আশাকরি ভালো আছেন। আমি তরিকুল ইসলাম (তুষার) আপনাদের জন্য নিয়ে আসলাম এসইও এর পরিপূর্ণ টিউটোরিয়াল যারা নিজেদের সাইটে এসইও করতে চান তারা আমার টিউটোরিয়াল গুলো দেখে খুব সহজে করতে পারেন।

seo bangla Toutorial

যারা আগের টিউন পড়েন নি তারা এখান থেকে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন:

এক নজরে Internal Optimization এর Basic দেখে নেই ।

আগেই বলেছি যে Seo ২প্রকারের Internal and External optimization. কি নতুন নাম মনে হচ্ছে না, আসলে On page seo ও Off page seo এর synonym. On page seo নিয়ে পূর্বেই কমবেশি আলোচনা করা হয়েছে। তাই চিন্তা করলাম On page seo এর বেসিক গুলো আর একটু অন্য ভাবে আপনাদের সামনে Recap করি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর On page seo নিয়ে Recap করার আর একটা কারণ হল গুগল এখন On page optimization কে অনেক গুরুত্ব দেয়। একটা সময় ছিল, যখন হাজার হাজার Backlink করতে পারলেই ranking পাওয়া সম্ভব ছিল কিন্তু বর্তমানে আর সেই দিন নাই, গুগল এখন অনেক স্মার্ট, তাই আপনাকেও এখন ওভারস্মার্ট হতে হবে, তবে অবশ্যই Fair উপায়ে। Black hat seo করেছেন কি মরেছেন।

Internal Optimization বলতে আসলে বোঝায় আপনার ওয়েবসাইটের একপেজের সাথে অন্য পেজের লিঙ্ক কিভাবে করেছেন, কিওয়ার্ড density কেমন, page গুলো error free কিনা, কোন page broken অবস্থায় আছে কিনা- ইত্যাদি। অনেক সময় দেখা যায় সাধারন পেজের Linking structure বা keyword density কমানো বাড়ানোর ফলেই আপনার পেজ হয়ত গুগলে ২য় পেজ থেকে ১ম পেজে উঠে আসতে পারেন।

Backlink কি?

ধরুন আপনার দুইটা সাইট আছে এবং সাইট দুটির নাম A ও B। আরো মনে করি সাইট A তে একটি Link আছে যার উপর ক্লিক করলে সাইট B তে যাওয়া যায়- তাহলে বলা যায় এক্ষেত্রে সাইট B এর একটি Backlink আছে এবং এই Backlink টি সাইট A, সাইট B কে দিয়েছে।

Backlink – এ NoFollow অথবা Dofollow tag থাকতে পারে। সাধারণত দেখা যায়, আপনি যদি কোন সাইটকে Backlink দেন তাহলে search engine যখন আপনার সাইট crowl করতে আসবে, তখন সে ঐ লিঙ্ক ও crowl করবে এবং আপনার পেজের যদি page rank থাকে তাহলে ratio অনুযায়ী কিছু পরিমান page rank ঐ back link করা সাইটাও পাবে। এখন মনে করুন আপনি কাউকে Backlink দিতে চাচ্ছেন না কিন্তু কেউ আপনার সাইটে এসে মন্তব্য করে তার ভিতর একটি লিঙ্ক দিয়ে গেল – তাহলেই সে কিন্তু একটি Backlink পেয়ে গেল আপনার সাইট থেকে। এখন আপনি যদি চান যে কোন page rank বা link juice যে ব্যাকলিঙ্ক করছে সে পাবেনা- তাহলে আপনি এই লিঙ্কগুলো Nofollow করে রাখতে পারেন। nofollow লেখার নিয়ম হচ্ছে –

1
<a href="//www.sitename.com”" rel="”nofollow”">Site Name</a>

। এটি মূলত বিভিন্ন ব্লগিং সাইটে পাঠকদের মন্তব্যে অবস্থিত লিংকে ব্যবহৃত হয়, যা স্প্যামার বা অনাকাঙ্খিত ভিজিটরদেরকে তাদের সাইটের পেজরেংক বাড়ানো প্রতিরোধ করে। এটি অযাচিত মন্তব্য প্রদানে স্প্যামারদেরকে নিরুৎসাহিত করে। তবে যেসকল ক্ষেত্রে স্প্যাম প্রতিরোধের ব্যবস্থা রয়েছে সেখানে nofollow ব্যবহার না করা ভাল এতে পাঠকরা মন্তব্য প্রদানে উৎসাহিত হবে এবং সাইটের সাথে তাদের যোগাযোগ আর বেশি হবে। আবার অনেক সময় দেখা যায় গুগল যদি দেখে যে, আপনি একটি নিম্নমানের সাইটকে dofollow লিঙ্ক দিয়েছেন, তাহলেও গুগল আপনাকে পেনাল্টি দিতে পারে।

Page Rank

এটি একটি ওয়েবপেজ এর মান নির্ধারণ এর জন্য গুগল এর মাপকাঠি। এর ভিতর অনেক বিষয় নির্ভর করে। তবে, Page rank আর search engine rank কিন্তু আলাদা। কম পেজ র‌্যাঙ্ক নিয়েও Search engine এ top rank করা সম্ভব। এটা তেমন গুরুত্বপূর্ন নয় এখন। আর গুগলে সার্চ দিলে huge তথ্য পাবেন এটার সম্পর্কে।

তাই কাজ শুরুর আগে একবার নিচের লিস্টটা চেক করে নিন। এই ট্যাগগুলো সঠিকভাবে ব্যবহার করেছেন কিনা বা এর ভিতরে সঠিক ভাবে content দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে ওকে আর নাহলে ভালভাবে দিন।

  • ১% থেকে ৫% keyword density
  • title
  • meta description
  • strong
  • em
  • h1
  • h2
  • alt
  • domain/file name
  • sitemap তৈরি করুন । যেমন: Image sitemap, Video sitemap, text sitemap etc
  • Reduce site loading time
  • Use Breadcrumbs

Internal linking

  • এটা হল সেই সমস্ত লিঙ্ক যা আপনার ওয়েবসাইটের এক পেজ অন্য পেজে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
  • গুগল Anchor Text দ্বারা সিদ্ধান্ত নেয়, যে পেজে navigation হচ্ছে সেটা কোন টাইপের বা কি সম্পর্কিত পেজ।
  • Anchor Text এভাবে লিখতে হয়:
    1
    <a href="#">anchor text</a>
  • কোন পেজে যত বেশি ইন্টারনাল লিঙ্ক থাকবে, গুগল সেই পেজটাকে তত বেশি গুরুত্ব দেবে।

Internal linking

দেখুন আপনার পেজের লিঙ্কিং pattern যদি এমন হয় তাহলে দেখুন সবচেয়ে বেশি লিঙ্ক আছে Index pageএ তারপরই আছে A, B এবং তারপরই অন্য পেজগুলো। এখন আপনি হয়ত চাচ্ছেন অন্য কোন page কে importance দিতে তাহলে আপনি যা করতে পারেন তা হল- আপনি প্রতি পেজ থেকে ঐ পেজে একটি করে Internal link করতে পারেন।
Internal linking google bot

এতে করে google bot যখন আপনার সাইট পরিদর্শনে আসবে এবং তখন যদি সে দেখে যে, কোন একটা পেজ অনেকগুলো পেজের সাথে linked অবস্থায় আছে, তখন google bot মনে করবে, এই পেজটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ না হলে এত গুলো লিঙ্ক থাকবে কেন। দেখছেন Seo এর সাথে reality এর কত মিল? ধরুন ২ব্যক্তির মধ্যে নির্বাচন হচ্ছে, তাহলে কে জিতবে বলুন তো? হ্যা ঠিক বলেছেন, যে ভোট বেশি পাবে সেই জিতবে। অনুরূপভাবে ওয়েবপেজের ক্ষেত্রে যার লিঙ্ক বেশি তার শক্তিও বেশি।

এটা ছাড়াও যে বিষয় গুলো আপনার খেয়াল রাখতে হবে:

  • প্রতিটা পেজের লিঙ্ক গুলো যেন কাজ করে বা Broken না হয়।
  • প্রতিটা Image যেন ঠিকমতো শো করে।
  • আপনার পেজে যদি error থাকে তাহলে সার্চ ইঞ্জিন ও আপনার ভিজিটর দুজনকেই Frustrate করবে। নিজেকে নিজে জিজ্ঞাসা করুন,কোন লিঙ্কে error থাকলে আপনার কেমন লাগে?
  • Carefully কাজ করুন। না হলে চির সত্য – যেমন কর্ম তেমন ফল।
  • এখান থেকে আপনার পেজ চেক করতে পারেন। http://validator.w3.org/checklink
  • সবসময় Search engine ও visitor দের সঠিক তথ্য দিন
  • High authority sites এর সাথে লিঙ্ক করুন। অনেক সময় মনে হতে পারে হোম পেজ থেকে অন্য কোন সাইটে Do follow link দেয়া উচিৎ না।
  • কিন্তু আসল ব্যাপার হল site যদি আসলেই relevant ও useful হয়, তাহলে নির্দ্বিয়ায় backlink দিন।
  • আপনি যদি সঠিক থাকেন তাহলে page rank হারানোর ভয় করবেন না।

On page seo সম্পর্কিত এখন আর কিছু মনে পড়ছে না, পরে মনে পড়লে এই পোস্টে এড করে দেবো। আর আপনাদের যদি কোন কিছু মনে পড়ে তাহলে কমেন্টএর মাধ্যমে আমাকে জানাবেন, আমি পোস্ট আপডেট করে দিবো।
ধন্যবাদ। আগামী পোস্ট পড়ার আমন্ত্রন থাকলো।

আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।

এখন থেকে নিয়মিত এসইও বাংলা টিউটোরিয়াল দেয়া হবে আর আমার ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলবেন না।

6 thoughts on "SEO কিভাবে – Internal Optimization করবেন [লেকচার পর্ব ৯]"

  1. Nikhil Roy Author says:
    খুব সুন্দর । ধন্যবাদ ভাই
    1. Toriqul Islam Tusher Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।
  2. আল-আমিন® Author says:
    এতো দিন কোথায় ছিলেন ভাই।
  3. AH.Rana Contributor says:
    Ato valo post age kokhono dekhi ni… thanks
  4. Mj hridoy Subscriber says:
    যে সকল Contributor রা আমার মতো, trickbd te post করতে পারতেছেন না, তারা আমাদের সাইডে পোষ্ট করুন, → Tipshurry.cf রেজিস্ট্রেশন করলেই Author
  5. walidulhasan Contributor says:
    sotti super boss

Leave a Reply