ক্যারেক্টার পর্যন্ত দেখাবে । গুগল তা অফিশিয়ালি কনফার্ম করেছে ।
আরও বিস্তারিতঃ https://www.contentkingapp.com/blog/google-shows-descriptions-320-characters/

8. AdWords advertisers can use phone numbers & addresses for Google Customer Match targeting

এটি যারা পেইড মার্কেটিং করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ন একটি আপডেট । এডওয়ার্ড এডভারটাইসাররা এখন এড্রেস – ফোন নাম্বার দিয়ে অডিয়েন্স ফিক্সড করে দিতে পারবে ।
আরও বিস্তারিতঃ https://searchengineland.com/google-adwords-customer-match-phone-numbers-mailing-addresses-launch-288150

9. Google Don’t Recommend Generic Disavow Files

সেখানে অনেক লোক আছে যে disavow ফাইল জেনেরিক বা মাস্টার তালিকা আছে যে তারা একটি সাইট থেকে পরের জন্য আসে কিন্তু গুগল একটি জেনেরিক disavow ফাইল ব্যবহার করে সুপারিশ করে না এবং তাদের সম্ভাব্য হিসাবে কল পর্যন্ত যায় “অপ্রয়োজনীয় কাজ।”

এই কথা সারাংশ হচ্ছে , গুগলের Disavow টুল ব্যবহার করা থেকে বিরৎ থাকুন ? । এই টুল আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশী করবে ।
আরও বিস্তারিতঃ https://www.matthewwoodward.co.uk/tips/why-google-disavow-is-bad-news-for-seo/

10. Google Adds To Featured Snippets: Images, Related Search & Content & People Relations

গুগল ফিচার স্নিপেস্ট এর সাথে , রিলেটেড ইমেজ, রিলেটেড সার্চ এবং পিপল অলসো সার্চ সেকশন এড করেছে ।
আরও বিস্তারিতঃ https://www.seroundtable.com/google-adds-features-to-featured-snippets-24877.html

যে এসইও ট্রেন্ডগুলো ২০১৮ সালে সর্বোচ্চ প্রাধান্য পাবে তা নিচে দেওয়া হলো

  • Mobile-first
  • Voice search
  • Schema Markup
  • Featured snippets Optimization
  • High Quility Content
  • Site Speed Optimization
  • Technical SEO
  • High Quility Links

আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। আর এসইও বিষয়ক কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তা করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ এ মেসেজ করতে পারেন ।।আজকের মত এখানেই শেষ করছি।

ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।