আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি আর্টিকেল নিয়ে। আজকের আর্টিকেল এ আমি আপনাদের একটি প্রিমিয়াম কোয়ালিটির আইডি কার্ড ডিজাইন এর plp ফাইল ফ্রি তে শেয়ার করবো। আশা করবো plp ফাইল টা আপনাদের পছন্দ হবে আর ডিজাইন ও আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক।

 

প্রিমিয়াম আইডি কার্ড plp ফাইল

এটা মূলত একটা আইডি কার্ড এর ডিজাইন এর plp ফাইল। এটা আপনারা চাইলে মোবাইল দিয়ে ইডিট করে নিজের নাম এবং ছবি যুক্ত করে নিতে পারবেন। আবার কেউ যদি নিজের প্রতিষ্ঠানের জন্য একটা আইডি কার্ড এর ডিজাইন চান তাহলে এটা আশা করি আপনাদের কাজে লাগবে। প্রথমে চলুন আমরা আইডি কার্ড এর ডিজাইন এর ফ্রন্ট এবং ব্যাক দুই পার্ট কেমন থাকবে তার একটা ডেমো দেখে আসি। নিচে আমি একটা ছবি দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন।

 

Plp ফাইলের আইডি কার্ড ডাউনলোড

উপরের ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলেই সেটা ডাউনলোড করে নিতে পারবেন। নিচে আমি একটি জিপ ফাইলের লিংক দিবো (গুগল ড্রাইভের), সেখান থেকে আপনারা সেই জিপ ফাইল টা ডাউনলোড করে নিবেন।

Plp File Download: ID card Design (Dirve)

 

plp ফাইলের আইডি কার্ড ডিজাইন

উপর থেকে ফাইল তো ডাউনলোড করলেন, এবার পালা সেটা ইডিট করে নিজের নাম, ছবি, লোগো ও অন্যান্য ইনফরমেশন এড করা। তো এটা করার জন্য প্রথমে জিপ ফাইল টা আনজিপ করে নিবেন। এরপর দেখবেন সেখানে ২ টা জিপ ফাইল আছে।

১. আইডি কার্ডের ফ্রন্ট সাইডের।
২. আইডি কার্ডের ব্যাক সাইডের।

তো আপনারা এই ২ টা পিএলপি ফাইল ই ইডিট করতে পারবেন। এর জন্য আপনাদের একটি এপ এর প্রয়োজন হবে সেটা হলো Pixel Lab এপ। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া হয়তো এটা আপনাদের অনেকের ফোনে আগে থেকেই থাকবে যারা ইডিট এর কাজ করেন।

তো pixellab এপ থেকে এই plp ফাইল গুলো ইডিট করে ফটো আকারে ফোনে সেভ করতে পারবেন। যারা এই কাজ পারেন তারা নিজেরা করে নিবেন। আর যারা pixellab এপ এর কাজ জানেন না তারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিবেন একটু। কেননা আমি যদি এই পোস্টে দেখাতে যাই কিভাবে ইডিট করবেন সেটা তাহলে পোস্ট অনেকটাই বড় হয়ে যাবে। আর এই pixellab এপ এর কাজ অনেক সহজ। আপনারা একটা বাংলা টিউটোরিয়াল দেখে নিলেই বুঝতে পারবেন আশা করি।

তাছাড়া, এর পরেও যদি কারো কোনো সমস্যা হয় এই plp ফাইলের আইডি কার্ড ডিজাইন নিয়ে তাহলে আমাকে ফেসবুকে নক দিবেন। আমি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবো। আমার ফেসবুক আইডির লিংক।

 

শেষ কথা

আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়াও আপনাদের যদি সাড়া পাই তাহলে সামনে আরো ভালো ভালো প্রিমিয়াম ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো দেখা হবে পরবর্তী কোনো পোস্টে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ্য থাকুন। রামাদান মোবারক, আল্লাহ হাফেজ।

9 thoughts on "Premium আইডি কার্ডের plp ফাইল একদম ফ্রিতে!!"

  1. Avatar photo Obaidullahrion Author says:
    Bhai . Ekta business card er file den . Elegant. And printable . Ar ektu beshie elegant .
    1. Avatar photo Shihab Author Post Creator says:
      cesta korbo vhai. free kisu ase segula share korbo. abar jodi can apnar mon moto banay dite parbo tobe tar jonno pay korte hbe. ar free gula dekhi kalk ba porsu share korbo, jodi ei post e valo view hoi.
  2. Avatar photo Shihab Author Post Creator says:
    আমি আন্তরিক ভাবে দুঃখিত যে, আমার ড্রাইভ এর সেটিং এ ফাইলটার এক্সেস রেস্ট্রিক্ট করা ছিলো। তাই হয়তো অনেকে সেটা ডাউনলোড করতে পারেন নি। তবে এখন সবার জন্য সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
  3. Avatar photo Sarwartrick76 Contributor says:
    NID CARD এর plp দেন 😊
    1. Avatar photo Shihab Author Post Creator says:
      Insha’Allah vhai
    2. sdsalman Contributor says:
      Amr kache ache
    3. Avatar photo Limon Sarkar Contributor says:
      Good question . Thank you vai
  4. Avatar photo Khalid Hossain Munna Contributor says:
    Darun Bhai… R O kicu file chai
    1. Avatar photo Shihab Author Post Creator says:
      Ok vhai

Leave a Reply