স্বামী-স্ত্রী দড়ি তৈরি করে
কোনোমতে সংসার চালাতেন।
স্বামী মারা গেলে সংসারের অনটন
আরও বাড়ে। সন্তানদের নিয়ে চরম
বিপদে পড়েন বিধবা স্ত্রী আনো
বিরহো। বাধ্য হয়ে ছয় সন্তানের মধ্যে
ছোট ছেলেকে বিক্রি করে দেন মা।
সেই অর্থ দিয়ে দুটি ছাগল কেনেন
তিনি। উদ্দেশ্য—ছাগলের দুধ বিক্রি
করে অর্থের সংস্থান করা।
ভারতের রাঁচির রামগড়ে এ ঘটনা
ঘটেছে। অভাব থেকে বাঁচতে কেদার
সাউ নামের এক ব্যক্তির কাছে মাত্র ২
হাজার ৫০০ রুপিতে নিজের ছোট
ছেলেকে বিক্রি করেছেন মা আনো
বিরহো। ওই অর্থ দিয়েই দুটি ছাগল
কিনেছেন তিনি।
ওই নারীর ভাষ্য, অন্য সন্তানদের নিয়ে
বেঁচে থাকার তাগিদেই এমন কাজ
করেছেন তিনি। ছাগলের দুধ বিক্রি
করে তাঁর অর্থের সংস্থান হবে, সংসার
চলবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

3 thoughts on "সন্তান বেচে ছাগল কিনলেন এক মা!"

  1. Avatar photo jahid vai Contributor says:
    আল্লাহ্‌ তার মনের আসা পুরন করুক। আমিন।
  2. Avatar photo Afsar Returns Contributor says:
    রানা ভাই, আমাকে টিউনার
    বানান। আমি ভাল ভাল পোস্ট
    দিতে ট্রাই করব ।।
  3. Avatar photo Blackhunter Contributor says:
    What a tragedy

Leave a Reply