বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিশ আসে, যেগুলো TrickBD Notice ক্যাটাগরিতে থাকে। সকলের সুবিধার্থে এবং সাইটের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য সবগুলো একত্র করা হলো।
এখানে আপনি টাইটেল দেখে আপনার যে বিষয়ে জানার প্রয়োজন তা জেনে নিতে পারবেন। তাছাড়া যাদের একাউন্ট খোলা ও একাউন্ট রিলেটেড প্রবলেম আছে তাদের জন্য ও টিপস ও নোটিশ আছে।
এরপরেও কোনো বিষয় আলাদাভাবে এড করার প্রয়োজন হলে মেইল ও কমেন্ট করবেন। এখানে এড করে দেয়া হবে। যাতে সবার সুবিধা হয়।
নোটিশ:
- [Official] TrickBD Discord Server
- [Official] Telegram Channel and Group
- [Official] পেইড কোর্স শেয়ার বন্ধ।
- [TrickBD Official] ট্রিকবিডির সমস্ত নীতিমালা ও নির্দেশনাবলী এবং নতুন প্রণীত কিছু সিস্টেম ও সুবিধা।
- নতুন রূপে ট্রিকবিডি এর অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ
- সহজেই খুজে পান ট্রিকবিডি এর সাপোর্ট টিম কে… যেকোন প্রয়োজনে আপনার পাশে 🙂
- [official] ট্রেইনারদের জন্য জরুরি নোটিশ। পেমেন্টের নীতিমালায় পরিবর্তন।
- [Official] রেফারের উদ্দেশ্যে পোস্ট করা থেকে বিরত থাকুন।
- [Official] ইমেইল পরিবর্তন ও কিছু নতুন আপডেট।
- [TrickBD Official] ট্রেইনারদের জন্য জরুরী নোটিশ। আপনার ট্রেইনার পদ ও বাতিল হতে পারে।
- [Official] ট্রিকবিডি সাপোর্ট টিমের মেইল পুনরায় চালু করা হয়েছে!!
- [Official] ট্রেইনারদের জন্য কিছু নির্দেশনা।আর্নিং পোষ্ট করার আগে অবশ্যই দেখুন। [Earning post allowed]
- [Official] সকল মেম্বারদের উদ্দেশ্যে একটি জরুরী বিজ্ঞপ্তি।
- [Official]নতুনভাবে ইউজার রেজিস্ট্রেশন ও কিছু নতুন সিস্টেম ও সুবিধা।
সাধারণ জিজ্ঞাসা:
- প্রশ্ন: ট্রিকবিডিতে একাউন্ট কিভাবে খুলব?
উত্তর: এই লিংক থেকে TrickBD -র এন্ড্রয়েড এপটি ডাউনলোড করে একাউন্ট খুলতে পারবেন। তাছাড়া এপ এ অনেক ফিচার আছে যা উপভোগ করতে পারবেন। এছাড়া ওয়েবসাইট থেকেও এখন রেজিস্ট্রেশন করা যাবে। - প্রশ্ন: সাপোর্ট টিমের সাথে কিভাবে যোগাযোগ করব?
উত্তর: উপরের নোটিশে মেইল দেয়া আছে। ওখানে যোগাযোগ করতে পারবেন। - প্রশ্ন: আমার টেক রিলেটেড সহযোগিতা প্রয়োজন। কী করব?
উত্তর: Discord Server ও Facebook Group এ জয়েন দিয়ে ফেলুন দ্রুত। এক্সপার্টরা হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবে। - প্রশ্ন: আমার ট্রেইনার পদ বাতিল হয়েছে। কী করব?
উত্তর: সাপোর্ট টিমকে একটি Apology Mail সেন্ড করুন। যদি আপনার রিকোয়েস্ট বিবেচনায় আনা হয়, তাহলে আপনি আরেকবার সুযোগ পাবেন। - প্রশ্ন: ট্রিকবিডি থেকে কিভাবে এক্সট্রা বোনাস পাওয়া যায়?
উত্তর: নিয়মিত নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করে সাপোর্ট টিমের নজরে পড়লে আপনাকে জানানো হবে। এবং যদি আপনার মনে হয় আপনি যোগ্য, তাহলে সাপোর্ট টিমকে মেইল করে ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করে এক্সপার্ট হিসেবে এক্সট্রা বোনাস পেতে পারেন। তবে সবকিছুই ভেরিফিকেশনে টিকলে তারপর। - প্রশ্ন: কোনো মেম্বার অসদাচরণ/স্প্যাম করলে তার বিরুদ্ধে কিভাবে অভিযোগ করব?
উত্তর: TrickBD App দিয়ে সরাসরি ইউজার রিপোর্ট করা যায়। তাছাড়া ম্যানুয়ালি মেইলে/ডিসকর্ডেও রিপোর্ট করা যাবে। - প্রশ্ন: নীতিমালা বহির্ভূত পোস্ট দেখলে করণীয় কী?
উত্তর: সাথে সাথেই রিপোর্ট বাটনে ক্লিক করে কারণ লিখে সাবমিট দিবেন। - প্রশ্ন: আমার আইডি TrickBD App এ লগইন হয়না, কারণ কী?
উত্তর: নতুন ভার্সন আপডেট করুন। তারপরেও সমস্যা হলে পাসওয়ার্ডে শুধু A-Z, a-z লেটার দিয়ে দেখুন। তারপরেও না হলে মেইলে জানান। - প্রশ্ন: কমেন্ট পেন্ডিং থাকে, কারণ কী?
উত্তর: এপ দিয়ে কমেন্ট করুন আশাকরি সমস্যা হবেনা। - প্রশ্ন: নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করার পরেও এপ্রুভ হচ্ছেনা। করণীয় কী?
উত্তর: পেন্ডিং পোস্ট ২০ হাজার+ এখন। তাই খুঁজে পাওয়া যায়না। আইডির লিংকসহ মেইল করলে বিবেচনার মাধ্যমে এপ্রুভ করা হবে। - প্রশ্ন: মিনিমাম উইথড্র এমাউন্ট কি কমানো হবে?
উত্তর: এ নিয়ে কাজ চলছে। আশা করা যায় টাইম টু টাইম পেমেন্ট সিস্টেম ও ছোট এমাউন্ট উইথড্র দেয়ার সুযোগ দেয়া হবে। - প্রশ্ন: Airdrop নিয়ে কি পোস্ট করা যাবে?
উত্তর: নীতিমালা বহির্ভূত কোনো পোস্ট-ই করা যাবেনা। ১০০% পেমেন্ট পেয়েই নীতিমালা মেনে পোস্ট করতে হবে।
আরো জানার থাকলে কমেন্ট করুন। উত্তর এখানে এড করা হবে। সহজে উত্তর খুঁজে পেতে আপনার ব্রাউজারের Find অপশন ব্যবহার করুন। পিসিতে হলে Ctrl+F শর্টকাট ‘কী’ ব্যবহার করুন।