ট্রিকবিডি বর্তমানে দেশের সর্ববৃহৎ টেক সাইট।
ট্রিকবিডির এই অগ্রযাত্রায় আপনাদের ভূমিকাই সবচেয়ে বেশি।আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা আমাদের লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার মনোবল পাচ্ছি।
তাই ট্রিকবিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।
ট্রিকবিডির মেম্বার সংখ্যা বর্তমানে লাখের কোটা ছুঁই ছুঁই করছে।সরাসরি রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলে সেটি যে কোথায় গিয়ে দাঁড়ায়…………………অনুমান করা মুশকিল!
সাইট বড় এবং মেম্বার বেশি হওয়াতে আমাদের ও অনেক ঝামেলা পোহাতে হয়।
এতবড় একটা সাইট,চালাতে যে হিমশিম খেতে হয় তা আর বলার অপেক্ষা রাখেনা।
তাছাড়া,ব্যক্তিগত কাজ থাকায় সকলে একটিভ ও থাকতে পারেনা।ফলে ট্রিকবিডির সকলকেই ভোগান্তিতে পড়তে হয়।
তাই আজকে ভোগান্তির পরিমাণ কমাতে কিছু দিকনির্দেশনা ও নীতিমালা নিয়ে আলোচনা করছি।
এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবেন।তাহলেই ভালো কিছু আশা করা যাবে।
ট্রেইনার রিকুয়েস্টঃ
ট্রিকবিডিতে সবচেয়ে বেশি আলোচনা হয় এটি নিয়ে।
এডমিন প্যানেলের কাউকে দেখলেই শুরু হয় কমেন্ট।
আমাকে ট্রেইনার বানান,আমি এ নিয়ে পোষ্ট করেছি,এতটা পোষ্ট করেছি…………………এই সেই।
আপনারা মনে করেন যে আমরা আপনাদের পোষ্টগুলো রিভিউ করিনা।
কিন্তু আমরা পোষ্টগুলো রিভিউ করি।
আপনাদের করা সেই পোষ্টগুলোর বেশী ভাগই হয় কপি পেস্ট,নতুবা একদমই মানহীন……।
আবার অনেকেই আছেন,একটা/দুইটা পোষ্ট করেই ট্রেইনার হতে চান।
এমনও অনেককেই পেয়েছি যে পোষ্ট না করেই ট্রেইনার রিকুয়েষ্ট করেছে।
যত্রতত্র ট্রেইনার হওয়ার জন্য কমেন্ট করেই যাচ্ছে।
আপনারাই বলুন,
এটা কি অযৌক্তিক নয়?
ট্রিকবিডির নীতিমালা না পড়েই ট্রিকবিডিতে অবাধ বিচরণ করলে কি হবে?
আপনাদের এই কমেন্ট এর জন্য কমেন্ট এরিয়ার সৌন্দর্য নষ্ট হয়।
তাছাড়া,আমাদেরও রিপ্লাই দিতে গেলে অনেক টাইম নষ্ট হয়।
ফলে সাইটের অন্যান্য কাজগুলো করতে বিলম্ব হয়।
এমতাবস্থায় সকলের করণীয় হলো,
কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে পোষ্ট করা।
যাতে আপনাদের করা পোষ্টগুলো সহজেই আমাদের নজরে পড়ে এবং ভালো লাগে।
নিচের পয়েন্টগুলো ভালোভাবে পড়ুন এবং সে অনুযায়ী পোষ্ট করুন।
- কপি পেস্ট সম্পূর্ণরূপে বর্জন করুন।তবে অনেকসময় হুবহু কপি করার প্রয়োজন হয়।তখন অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে এবং লেখকের নাম থাকলে লেখকের নাম দেয়া বাধ্যতামূলক।এতে করে লেখাচুরির প্রবণতা কমে যাবে এবং মূল লেখকের লেখার আগ্রহ বৃদ্ধি পাবে।তবে মনে রাখতে হবে,এই কপি পেস্ট একটি পোষ্টে দুয়েকলাইনের বেশি যেন কখনোই না হয়।সর্বোচ্চ একটি পোষ্টের এক তৃতীয়াংশ থাকতে পারবে।এর বেশি হলে পোষ্ট পাবলিশ করা হবেনা এবং পোষ্টদাতা ট্রেইনার হলে পোষ্টদাতাকে ওয়ার্নিং দেয়া হবে।ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ দুইবার ওয়ার্নিং দেয়া হবে।তৃতীয়বারে বিনা নোটিশে ট্রেইনার পদ বাতিল করা হবে।
- পোষ্ট করতে হবে শুদ্ধ বাংলায়।আঞ্চলিক ভাষার মিশ্রণ যথাসম্ভব পরিহার করার চেষ্টা করুন।সাধু আর চলিত ভাষার মিশ্রণ এড়িয়ে চলতে চেষ্টা করুন।এতে করে সকলের পড়তেও ভালো লাগবে আর আপনার ভাষাগত দক্ষতা ও বৃদ্ধি পাবে।
- বানানের দিকে কঠোর দৃষ্টি দেয়া দরকার।বর্তমানে বানান ভুল একটি কমন সমস্যা।অভ্র দিয়ে লেখার ফলে এটি আরও প্রকট রূপ ধারন করেছে।করতে লিখতে গিয়ে আমরা লিখি কোড়তে!কি বিশ্রি অবস্থা!ভাষার অপমান হয় এতে।বাংলাভাষার ইতিহাস জানলে জেনেশুনে এমন ভুল করার কথা নয়।সকলে বানান ভুল এড়াতে একটু শ্রম দিবেন।ভাষার মান রক্ষা করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।আমাদের লক্ষ্য হলো,বাংলা ভাষায় টেক কন্টেন্ট সমৃদ্ধ করা।এখন কোনোকিছু জানতে আমাদের ইংরেজিতে লিখে সার্চ করতে হয় What is……………..,How to……….. এভাবে।কিন্তু সকলেই সঠিকভাবে ইংরেজি না জানায় খুঁজে পেতে কষ্ট হয় এবং অনেকক্ষেত্রেই ব্যর্থ হয়।তাই আমরা চাই বাংলাই হবে আমাদের প্রযুক্তির ভাষা।বর্তমানে বাংলা কিন্তু সর্বক্ষেত্রে সমান দক্ষতায় এগিয়ে যাচ্ছে।ইকরাম হোসেন,ওসমান গণি নাহিদ আর রাকিব হাসান অমিয়’র কঠোর পরিশ্রমের ফলে বাংলায় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ “পতাকা” ও তৈরি করা সম্ভব হয়েছে।ডট বাংলা ডোমেইন সুবিধা দেয়া হচ্ছে।গুগল ও এখন বাংলা কন্টেন্ট সাপোর্ট করছে।সবদিক দিয়ে বাংলাভাষা এগিয়ে গেলে মানসম্মত কন্টেন্ট এর দিক থেকে কেনো পিছিয়ে থাকবে?আমরাও এগিয়ে যাব,এই প্রত্যয়ে এখুনি উজ্জীবিত হোন।সময় এসেছে পরিবর্তনের!বাংলা ই হবে বাঙালির প্রযুক্তির ভাষা।
- রিপোষ্ট বা একই পোষ্ট পুনরায় করা থেকে যতটা সম্ভব বিরত থাকুন।তবে হ্যাঁ,যদি আপনার রিপোষ্ট আগেরটার চেয়ে সত্যিকার অর্থেই ভালো এবং তথ্যবহুল হয়,তাহলে কোনো আপত্তি নেই।কিন্তু পোষ্ট করার আগে ট্রিকবিডিতে সার্চ করে দেখে নিবেন,ঐ বিষয়ে পূর্ববর্তী সময়ে কোনো পোষ্ট করা হয়েছিলো কিনা?হলে সেটির মান কেমন?এখন যদি আপনার আগের পোষ্টের চেয়ে ভালো ও মানসম্মত পোষ্ট করার সক্ষমতা থাকে,তাহলে অবশ্যই করুন।
- অবাঞ্চিত কোনো পোষ্ট করবেন না।যেমন ধরুন,আপনি অনেক কষ্ট করে সাজিয়ে গুছিয়ে একটি পোষ্ট করলেন।টপিকঃ কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন!এখন একবার ভেবে দেখুনতো,ঐ পোষ্টের নিচের কমেন্টগুলো কিরকম হবে?তখন আপনার নিজেরই খারাপ লাগবে।তাই টপিক নির্ধারণ অত্যন্ত জরুরি।আপনার টপিক যদি ভালো হয়,তাহলে কমেন্টগুলোও আপনার মনমত হবে।সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে,যাদের জন্য পোষ্ট লিখছি তারা কি চায়?
- সবসময় চেষ্টা করবেন সাজিয়ে গুছিয়ে পোষ্ট করতে।পোষ্টের সাইজ হতে হবে মাঝারি থেকে বড়।কমপক্ষে ১০০ শব্দের উপরে লিখার চেষ্টা করবেন।মনে রাখতে হবে,আপনার উদ্দ্যেশ্য যারা জানেনা তাদেরকে শেখানো।তারা যাতে বুঝতে পারে,সেভাবে যতটা সম্ভব সহজ ও সাবলীলভাবে লিখার চেষ্টা করবেন।ছোট পোষ্ট হলে নজর কাড়তে পারেনা। তাছাড়া অনেক প্রশ্নের উত্তর ও মেলেনা।তাই ১০০ শব্দের কমে পোষ্ট নয়।
- পোষ্ট লিখার সময় কয়েকটা অংশে বিভক্ত করে লিখুন।সবকিছু জগাখিচুড়ি পাকিয়ে ফেললে বুঝতে খুবই কষ্ট হয়।তাই বিভিন্ন অংশে বিভক্ত করে লিখুন।
- কালার কোড কম ব্যবহার করুন।কালারফুল লিখা হলে সহজেই চোখে পড়ে।কিন্তু ঘনঘন রঙিন লেখা বিরক্তিকর ও বটে।তাই এ বিষয়েও খেয়াল রাখা জরুরী।
- ট্রিকবিডিতে সবচেয়ে বেশি বিরক্তিকর পোষ্ট হলো,অপারেটর নিউজ।প্রায় ৯৯% অপারেটর নিউজ কপি পেস্ট।তাছাড়া বর্তমানে রেডিও,টেলিভিশন,পত্রিকা,ফেইসবুক ইত্যাদি মাধ্যমগুলোর সাথে সম্পৃক্ত নয় এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।তাই অপারেটর নিউজগুলো কার অজানা থাকার কথা নয়।তবে যদি বেশি গুরুত্বপূর্ণ হয়,তাহলে নিজের ভাষায় লিখে পোষ্ট করা যাবে।অবশ্যই নিজের ভাষায়।
- ফেইক টাইটেলে পোষ্ট করবেন না।টাইটেল হবে একদম সাদামাটা আর ১০০ ভাগ পোষ্ট রিলেটেড।ফেইক টাইটেলে পোষ্ট করলেও ওয়ার্নিং দিয়ে পরবর্তীতে ট্রেইনার পদ বাতিল করা হবে।
- টাইটেলে Posted By অমুক/তমুক লিখা যাবেনা এবং পোষ্টের স্ক্রিনশটে অন্যকোনো সাইটের নাম/লোগো থাকতে পারবেনা।নিজের/ট্রিকবিডির নাম ইচ্ছে করলে দিতে পারেন।তবে বড় আকারে মাঝখানে নয়।ছবির এক কোণায় ছোট করে দিতে হবে।যাতে দৃষ্টিকটু না হয়।
- পেমেন্টপ্রোভ ছাড়া অনলাইন আর্নিং পোষ্ট একদমই নিষিদ্ধ।এরকম পোষ্ট করলে পোষ্টদাতাকে প্রথমবার ওয়ার্নিং ও দ্বিতীয়বারে সরাসরি ব্যান করা হবে।রেফার কোড/লিংক দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।রেফার সহ এবং রেফার ছাড়া দুটো লিংক ই আলাদা করে দিতে হবে।যদি আপনার পোষ্ট ভালো লাগে,তাহলে পাঠক এমনিতেই আপনার রেফারেলেই আইডি খুলবে।তাই ইনকাম পোষ্টে পাঠককে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করলেই ভালো হয়।কমেন্ট এর যথাযথ রিপ্লাই এক্ষেত্রে কাজে লাগতে পারে।
- ট্রিকবিডির নিয়মের বাইরে যায়,এমন কিছু কখনোই পোষ্ট করবেননা।তাহলে সাথেসাথেই ব্যান করা হবে।এমন অনেক বিষয়ই আছে,যা আপনার ভালো নাও লাগতে পারে।সেক্ষেত্রে আমরা আছি।সরাসরি সাপোর্ট টিমকে মেইল করুন।মেইলে সাবজেক্ট অবশ্যই যে বিষয়ে মেইল করছেন,সে বিষয় রিলেটেড দিতে হবে।নতুবা মেইলের রিপ্লাই পাওয়ার সম্ভবনা কম।আর অবশ্যই একই মেইল থেকে একই কনভার্সেশনেই বারবার মেইল করতে হবে।তা নাহলে মেইল আলাদা করে চিহ্নিত করা যাবেনা এবং অসংখ্য মেইলের মাঝে আপনার মেইলটিও চোখে না পড়ার সম্ভাবনা রয়েছে।
- ও হ্যাঁ,পোষ্ট ভালোভাবে লিখার পরেও বুঝার সুবিধার্থে ভিডিও দেয়া যাবে এবং ভিডি অবশ্যই ইমবেড হতে হবে।অর্থাৎ,সরাসরি ভিডিও লিংক দেয়া যাবেনা।ভিডিও দিলে যাতে ট্রিকবিডি থেকেই সরাসরি দেখা যায়।এতে ঝামেলার সাথে সাথে সময়ের অপচয় ও কম হবে।ইউটিউবারদের স্বার্থে একটি ক্যাটাগরিও খুলে দেয়া হয়েছে।কিন্তু সরাসরি ভিডিও দিয়ে পোষ্ট করা যাবেনা।ভিডিও Embed করতে নিচের কোডটি ব্যবহার করুন।
- পোষ্টের একদম শেষের দিকে সর্বোচ্চ দুটি ব্যক্তিগত লিংক এড করা যাবে।এর বেশি কোনোভাবেই নয়।
- অপ্রাসঙ্গিক ছবি দেয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।আগেও অনেক ট্রেইনার অপ্রাসঙ্গিক ছবি দেয়ায় হেনস্থা হয়েছে।পোষ্টের সাথে সম্পর্কিত এরকম Thumbnail ইউজ করা আবশ্যক।
- ফাইল আপলোডের ক্ষেত্রে ঝামেলাবিহীন আপলোড সাইটগুলো বেছে নিতে হবে।যেমনঃBDupload,Drive,ZippyShare,MediaFire……ইত্যাদি।অনেকেই ইনকামের উদ্দেশ্যে ডাউনলোড লিংক দিয়ে ট্রেইনার পদ হারিয়েছে।তাই এ বিষয়েও সতর্ক থাকা জরুরি।
- সবসময় তথ্য প্রযুক্তি বিষয়ক পোষ্ট করার চেষ্টা করবেন।যদিও অন্যান্য ক্যাটাগরিগুলোতেও পোষ্ট করা যাবে।তারপরেও ভিজিটরদের চাহিদার কথা মাথায় রেখে এবং সাইটের নামের মান রক্ষার্থে টেক রিলেটেড বিষয়ই এখানে প্রাধান্য পাবে।
- নতুনদের ক্ষেত্রে ট্রেইনার রিকুয়েষ্ট সেন্ড করার পূর্বে কপি পেস্ট করা পোষ্ট থাকলে সরিয়ে ফেলা জরুরী।আপনার একটি মানহীন পোষ্টের কারণে অন্যান্য মানসম্মত পোষ্টগুলোও মানহীন বলেই মনে হবে।
- আর ভালো পোষ্টের উদাহরণ হিসেবে জনপ্রিয় ট্রেইনারদের পোষ্টগুলো ফলো করতে পারেন।
উক্ত নির্দেশনা অনুযায়ী কমপক্ষে তিনটি পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট করুন।যদি আপনার পোষ্ট মানসম্মত হয়,তাহলে নিশ্চিত ট্রেইনারশিপ পাবেন।আর যদি মানসম্মত না হয়,তাহলে আপনার রিকুয়েষ্ট বাতিল করা হবে এবং আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আপনি যদি কমেন্ট করে সারাদিন চিল্লাচিল্লি করেন,তবুও আপনার পোষ্ট রিভিউ করা হবেনা।
ট্রেইনার রিকুয়েষ্ট করা মানেই নিশ্চিত রিভিউ।
ট্রেইনার রিকুয়েস্ট করে যদি ট্রেইনার রিকুয়েষ্ট একসেপ্ট করা না হয়,তাহলে হতাশ না হয়ে নতুনভাবে মানসম্মত পোষ্ট করে একমাস পর আবার রিকুয়েস্ট সেন্ড করুন।
হতাশ হওয়ার কোনো কারণ নেই।
আবার অনেকের একটি/দুটি পোষ্ট পাবলিশ করেও ট্রেইনার পদ দেয়া হয়না।
এক্ষেত্রে আপনার খুশি হওয়া উচিত।আপনার পোষ্ট আমাদের ভালো লেগেছে বিধায় পাবলিশ করে দিয়েছি।
তাই আপনি পুনরায় আরো ভালো ভালো পোষ্ট করে নিজের ট্রেইনার পদ পাকা করে ফেলুন।
কমেন্টঃ
ট্রিকবিডির সবচেয়ে ঝামেলাপূর্ণ স্থান হলো কমেন্ট এরিয়া।
কমেন্ট এরিয়ার মূল বৈশিষ্ট্য হলো,এখানে পাঠকরা নিজেদের মতামত শেয়ারও নিজেদের মনে কোনো প্রশ্ন থাকলে তা শেয়ার করে।
কিন্তু এখানে একই সাথে কিছু মানসিকভাবে অসুস্থ লোকেরও দেখা মেলে।
অশ্লীল ভাষায় গালিগালাজ করে নিজেদের সম্মান তারা নিজেরাই নষ্ট করে।
তবে পোষ্টের কারণেও অনেকসময় এরকম হয়ে থাকে।
তাছাড়া অনেকে আবার স্প্যাম ও করে থাকে।
তাই এ বিষয়গুলো নিয়ন্ত্রন করতে কিছু নিয়ম চালু করা হচ্ছে।
নিচের রুলসগুলো ভালোভাবে পড়ুন এবং সেগুলো মানার চেষ্টা করুনঃ
- গালিগালাজ সম্পূর্ণ নিষিদ্ধ।এডমিন প্যানেলের চোখে পড়া মাত্রই ব্যান নিশ্চিত বলে ধরে নিতে পারেন।তবে অপরাধের মাত্রানুসারে সিদ্ধান্ত নেয়া হবে।একবার ওয়ার্নিং পেলেই সতর্ক হয়ে যাওয়া উচিত।দ্বিতীয়বার আর সুযোগ নাও পেতে পারেন।
- স্প্যাম করতে দেখলেই সরাসরি ব্যান।আমরা স্প্যাম বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।তাই এখন থেকেই সতর্ক হয়ে যান।
- ইনবক্সে আসুন টাইপের কমেন্ট দেখামাত্রই নোটিশ এবং পরবর্তীতে ব্যান।হেল্প যদি করতেই হয়,তাহলে কমেন্ট করেই করুন।যাতে সবারই হেল্প হয়।কমেন্ট বড় হলেও সমস্যা নেই।
- প্রয়োজনীয় সকল লিংক পোষ্টেই দেয়ার চেষ্টা করবেন।কমেন্ট এ লিংক দিলে সৌন্দর্য্য নষ্ট হয়।তবে ক্ষেত্রবিশেষে দেয়া যাবে।কিন্তু স্প্যামের আওতায় পড়লে ব্যান নিশ্চিত।
- কমেন্ট করে ট্রেইনার রিকুয়েস্ট করতে দেখলে ট্রেইনার করা হবেনা।উল্টো বারবার এ ধরণের কমেন্টকারীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।তাই অহেতুক কমেন্ট করে কমেন্ট এরিয়ার সৌন্দর্য্য নষ্ট করবেন না।
- পোষ্টে কোনোপ্রকার ভুল্ভ্রান্তি দেখা গেলে কমেন্ট করে জানিয়ে দিবেন।কিন্তু ভাষা অবশ্যই শালীন হতে হবে।ভুল থেকেই তো শিক্ষাগ্রহণ করে ভবিষ্যতে ভালোকিছু করতে পারবে।
মনে রাখবেন,ট্রিকবিডিতে আপনার প্রতিটি পদক্ষেপ ট্রিকবিডি মনিটর করে।
অনেকেই বলে থাকেন যে,আমাকে ওয়ার্নিং দেয়া হয়নি।আমি এই করি,সেই করিনি।কিন্তু আপনাদের মনে রাখা উচিত,ট্রিকবিডি দেশের সর্ববৃহৎ টেক সাইট।এখানে ইউজার মনিটরিং একটা সামান্য বিষয় মাত্র।মিথ্যে বলে পার পাবেন না।তাই মিথ্যের আশ্রয় নিবেন না।মিথ্যাকে সবসময় ঘৃণা করুন।
ট্রেইনার পদ হারানো এক্স ট্রেইনারদের জন্য নীতিমালাঃ
এমন অনেক ট্রেইনার আছেন,যারা পূর্ববর্তী সময়ে জেনে/না জেনে ভুল করে ট্রেইনার পদ হারিয়েছেন/ব্যান হয়েছেন।যারা অনেকসময় আমাদেরকে মেইল করে পদ ফিরিয়ে দেয়ার রিকুয়েস্ট করেন।তাই আপনাদের বিষয়টিও বিবেচনা করে আপনাদের জন্যও কিছুটা সুযোগ করে দেয়া হচ্ছে।কারণ,আমাদের পরিকল্পনা সুদূরপ্রসারি।আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা এবং বাধ্যবাধকতা আনা হচ্ছে এবং হবে।এবং আমরা চাই আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সকলে সহযোগিতা করুক।তাই আপনাদের জন্য এই সুযোগ।এই সুযোগ সীমিত সময়ের জন্য।যেকোনো সময় বন্ধ করে দেয়া হতে পারে।
যারা পূণরায় ট্রেইনার হতে চান তাদের কিছু নির্দিষ্ট স্টেপ পার করতে হবে।
তবে এগুলো তেমন কঠিন কিছু নয়।
নিচের পয়েন্টগুলো ফলো করুন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
ট্রেইনার পদ ফিরে পাবেন।
কিন্তু পোষ্টে উল্লেখ করা কোনো নিয়মের বাইরে গেলে আপনাদের আর দ্বিতীয়বার সুযোগ দেয়া হবেনা।
যা যা করতে এবং মানতে হবেঃ
- কমপক্ষে দু’টি ইউনিক ও মানসম্মত পোষ্ট।
- এই পোষ্টে উল্লেখ করা সবগুলো নিয়ম মেনেই পোষ্ট করতে হবে।
- যদি মনে হয় যে আপনার পোষ্ট যথেষ্ট মানসম্মত ও ইউনিক,তাহলে এই লিংক এ গিয়ে ফর্মটি পূরণ করুন।
- ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো ফেইক ইনফরমেশন দেয়া যাবেনা।ফেইক প্রমাণিত/সন্দেহ হলে এডমিন প্যানেল ইচ্ছেমত যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে।
- সুযোগ পাওয়ার পরেও দ্বিতীয়বার ট্রেইনারশীপ বাতিল হলে আর কোনো কিছুই করার নেই।এটি সাপোর্ট টিমের পক্ষ থেকে দেয়া একটি সুযোগ।কাজে লাগাতে না পারলে ব্যার্থতা আপনাদেরই।
- উপরের নিয়মগুলো মেনে কাজ করলেই কিন্তু আপনি নিশ্চিত ট্রেইনারশীপ পাবেননা।এডমিন প্যানেলের আলোচনার ভিত্তিতে আবার ট্রেইনার করা হবে।এডমিন প্যানেলের যদি কারো বিরুদ্ধে খারাপ ধারণা থাকে,তাহলে ট্রেইনারশীপ দেয়া হবেনা।
- যদি পুনরায় ট্রেইনার করা না হয়,তাহলে কোথাও এ বিষয়ে বিরূপ মন্তব্য করা যাবেনা।মনে রাখবেন,এটি শুধুই একটি সুযোগ।
- সঠিকভাবে ফর্ম পূরণ করে ১৫ দিন অপেক্ষা করুন।ভেরিফাই করে ট্রিকবিডি আইডিতে নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হবে।
- এ বিষয়ে মেইল করা সম্পূর্ণ নিষেধ।
কিছু নতুন আপডেটঃ
- কমেন্ট এ অক্ষরের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।আগে সর্বোচ্চ ৫ লাইনে ১০০ অক্ষরে কমেন্ট করা যেত।এখন তা ১০ লাইনে ২০০ শব্দে করা যাবে।তাই বড় কমেন্ট করলে ওয়েটিং এ থাকার সম্ভাবনা কম।
- কিছু স্ল্যাং ওয়ার্ড ফিল্টার করা হয়েছে।গালিগালাজের ক্ষেত্রে ব্যবহৃত কিছু নতুন অশ্লীল শব্দ ব্লক করা হয়েছে।তাই ওগুলো ব্যবহার করে কমেন্ট করলে কমেন্ট পেন্ডিং এ থাকবে।কিন্তু চেক করার সময় এডমিন প্যানেলের চোখে পড়লে কি হবে তা উপরেই বলা হয়েছে।।
- আইডি হ্যাকের মাত্রা বেড়ে যাওয়াতে এটি ঠেকাতে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ফলে এখন আর কেউই আইডি পাসওয়ার্ড জানলেও ট্রিকবিডির মেইল চেঞ্জ করতে পারবেনা।যদি চেঞ্জ করতেই হয়,তবে এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করেই এডমিনদের মাধ্যমে করতে হবে।নিজে করার কোনো সুযোগ নেই।এই পদক্ষেপের ফলে এখন আর আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
শীঘ্রই যেসব আপডেট আসছেঃ
- পোষ্টে ভোট সিস্টেম করা হবে।ফলে ভালো পোষ্টে ভোট বেশি পড়বে এবং পোষ্টদাতার মনোবল বৃদ্ধি পাবে।
- ট্রেইনার কম্পিটিশনের জন্য সবাই আবেদন করছিলেন।তাই আমরাও এ বিষয়ে আগের চেয়ে সিরিয়াস হয়েছি।শীঘ্রই ভালো কিছুর আশা করতে পারেন।
- ট্রেইনারদের বিভিন্ন দিকনির্দেশনা দিতে ও প্রয়োজনে পাশে থাকতে ট্রেইনারদের জন্য ও সাপোর্ট সিস্টেম করার পরিকল্পনা রয়েছে আমাদের। যথাশীঘ্র সম্ভব এটা ও বাস্তবায়ন করা হবে।
কিছু গুরুত্বপূর্ণ লিংক/এড্রেসঃ
ই-মেইলঃ
- সাপোর্ট টিম-[email protected]
- প্রধান এডমিন (রানা)-[email protected]
- প্রধান এডমিন (নাসির)-[email protected]
- প্রধান ইডিটর (স্বাধীন)-[email protected]
লিংকঃ
- ট্রেইনার রিকুয়েস্ট
- ইউজার রেজিস্ট্রেশন ফর্ম (আপাতত নতুন ইউজার নেয়া বন্ধ আছে )
- পুনরায় ট্রেইনারশীপের আবেদন ফর্ম
যোগাযোগের জন্য কিছু নির্দেশনাঃ
মেইল ছাড়া আমাদের সাথে যোগাযোগ করার অন্য কোনো সিস্টেম নেই।সুতরাং আমাদের কন্টাক্ট নাম্বার/ফেইসবুক আইডি চাওয়া নিষেধ।
সাপোর্ট টিমকে যেকোনো সময়ে মেইল করা যাবে।
কিন্তু এডমিনদের পার্সোনাল মেইলে বিশেষ কারণ ছাড়া মেইল করা যাবেনা।
সাপোর্ট টিমকে মেইল করার সময় খেয়াল রাখবেনঃ
- সাবজেক্ট উল্লেখ করে মেইল করতে হবে।
- সাবজেক্ট এ সাবজেক্ট ব্যতীত অবাঞ্চিত কোনো কিছুই লেখা যাবেনা।
- বারবার একই কনভার্সেশন থেকে রিপ্লাই দিতে হবে।নতুনভাবে কনভার্সেশন ক্রিয়েট করে মেইল করা যাবেনা।
- মেইলে অবশ্যই ট্রিকবিডি প্রোফাইল লিংক এটাচ করতে হবে।
- একাধিক মেইল থেকে মেইল করা যাবেনা।
- মেইলে ট্রেইনার রিকুয়েস্ট করা যাবেনা।
- ধোঁকাবাজি/এধরণের কোনোকিছুর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করার জন্য মেইল করলে অবশ্যই প্রমাণ সহ মেইল করতে হবে।
উপরোক্ত বিষয়গুলো মেনে মেইল করলে নিশ্চিত রিপ্লাই পাবেন।নতুবা রিপ্লাই পাওয়ার সম্ভাবনা কম।আর এভাবে মেইল করলে আমাদের সময় অপচয় কম হবে।ফলে আমাদের কাছ থেকে আরো ভালো সার্ভিস আশা করতে পারবেন।
বিশেষ কিছু বিষয়ে আলোচনাঃ
ট্রিকবিডিতে বর্তমানে কিছু কমন প্রবলেম হলো,
- ট্রিকবিডি আইডি ক্রয়-বিক্রয়।
- একাধিক আইডি।
- মানহীন/নিম্নমানের পোষ্ট।
- কপি পেস্ট
এই সমস্যাগুলোর সমাধানে আপনারা এগিয়ে না আসলে আমাদের তেমন কিছুই করা থাকবেনা।
- ট্রিকবিডি আইডি ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।কেউ এ কাজ করছে,এরকম প্রমাণ পেলে প্রমাণসহ আমাদেরকে মেইল করুন।আইডি ব্যান করা হবে।
- একাধিক আইডি থাকলে সমস্যা নেই।কিন্তু অনেকেই এই আইডিগুলো দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ান।নিজের ফেইক পোষ্টে ওয়ার্কিং বলে কমেন্ট করেন।বিভিন্ন পোষ্টে গালিগালাজ আর স্প্যাম করে বেড়ান।এধরণের কাজের প্রমাণ পেলেও আমাদেরকে প্রমাণসহ মেইল করে জানান।ব্যবস্থাগ্রহন করা হবে।
- মানহীন/নিম্নমানের পোষ্ট দেখলে খারাপ ভাষায় কমেন্ট না করে পোষ্টের নিচে থাকা রিপোর্ট অপশন ব্যবহার করবেন এবং যথাযথ কারণ বাংলায় লিখে সেন্ড করবেন।
- কপি করে পোষ্ট করলে রিপোর্টে পূর্ববর্তী পোষ্টের লিংক এড করেই রিপোর্ট করবেন।লিংক ছাড়া অভিযোগ গ্রহনযোগ্য হবেনা।অভিযোগ সত্য হলে আমরা ব্যবস্থাগ্রহণ করবো।
উপরোক্ত নির্দেশনাবলি মেনে চললে আমাদের কাজ যেমন সহজ হবে,তেমনি ট্রিকবিডিতে ভালো মানের পোষ্টের পাশাপাশি সাইটের পরিবেশ ও ভালো থাকবে।
পরবর্তীতে নতুন কোনো সিস্টেম প্রবর্তন করলে এই পোষ্টেই এড করে দেয়া হবে।তাই এই পোষ্টটি কিছুদিন পরপর ফলো করবেন।এতে নির্দেশনাগুলোও আপনাদের ভালোভাবে মনে থাকবে।
আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে তা আমাদের সাথে মেইলে শেয়ার করবেন।পরামর্শ গ্রহণযোগ্য হলে আমরা যথাসাধ্য বাস্তবায়নের চেষ্টা করবো।
আরো একবার সকলকে ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
মানসম্মত পোস্ট করে ট্রেইনের
রিকুয়েস্ট দিলাম। বাট
কোনো রিপ্লে/নোটিশ নাই।
প্লিজ ভাই আমার পোস্টগুলো
রিভিউ করুন এবং author করুন।
ভাই দয়া করে বলছি, আমাকে
author করুন?
ট্রেইনার রিকুয়েস্ট পাঠাইছি ইমেল করছি।
আমাকে ট্রেইনার পদ না দেওয়া হক, পোস্ট গুলো পাবলিশ করা হক।
ট্রিকবিডির নতুন আপডেট এ ডেস্কটপ মোড করলে নতুন মোবাইল ভার্শন আসে। এটা খুব ভালো লাগলো।
কিন্তু, আগের মোডে ফিরে যাওয়ার কোনো অপশন নেই। দয়া করে বিষয়টা দেখবেন।
এগুলো মেনে চলতে অন্যদেরকেও উৎসাহিত করুন।
সবসময় আমি পাশে আছি
তোমার যে, এক মোডারেটরের সাথে কথা কাটা কাটি হয়ে কন্ট্রিউবেটর হলে!
এখন আবার ট্রেইনার কেমন করে? :-/
আর আপনি এখানে না বললেও হতো
ট্রেইনার রিকুয়েস্ট পাঠাইছি ইমেল করছি।
আমাকে ট্রেইনার পদ না দেওয়া হক, পোস্ট গুলো পাবলিশ করা হক। ৃ
যদি আমি আমার কম্পিউটারের নোডপ্যাড এ পোস্ট লিখে কপি করে ট্রিকবিডি ও আমার সাইটে পোস্ট করি। তাহলে কি কপি-পেস্ট বলে গন্য হবে?
আর পোস্ট যদি মানসম্মত না হয় তাহলে একটু দয়া করে মেইলের Reply দিয়েন
ধন্যবাদ……….
ধন্যবাদ আপনাদেরকে । কারন আপনাদের মতন কিছু মানুষের জন্য আমাদের মত কিছু ছোট ছোট লেখক তাদের জানা জ্ঞান গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পার
ট্রেইনার রিকুয়েস্ট পাঠাইছি ইমেল করছি।
আমাকে ট্রেইনার পদ না দেওয়া হক, পোস্ট গুলো পাবলিশ করা হক।
দয়া করে আমার পোষ্ট গুলো একটু রিভিউ করেন ধন্যবাদ!
দয়া করে এই সমস্যা সমাধান করে দিন।
আমি আমার করা পোষ্ট ছাড়া অন্য কারো পোষ্টে কমেন্ট করলেই এই সমস্যা।
With due respect I want to inform you that the email address ([email protected])existed to my TrickBD account is recently deleted for an unexpected reason. That’s why I need to change my email address. I mail to TrickBD support team but they becsme unable to confirm my identity. Now I am in a big truble. Kindly if you change my email address then it will be very helpful to me. And I am extremely sorry for requesting at the comment area.
Hope you will reply…
-Shaon
Trainer, Author at TrickBD – Know for sharing.
কেউ ভুল করলে আপনারা সতর্ক করে দিবেন।
এতে সাইটের মান ভালো হবে।
কপি পেস্ট হলে রিপোর্ট করবেন প্লিজ।
আমার ট্রেইনারশীপ বাতিল করা হয়েছে…।
আমি এক্স ট্রেইনার ফর্ম পূরন করা যাচ্ছে না…।
আমি আবার নতুন ২টি পোষ্ট লিখেছি!
আজকে আমায় আবার ট্রেইনারা করে দিন।
আমার আইডি লিঙ্কঃ
https://trickbd.com/author/rahimali
ধন্যবাদ আপনাদেরকে । কারন আপনাদের মতন কিছু মানুষের জন্য আমাদের মত কিছু ছোট ছোট লেখক তাদের জানা জ্ঞান গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পার
ব্যানের কথা মাথায় রাখবেন।
ট্রেইনার রিকুয়েষ্ট না করলে ট্রেইনার করা হবেনা।
রিকুয়েষ্ট করার লিংক দেয়া আছে।
কমেন্ট করে রিকুয়েষ্ট করবেন না।
আমরা রিভিউ করে নোটিশ দিয়ে দিবো।
আপনিতো আমাকে বলেছিলেন রিভিউ করবেন?
ভাই আমার পরে কমেন্ট করা অনেকের পোস্ট পাবলিশ করে দিছেন। কিন্তু আমার গুলো রিভিউ করেন নাই এটা কি ঠিক হলো?
খুবই কষ্ট পেলাম ভাইয়া?
আমরা ভেবে দেখছি বিষয়টি……।
edit korte gele log out hoye jay?
তবে পোষ্টে এ সম্পর্কে কিছু সাজেশন দিয়েছি।
ওগুলো মেনে পোষ্ট করলে সমস্যা হবেনা।
প্রমাণসহ আমাদের কাছে মেইল করুন।
আজীবনের জন্য ব্যান করা হবে।
কিন্তু সবসময় তো আর ভিডিওগুলো দেখা সম্ভব হয় না….
তো এই বিষয়ে কিছু করা উচিত না?
অপশন টি off করেন, এটার জন্য
মারাত্মক সমস্যা হচ্ছে, এবং সুন্দর্য
নষ্ট হচ্ছে।←
ইনশাহ্আল্লাহ্ মেনে চলবো।
এত্ত এত্ত Rules..?? মাথা ঘুরছে….!! ?
HuH..
Good By
এখনো যে ব্যান করা হচ্ছেনা,এটাই বেশি নয় কি?
এমনিতেই নিয়ম ভঙ্গের কারণে কয়েকটা আইডির ট্রেইনার পদ হারিয়েছেন।
ধন্যবাদ
আমার প্রায় পোষ্ট এ by Naim sdq দেওয়া আছে। এগুলা কি আপডেট করার কোন প্রয়োজন আছে নাকি পরের গুলোতে আর ব্যাবহার করব না।
প্লিজ দয়া করে জানাবেন…
দেখি কি করা যায়।
তাছাড়া এটাকে বেশিরভাগেই ইনকামের জন্য ইউজ করে মানহীন পোষ্ট করে।
মানসম্মত পোষ্ট হলে আর রিপোর্ট না পেলে আমরা সচরাচর কোনো ব্যবস্থা নিইনা।
vaiya…ami post kore but.. kew report kore na…amar post ar comment dakhte paren… kno shomosha nai
এডমিন প্যানেল ছাড়া অন্যরা রিপোর্ট দেখতে পারেনা।
কিন্তু ঐ আইডিগুলো ইউজ করে অপকর্ম করলে কিছু করার আছে।
দেয়া যাবে।
নাম হলো Jana Ojana আশা করি মতামত জানাবেন
তাই আপনার প্রস্তাব এখনই গ্রহণ করতে পারছিনা।
দুঃখিত।।
ট্রিকবিডিকে সুরক্ষিত রাখতেই অতিরিক্ত (নতুন) কাউকে নিয়োগ দেয়া হয়না।
কমেন্ট করে ট্রেইনার রিকুয়েষ্ট করলে ট্রেইনার করা হবেনা।
এক মাস পরে আবার রিকুয়েষ্ট করা যায়।
আপনি সেই সুযোগটি গ্রহণ করুন।।
আমার ট্রেইনারশীপ বাতিল করা হয়েছে…।
আমি এক্স ট্রেইনার ফর্ম পূরন করা যাচ্ছে না…।
আমি আবার নতুন ২টি পোষ্ট লিখেছি!
আজকে আমায় আবার ট্রেইনার করে দিন।
আমার আইডি লিঙ্কঃ
https://trickbd.com/author/rahimali
এই সমস্যাটির সমাধানে আমরা কাজ করছি।
দোয়া করুন,যাতে আমরা সফলকাম হই।
হাসালেন ভাই!
😀
কিন্তু সবসময় তো আর ভিডিওগুলো দেখা সম্ভব হয় না….
তো এই বিষয়ে কিছু করা উচিত না?…
ট্রিকবিডির আরো কিছু আপডেট চাই
….
?
কিন্তু এতগুলো আইডি ট্র্যাক করে করে ব্যান করতে অনেক সময় ও শ্রমের প্রয়োজন যা দেয়া সম্ভব নয়।
তাই শুধুমাত্র নিয়মবহির্ভূত কাজ করলে আইডি ব্যান করা হবে।
আর একটা আইডি থেকে নিয়মবিরুদ্ধ কাজ করলে অন্য আইডিও তার ফল ভোগ করবে।
এত তাড়াতাড়ি অফ করব না এই সিস্টেম।
কিন্তু তার উদ্দেশ্য যদি মহৎ হয়।
তাই তো আপনাদেরকে আবার সুযোগ দেয়া হচ্ছে।
এই সিস্টেম ২০১৭ সালের পুরোটাতেই রাখা হতে পারে।
আমার ট্রেইনারশীপ বাতিল করা হয়েছে…।
আমি এক্স ট্রেইনার ফর্ম পূরন করা যাচ্ছে না…।
আমি আবার নতুন ২টি পোষ্ট লিখেছি!
আজকে আমায় আবার ট্রেইনারা করে দিন।
আমার আইডি লিঙ্কঃ
https://trickbd.com/author/rahimali
কপি পোষ্ট বেশিরভাগ।
তাই…….
কিন্তু এটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার।
তবে সকলের সহযোগিতা আর সাপোর্ট পেলে সবই সম্ভব বলে মনে করি।
আমার ট্রেইনারশীপ বাতিল করা হয়েছে…।
আমি এক্স ট্রেইনার ফর্ম পূরন করা যাচ্ছে না…।
আমি আবার নতুন ২টি পোষ্ট লিখেছি!
আজকে আমায় আবার ট্রেইনারা করে দিন।
আমার আইডি লিঙ্কঃ
https://trickbd.com/author/rahimali
কমেন্ট এ গালি এখন কমন বিষয় হয়ে গেছিলো।
আশা করি এখন এটির সমাধান হবে।
★ But, Kaj ta apni thik koren ni,,,
তাই পুরাতনদেরকে আবার সুযোগ দেয়া হচ্ছে।
যাতে তারাও তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পরে।
করেছি। ৮মাস আগে টিউনার request করেছি।
প্লিজ ভাইয়া
পোষ্টের নিচে লাল রঙের বাটন আছে।
মানসম্মত পোষ্ট নয়।
টপিকও যথাযথ নয়।
প্রোফাইল ইডিট করা যাচ্ছে না প্লিজ সমধান চাই
আমারও সেইম প্রবলেম।
আমার নাম ইডিট করতে পারছি না। সাথে প্রোফাইলের কোনো কিছুই ইডিট করতে পারছি না।
ইডিট করতে গেলেই বলে,
Error: Email…………………. এসব বলে।
চপনার কি এরকম হয়?
তবে কিছুদিন পরপর নতুন আইডি দেয়া এর জন্য পোস্টের নিচের দিকে একটা লিংক দিছে, ঐখানে গিয়ে ফরমটা পূরণ করে কনফার্ম করে কয়েকদিন অপেক্ষা করুন। কিছুদিন পর আপনার ইমেইলে মেইল যাবে,,, যদি ট্রিকবিডি থেকে যায়,, তবে বুঝবেন সাইনআপ হইছে।
যার কারণে প্রোফাইল চেঞ্জ করা যাচ্ছেনা।
নতুন সিস্টেমের অপেক্ষায় থাকুন।
অথবা এডমিনকে মেইল করুন।
কিন্তু বাকি দুটো একদমই মানসম্মত নয়।
কমপক্ষে আরেকটি মানসম্মত পোষ্ট করুন।
অন্যদেরকেও উৎসাহিত করুন।
৮মাস আগে টিউনার request করেছি।
প্লিজ ভাইয়া
ধন্যবাদ!
এত বড় পোস্টে একটা ও ভুল বানান নেই
আপনাকে অসংখ্য ধন্যবাদ
হোক সেটা,সাইটের জন্য।
কিংবা ভিজিটরদের জন্য।
আপনাকেও ধন্যবাদ।
তাহলেই ভালো হবে।
মেইল দিয়েছিলাম এডমিনকে, বললো ক্রেটিভ কিছু কপি পেস্ট মুক্ত পোস্ট করে আবার নক করতে, নিজের সর্বচ্চ করে তিনটি পোস্ট লিখেছিলাম, এন্ড আবার এডমিন কে নক করেছিলাম, বাট তখন আর রিপ্লাই পাই নি ?
তাই আর অথোর হওয়ার বৃথা চেষ্টা করি না ?
I Love You Trickbd
অনেক ভালো সাজেশন।
আশাকরি এই নিয়ম গুলো মান্ন করলে,
TrickBD আরো অনেক এগিয়ে যাবে।
আর এই টা হল আমাদের সবার কাম্য…..!
সবাইকে জানিয়ে দিয়ে সাইটের মান ভালো করতে উৎসাহিত করবেন আশা করি।
কয়েকটা পোস্ট করেছি।আপনি দয়া করে একবার দেখেন।ভাল লাগলে আমাকে ট্রেইনার করবেন।না হলে একটা নোটিফিকেশন দিয়ে রিপ্লাই দিয়েন।প্লিজ ভাইয়া।
আর আপনাকে ডিস্টর্ব করার জন্য দুঃখীত।
কিছু কথা,
আপনার বলেছেন আইডি হ্যাক থেকে বাঁচার জন্য একটি পদ্ধতি ব্যবহার করেছেন। সেটা হচ্ছে এডমিন ছাড়া কেউ মেল চেঞ্জ করতে পারবেনা। আমি যদি অন্য নামে মেল খুকি তা হলে কিভাবে বুঝবেন সেটা আমি আমার আইডি।
আইপি চেক করলেই বুঝা যায়।
By TrickBD Fan
কিন্তু নোটিফিকেশন ইংরেজিতে যায় বলে অনেকেই বুঝতে পারেনা হয়তো।
তবে – ট্রেইনার দের আকৃষ্ট করবে। 🙂
আর সবসময়, টেকটিউনসের টিউনারা বলে থাকেন ট্রিকবিডিরর ভিউ নাকি নকল! যা এডমিনরা কন্ট্রল করে থাকে?
***আর ট্রিকবিডির মেম্বারদের কন্ট্রল করার জন্য আরো কিছু সাপোর্ট টিম দরকার***
(( 1st PART ))
(বাকি অংশ পরে – শব্দের সর্বোচ্চ ব্যবহার কন্ট্রলের জন্য পরের অংশে বাকিদার…)
১. ট্রিকবিডির মেম্বার বাড়াতে রেজিষ্টেশন পদ্ধেতি অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাই রেজিষ্টেশনেরর বর্তমান যে পদ্ধোতি রয়েছে, তা আরো দিগুণ তথা তাড়াতাড়ি কাজ সম্পোর্ণ করলে ট্রিকবিডির মেম্বার বাড়বে বলে আমার মনে হয়।
(বাকি অংশ পরে – শব্দের সর্বোচ্চ ব্যবহার কন্ট্রলের জন্য পরের অংশে বাকিদার…)
১. ট্রিকবিডির সাপোর্ট টিমের (সাহায্য) রিপলাই পেতে একটু সময় লাগে। যেখানে রানা ভাইকে মেইল করলে এর আগেই রিপলে পাওয়া যায়। (অবশ্য ট্রিকবিডি সাপোর্ট টিমকে আমি দূষছি না। তাদের তথা আপনাদের আরো একটিভ থাকতে হবে- আরো কিছু সাপোর্ট মেম্বার এড করতে হবে।) (…..)
(বাকি অংশ পরে – শব্দের সর্বোচ্চ ব্যবহার কন্ট্রলের জন্য পরের অংশে বাকিদার…)
অন্যদেরকেও উৎসাহিত করুন।
১. ট্রিকবিডির সাপোর্ট টিমের (সাহায্য) রিপলাই পেতে একটু সময় লাগে। যেখানে রানা ভাইকে মেইল করলে এর আগেই রিপলে পাওয়া যায়। (অবশ্য ট্রিকবিডি সাপোর্ট টিমকে আমি দূষছি না। তাদের তথা আপনাদের আরো একটিভ থাকতে হবে- আরো কিছু সাপোর্ট মেম্বার এড করতে হবে।) (…..)
(বাকি অংশ পরে – শব্দের সর্বোচ্চ ব্যবহার কন্ট্রলের জন্য পরের অংশে বাকিদার…)
উল্টাপাল্টা মেইল করলে ঝামেলা হয়।
তবে নিজের ভাষায় পূর্বেকার পোষ্টের চেয়ে ভালোভাবে লিখলে কোনো সমস্যা নেই।
and display name Emon Hossain and see my post and user ID: 60461 plz give me author tnx admin
কমেন্ট না।
আমি ট্রিক বিডিতে দুটি ক্যাটাগরির অভাব অনুভব করেছি, ১।Graphics Design ২।Trainer Help. অনুগ্রহ করে বিবেচনা করে দেখবেন।
ধন্যবাদ! 🙂
তবে ভালো সাড়া পেলে ক্যাটাগরি খোলা হবে অবশ্যই।
আর ট্রেইনারদের জন্য আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে।
পোষ্টে এড করে দিচ্ছি।
তাছাড়া উনার নিজেরও চাকুরী আছে।
তাই পোষ্ট করার সময় হয়ে উঠেনা।
তাহলে সকলের উপকার হবে।
I Will try my best effort to follow these rules and also inspiring others to follow that…..
Thank You…..
Keep ahead Your Good Work…
সহযোগীতার আশ্বাস দেয়ার জন্য।
আপনার পরামর্শ মাথায় রাখবো আমরা।
যদি কমেন্টে পিক দেওয়ার সিস্টেম থাকতো তাহলে হয়তো ভালো হতো।
Asha kori comment a pic deyar system chalu korben.
১| ভাইয়া যদি এপ্স টা আপডেট হতো অনেক ভালো হতো। আর এপ্স এ কিছু প্রব্লেম আছে।
২| ভাইয়া একদিলে রিপোর্ট আর আরেকদিকে Good/working /e.t.c দিয়ে তাদের রিপোর্ট এর চেয়ে good হলে পোস্ট টা রাখা হলে ভাল হতো।
নাছাড়া কিছু শত্রু আছে আমার মত অনেকের ভাও।
আর কমেন্ট অনেকেই নিজের আইডি থেকে করে।
ফেইক পোষ্টে ওয়ার্কিং লিখে।
তাই আমরা রিপোর্টকে একটু বেশি গুরুত্ব দিই।
তবে আগে নিজেরা ট্রাই করে দেখি।
তারপর ব্যবস্থা নিই।
যেমন: আজকের ফ্রি এমবির ট্রিকের বিষয়টি।
সকলের উপকারটা মুখ্য হলেই হলো।
আশা করি শীঘ্রই এই সমস্যার কোনো ভালো সমাধান বের করতে পারবো।
ভাই পোষ্ট ইডেট এই সিষ্টেম + ডিলেট এর সিস্টেম টা অফ করে দিছে এটা চালু করে দিলে খুব ভাল হত। আগে কোন পোষ্টে ভুল হলে পরে সেটা আপডেট করে দেয়া যেত এখন সেটা আর যায় না । ইডেট এর সিস্টেম টা আশা করি আবার চালু করবেন। ধন্যবাদ
আমি রকি বলছি!!!সত্যিই আমার একটা ট্রিকবিডি ট্রেইনার আইডি ছিল:)কিন্তু তা কন্ট্রিভিউটর করে দেওয়া হয়েছে||কিন্তু রোহান ভাইয়ের আইডিটা কন্ট্রিভিউটর করায় ওনি আমায় অনেক কথা বলেছে।আসলে ওনার কোনো দোষ নেই ওনাকে প্লিয ট্রেইনার করে দিবেন।ওনি খুব ভালো মানুষ।
সুযোগ এখনো আছে।
সময় থাকতেই লুফে নিন।
অনেক গুছিয়ে পোষ্টটি লিখেছেন।
মাশআল্লহ অনেক সুন্দর লিখেছেন।
আর নিয়মগুলো মেনে চলার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
এই পোষ্ট দেখেও অনেকে লিখার সিস্টেম সম্পর্কে ধারণা পাবে।
তাই সাজিয়ে গুছিয়ে লিখা।
ধন্যবাদ আপনাকে।
তবে আমার পক্ষ থেকে একটা পরামর্শঃ
একদিন Dashboard এ স্ক্রোল করতে করতে আমার পোষ্টগুলো দেখছিলাম, তো হঠাৎ একটা পোষ্টের পাশে Trash লিখায় ক্লিক পড়ে পোষ্ট টা ট্রাশে চলে গেল!
তাই আমার মতামত কনো পোষ্ট ট্রাশ করার আগে yes or no পারমিশন চাইবে এমন কনো সিস্টেম করা হক।
তাহলে সবার জন্য অনেক ভালো হবে। এবং এক ক্লিকেই পোষ্ট ডিলেটের হাত থেকে রক্ষা পাবে।
আশা করি বিষয়টা বিবেচনা করে দেখবেন।
আবার অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা যায়।
অনেকটা রিসাইকেল বিনের মত।
তাই এই সিস্টেমের তেমন প্রয়োজনীয়তা নেই।
(প্রমাণ হিসেবে আমার পোষ্টগুলো দেখে আসতে পারেন)
কথাটা মাইন্ডে নিবেন না দোয়াকরে।
অতিভক্তি যদি চরের লক্ষন হয়,তাহলে আপনার মতো ভালো মানুষ হওয়ার কনো ইচ্ছে নেই আমার!
আপনি ট্রেইনার রিকুয়েস্ট পাঠিয়েছেন।
শীঘ্রই ফলাফল জেনে যাবেন আশা করি।
এতে আমরা যেকোনো বিষয়ে অনুসন্ধান করে দেখতে পারবো যে, সেই বিষয়ে কোনো পোস্ট আছে কিনা?
(ধন্যবাদ)
আপনি পিসি ভার্সনে এটি পাবেন।
এই সিস্টেম মোবাইল ভার্সনে এভেইলেবল নয়।
আপনার নিয়ম মেনে চলা হবে।
কিন্তু নিয়মগুলো শুধু আমার না।
আমার,আপনার,আমাদের সকলের।
আমরা যত বেশি মেনে চলবো,তত বেশি সাইটের উন্নতি করতে পারবো।
যথাশীঘ্র সম্ভব এটা ও বাস্তবায়ন করা হবে।
এটা পোষ্টে এড করতে ভুলে গিয়েছি।
এড করে দিচ্ছি।
তাই ফিল্টার করা হচ্ছেনা।
LoL=Laugh out Loud
অন্যদেরকেও মেনে চলতে সহযোগিতা করুন।
TrickBD-তে “Graphics Design” আর “Trainer Help” নামে দুটি ক্যাটাগরি থাকলে খুবই ভালো হতো! 🙂
কপি পেস্ট করলে তো আর হবেনা।
Ar Kal theke amar test exam duaa korben plz
তাই এখনো রিভিউ করা হয়নি।
মেইন এডমিনের মতামত লাগবে।
ধন্যবাদ আপনাদেরকে । কারন আপনাদের মতন কিছু মানুষের জন্য আমাদের মত কিছু ছোট ছোট লেখক তাদের জানা জ্ঞান গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।
ড্রাফ্টে থাকা পোস্ট গুলো পাবলিস করলে, আগের সেভ করা টাইমে পাবলিস হয়; এটা একটা গুরুতর সমস্যা! এই সমস্যার সমাধান চাই!
ধন্যবাদ! 🙂
এটা একটা সমস্যা।
আরো অনেকের অভিযোগ পেয়েছি।
আমরা সমাধানের জন্য চেষ্টা করবো।
support@trcikbd-com এ দেখি কেমন
সাড়া পাওয়া যায়!
নিয়মগুলা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর হ্যা ভাই অনেক ট্রেইনারের অনেক ফেক আইডি আছে।তারা নিজেরাই পোস্ট করে নিজেই ফেক আইডি দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে।
এটি বিষয়ে একটু আগেও কমেন্ট করা হয়েছে।
এই নামের আইডি থেকে কোনো কমেন্ট করে পারি না । এমন লেখা আসে Your comment is awaiting moderation. সমাধান চাই ।
ইনশাআল্লাহ।।
ভাই ইসলামিক পোষ্ট গুলোতো মাঝে মাঝে কপি পাস্ট করা হয়।।
এটা কি করা যাবে? শুধু মাত্র ইসলামিক পোষ্টের ক্ষেত্রে!!!
যদি অন্যরাও করে,তাহলে একই পোষ্ট বারবার হবে।
তাছাড়া টেক পোষ্টের পরিমাণ কমে যাবে।
ফলে পরিবেশ নষ্ট হবে।
গালিগালাজ হবে।
সাথে মাঝে মাঝে আমিও করছি,,
পোষ্টের উপর নজর রেখেই পোষ্ট করছি,,যাতে এক পোষ্ট ২বার না হয়।।।
ভালো থাকবেন,ভালো রাখবেন।
একটা পোষ্ট করে কেউ ট্রেইনার হয়না।
হয়তো তারা পুরাতন ট্রেইনার।
নতুবা পোষ্ট ডিলিট করেছে।
দয়া করে দেখবেন।
http/trickbd.com/author/sakil1212
bro see must…ok
ঝামেলাপূর্ণ কোনোকিছুই দেয়া যাবেনা।
রিপোর্ট পেলেই আমরা ব্যবস্থাগ্রহণ করবো।
ভাই পোষ্ট ইডেট এই সিষ্টেম + ডিলেট এর সিস্টেম টা অফ করে দিছে এটা চালু করে দিলে খুব ভাল হত। আগে কোন পোষ্টে ভুল হলে পরে সেটা আপডেট করে দেয়া যেত এখন সেটা আর যায় না । ইডেট এর সিস্টেম টা আশা করি আবার চালু করবেন। ধন্যবাদ
ভাই খারাপ কমেন্ট যে করবে তার বিরুদ্ধে Author রা সরাসরি admin কে complain করবে এটার নিয়ম করা উচিত
(সুধু commentra Riport korbe Author ra কি বসে থাকবে একটা পোস্ট লিখে কি সে অনেক বড় ভুল করে ফেলেছে)
এখন আর গালিগালাজ করতে পারবেনা…….
খারাপ শব্দ গুলো ব্লক করা হয়েছে
তখন আপনাদের যা কিছু বলার সব বলতে পারবেন।
এটাও আমাদের পরিকল্পনায় আছে।
ট্রেইনার কম্পিটিশনের সময় এই রুল কার্যকর করা হবে।
এখনো আমাদের অনেককিছু ডেভেলপ করতে হবে।
তাই সবকিছু একইসাথে করা যাচ্ছেনা।
এরকম কয়েকটা আইডি কিছুদিন আগেই ট্রেইনার পদ থেকে সরানো হয়েছে।
কমেন্ট/পোষ্ট করে মাঝেমাঝে নিজের এক্টিভিটি জানান দিতে হবে।
একাধিক আইডি খুলে যারা বসে আছে,এটা তাদের জন্য একটা ব্যবস্থা।
অনুগ্রহ করে যুক্তিহীন কথা বলবেন না! 🙂
পোষ্টে কয়েক হাজার ভিউ,অথচ কমেন্ট নেই।
ট্রেইনারদের মনোবল কি হ্রাস পাবেনা?
কিছু মনে করবেন না……….
কিছু মডেরেটর আছে যাদের আজ প্রযন্ত কোনো কমেন্ট ই দেখা গেল না……….
আপনাদেরকে কিছু বলতে গেলে আবার মুখ বন্ধ করে দিবেন তাই আর বললাম না
কিন্তু অযৌক্তিক হলেই ব্যবস্থা নিই।
ভালো প্রস্তাব।
এই সিস্টেমগুলো মেনে চললে এমনিতেই ভালো সাপোর্ট পাবেন।
তবে ভবিষ্যতে আরো লোক নেয়া হলেও হতে পারে।
প্রয়োজন অনুসারে।
হতো।
সাইটের অনেককিছুই ডেভেলপ করতে হবে আগে।
তারপর এই সিস্টেমের কথা ভাবতে হবে।
পোস্টের নিচে ব্যাক্তিগত দুই টা লিংক দেওয়া যাবে
আপনার সুবিধার জন্য দুইটা লিংক দেয়ার সিস্টেম আছে।
কিন্তু পোষ্টের শেষে।
এতে করে পোষ্টের কলেবর সুন্দর থাকবে।
আর আপনার সাইটের প্রচার ও হবে।
অন্যদেরকেও উৎসাহিত করুন।
আর,যথাসাধ্য চেষ্টা করবো।
এই সমস্যাটি আমরাও ফেস করছি।
আপনি সরাসরি এডমিনকে মেইল করুন।
তাহলেই ভালো হবে।
আশা করি সকলে রুলস গুলা মেনে চলবে।
অন্যদেরকেও উৎসাহিত করুন।
আপনার পোষ্টে থাম্বনেইল পর্যন্ত নেই।
অন্যদেরকেও উৎসাহিত করুন।
সকলকে উৎসাহিত করুন।
আপনি এই পোষ্টে দেয়া নির্দেশনাগুলো মেনে পোষ্ট করার চেষ্টা করুন এবং লিংক এর মাধ্যমে ট্রেইনার রিকুয়েস্ট করুন।
ট্রেইনার পদ পেয়ে যাবেন।
চেক করে জানাচ্ছি।
মেইল করার জন্য নতুন নিয়মগুলো মেনে মেইল করুন।
আমাদের রিপ্লাই দিতে সুবিধা হবে।
আর আপনার পোষ্টগুলোর মান ঠিক নেই।
টপিক নির্বাচন ও যথাযথ হয়নি।
আরো ভালো করুন।
দুটোই সমান ভাবে থাকতে হবে।
একটিতে তো স্ক্রিনশটই নেই।
wait untill admin reviews your posts. í ½í¸í ½í¸í ½í¸
í ½í¸
???
আর পোষ্টে লেখার পরিমান বৃদ্ধি করুন।
এপ রিভিউ দিলে স্ক্রিনশটের চেয়ে লেখা বেশি হওয়া জরুরি।
সেটা আমরা করে থাকি।
কিন্তু সেজন্য আপনাদের নোটিফিকেশন চেক করতে হবে।
কিন্তু মানহীন পোষ্ট ও আছে।
খুবই ছোট আর স্ক্রিনশট বিহীন।
আপডেট করুন।
কিন্তু নিয়মানুযায়ী কমপক্ষে তিনটি মানসম্মত পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট করতে হবে।
ট্রেইনার রিকুয়েস্ট লিংক পোষ্টে দেয়া আছে।
কিন্তু পোষ্টে দেয়া লিংক এর মাধ্যমে ট্রেইনার রিকুয়েস্ট করবেন।
Ami aro 2 ti post korbo ajkei but jodi valo lage taile Ami kokon author hobo?
সময় পেলে সবাইকেই রিপ্লাই দেয়ার চেষ্টা করি।
অবস্য আমি যেই পোস্ট করবো সেই পোস্ট টি এডমিন প্যানেল এর করা উচিত ছিলো
পরের বার থেকে সঠিক নিয়মগুলো মেনে পোস্ট চালিয়ে যাবো।
Thanks@Trickbd-support-Team
bt amar ek friend aro 1week agey user req kora silo bt ekhon o id pay nay ektu dekhle vlo hoto
আর একটা অনুরোধ , কমেন্টে যেন screenshot সহ কমেন্ট করা যায় এটাও একটু দেখিয়েন কারণ লিখে সবকিছু author কে বুঝানো যায় না ।
ধন্যবাদ
আগে পড়ালেখা পরে বাকিসব।
তবে একটা রিকোয়েস্ট ট্রিকবিডি মোবাইল ভার্শনে যদি সার্চ সিস্টেম থাকত তাহলে অনেক সুবিধা হত।
নতুন আপডেটে এড করা হতে পারে।
আপাতত মোবাইল ভার্সনের জন্য রিয়াদ রক্স এর দেয়া ট্রিক্স ফলো করুন।
ei rokom notification ashe
ERROR: Please enter an email address. ?
আমি সব নিয়মই মানব।ধীরে ধীরে আমি ট্রিকবিডির অনেক বড় ফ্যান হয়ে যাচ্ছি।ট্রিকবিডি আরও এগিয়ে যাক এটাই আমার কামনা।স্যালুট ট্রিকবিডি টিম..
Amr Mone Hoi..Trickbdr K R O Ageiye Niyar Jonno Top Monthly Author Der Payment System Korle Valo Hoto..Becz Amra Sobai Student.Sobai Leka Pora Kori Pasapasi Internet o Bebohar Kori…But Amader mbr koros Ta Dey K…All Time Babar Kas Teika Niya Net Salai Taile Eita Amader Big Prblm….So Ami Bolte Sai Trickbd Te Payment System Ta On Korle Valo Hoto .Taile Author Ra Valo Valo Mansommoto Post Korto…Trickbd R O Ageiya Jaito…..
Sorry Amr Ei Comment Er Jonno….
কিন্তু মানসম্মত পোষ্টকারীদের দেয়া হবে।
টপ ট্রেইনার পোষ্টের ভিত্তিতে হয়।
আমরা দেখবো মান।
যেমনঃপর্যায়।
আপনিতো আমাকে বলেছিলেন রিভিউ করবেন?
ভাই আমার পরে কমেন্ট করা অনেকের পোস্ট পাবলিশ করে দিছেন। কিন্তু আমার গুলো রিভিউ করেন নাই এটা কি ঠিক হলো?
এই কথাটা আমাকে না আপনাকে বুঝাচ্ছেন?
apni ki rana vai
ami 100% apni rana vai, pls mitha kotha bolben na
apni ki rana vai
ami 100% apni rana vai, pls mitha kotha bolben na…
তারা সবসময় বলে “ট্রিকবিডি একটি থার্ড-ক্লাসের সাইট এবং এর ভিউ নকল যা এডমিনরা কন্ট্রল করে”।
তাদের কে যদি Invite করার ব্যবস্তা করা যেত তবে ভালো হতো!
আপনাকে দেয়া নোটিশের ও আছে।
তাছাড়া,আপনাকে কিসের ভিত্তিতে ট্রেইনার করা হয়েছিলো,মনে আছে?
নিশ্চিন্তে দিতে পারেন।
কিন্তু সবাই অথর হলে, কন্টিবিউটর থাকবে কারা..???
জাতি জানতে চাহেন?
তো , হাসেন….
হা,হা!!!!!??
ব্যান কি নগদে খাবেন?
নাকি বাকিতে নেক্সট টাইমের জন্য রাখবো?
যেমন কেউ যদি রুল অমান্য করে তাকে বুজিয়ে বলতাম ইত্যাদি
কোনো কিছুর প্রমাণ পেলে প্রমাণসহ মেইল করবেন।
প্লিজ একটু দেখেন…………………
তার উত্তর পেলাম না
তাই আপনার সাপোর্ট প্রয়োজন………….
হ্যাঁ আমার নামে প্রমাণ সরুপ কোনো অভিযোগ পেলে সরাসরি সাস্তি দিবেন
ভাই গালিগালাজ আর করতে পারবে না
অই শব্দ গুলো ব্লকে রাখা হয়েছে
পরের বার থেকে সঠিক নিয়মগুলো মেনে পোস্ট চালিয়ে যাবো।
Thanks@Trickbd-support-Team
I love trickbd.com
akta help lagto !
keo ki janen kivabe symphony h60 te multiwindow use krbo ??
Phone root+ xpoosed install kora ache !
thanks
Vlo kicu dear chasta kori & future korbo
স্বাগতম।
মানসম্মত পোষ্ট করবেন।
করবে বাট আমি তার আগেই পোস্ট টি
করলাম পোস্ট টি দেখলেই বুজবেন আমি কি বলছি
সাথেই থাকুন।
বৃদ্ধি করুন।
কমপক্ষে ১০০ শব্দে লিখার চেষ্টা করুন।
আমাদের তো দিব্যি দেখা যাচ্ছে।
ট্রিকবিডি ইডিটরের (স্বাধীন) ফেইসবুক প্রোফাইলে নতুন আপডেটে কি কি ফিচার আনা প্রয়োজন,
তা নিয়ে জরীপ চলছে।
ওখানে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।
আর না হলে মডেরেটর ভাই বলেছিল পোস্ট রিভিউ করবে বাট কোনো খবরই নাই।
এত কষ্ট করে পোস্ট করলাম আশা নিয়ে।
২টা পোস্ট করলাম ফ্রি নেট নিয়ে।
৩ টা করলাম [SEO] নিয়ে।
১ টা করলাম ফেসবুক নিয়ে।
আর শেষ একটি করলাম টেকনোলজি নিয়ে।
কিন্তু কনফার্ম করতে সময় লাগবে।
কপি পেস্ট আর নিয়মকানুন সব মেনে করেছেন কিনা যাচাই করতে হবে।
শেষ পোষ্টের টপিক টা ভালো নয়।
স্ক্রিনশট দিয়ে অপারেটর নিউজ শেয়ার করতে বারণ করা হয়েছে।
২০১৪ সালের পোষ্ট কপি করে পোষ্ট করেছেন।
দুঃখিত।
নিয়মানুযায়ী ট্রেইনার করা যাবেনা।
চেষ্টা চালিয়ে যান।
সফল একদিন হবেনই।
এটা পোষ্টেই উল্লেখিত আছে।
আগে ট্রেইনার রিকুয়েস্ট করুন।
আমরা শুধুমাত্র ট্রেইনার রিকুয়েস্ট থেকেই পোষ্ট রিভিউ করি।
সুতরাং এখানে কমেন্ট করে কোনো লাভ হবেনা।
তাছাড়া টপিক ও তেমন একটা সুবিধের না!
ইউনিক পোষ্ট করলে ভালো হয়।
এই পোষ্ট পড়ুন।
লেখার সময় কাজে আসবে।
কিন্তু পোস্ট গুলো তো গুছানো আর Screen Shot দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর Youtube এর সকল গুরুত্বপূর্ণ Trick পোস্ট করব। কিছু ছোট হবে আবার কিছু প্রচুর বড়।
ভাই আমাকে Autor হওয়ার একটা সুযোগ দেন। টিউনার কম্পিটিশন এ আমি ভালো পর্যায় এ না থাকলে আমাকে ব্লক করে দিয়েন। কিন্তু একটা সুযোগ তো দিয়ে দেখুন।
ar ha apnader mail dile reply den na kno
সময়স্বল্পতার কারণে সময়মত সবাইকে রিপ্লাই দেয়া হয়না।
তবে যারা পোষ্টের উল্লেখিত নিয়মগুলো মেনে মেইল করে,তাদেরকে আগে রিপ্লাই দেয়ার চেষ্টা করি।
প্রোফাইল রিভিউ করলে ট্রেইনার পদ দেয়া হবে।
এতে কিছুদিন সময় লাগবে।
এরই মাঝে আপনি পোষ্ট করতে থাকুন।
আমাদের কিছু প্রবলেম থাকায় সময়মত সবদিক সামলাতে পারছিনা।
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
আপনার পোস্ট এ একটা ভুল পেয়েছি।?এইযে বললেন ১মাস পর Trainer Request করা যায়…আমি ১ বছর আগে করেছিলাম। এখন ও pending… ?এটাতো হল না….সত্য মনে না হলে দেখুন আবার..?.
কমেন্ট/সুপারিশের মাধ্যমে ট্রেইনার করলে এটি করা যায়না।
তাই বর্তমানে আমরা ট্রেইনার রিকুয়েস্ট কমেন্ট এর মাধ্যমে একসেপ্ট করছিনা।
যাতে আপনাদের এধরণের অসুবিধায় পড়তে না হয়।
আপনার মত আরো অনেকেই এই সমস্যায় ভূগছে।
এটা আপনাদেরই দোষ।
কমেন্ট করে ট্রেইনার করার জন্য রিকুয়েস্ট করেন।
ফলে যা হওয়ার তাই হয়।
নিজে মেনে চলুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।
আমি ১ বছর আগে Trainer Request করছিলাম। কিন্তু পোস্ট খারাপ হওয়ায় আমি Autor হতে পারি নি। কিন্তু আমি এখান সব ভালো ভালো পোস্ট করছি। TrickBD তে যতগুলো Youtuber আছে সকলকে Youtube বিষয়ক তাদের জানা অজানা সকল কিছু শেয়ার করতে চাচ্ছি। Already 2 টা পোস্ট করছি Youtube সম্পর্কে। আর আগের আছে ৩-৪ টা।
এবার Trainer Request দিতে চাচ্ছি। কিন্তু ১ বছর আগে যে Trainer Request করছিলাম সেটি এখনও Pending দেখায়। যার ফলে কোন Request পাঠাতে পারছি না। এখন আমার কি করা উচিৎ। আশা করি Reply করবেন। ধন্যবাদ।
আমাদের কিছুই করার নেই।
ভালো কাজের ইচ্ছে থাকলে চেষ্টা চালিয়ে যাবেই।
স্বার্থপর,ধোঁকাবাজদের স্থান ট্রিকবিডিতে হবেনা।
Mr.Moderator?;
etar solution ki hone kokhono?????naki reply diben na??
কিন্তু যারা অসৎ তারা স্বার্থ ছাড়া কিছুই করবেনা।
এটাই নিয়ম।
ভালোদের আমরা সবসময় সাদর সম্ভাষণ জানাই।
তারা নিজেরাই থাকবে যদি উপকার করার ইচ্ছে থাকে।
তবে আমরা তো তাদের জন্য সুযোগ করে দিচ্ছিই।
যাদের বাতিল করা হয়েছে,তাদের আবার সুযোগ দেয়া হচ্ছে।
ট্রেইনার কম্পিটিশন চালু করা হচ্ছে।
মেসেঞ্জিং সিস্টেম চালু করা হচ্ছে।
ভোট দেয়ার সিস্টেম চালু করা হচ্ছে।
আরো কত কি!
আর কি চাই?
যার ইচ্ছে সে থাকবে আর যার থাকতে ইচ্ছে করবেনা সে যাবে।
কিন্তু থাকলে সাইটের নিয়ম মানতে হবে।
আর সাইট টা এগিয়ে নেওয়ার লক্ষে আমার একটা টপিক হল। কমেন্ট এ ssদেওয়ায়ার সিস্টেম টা চালু করা হক।ধন্যবাদ
আমি রানা নই।
আর আমরা ট্রেইনারদের মনোবল বাড়াতে ভোট সিস্টেম চালু করছি।
তাই হিংসে করলেও কিছু হবেনা।
স্ক্রিনশট দেয়ার সিস্টেম করার চেষ্টা চলছে।
প্রবলেম কি তা জানানো হয়েছে।
আমি ত এক্টা post এ কমেন্ট করে লিঙ্ক দিলাম।
কিন্তু তবু অ ত “your comment awaiting for modaration” আসে.
স্প্যাম ফিল্টার।
আমরা দেখে Approve করি।
ami new Author
iphone এর i-claud lock এর বাইপাস, বা i-claud unlock সম্পর্কে কারো ধারনা তাকলে একটু আমায় বলবেন plz জরুরী, আমার fb :– (mh.mahin.100)
তবে খুবই কষ্ট পাচ্ছি আপনাদের ছেড়ে চলে যেতে। যদি কোনো ভুল করে থাকি তাহলে সবাই মাফ করে দিবেন। আজকে সন্ধ্যার পর Trickbd তে আর থাকব না। আর যদিও কোনো দিন কথা হই এখানেই হবে। আবার কোন সময় যে ট্রিকবিডিতে আসি কোনো ঠিক ঠিকানা নেই।
তাই যাবার আগে বলছি যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন।
২০১৪ সালের পোষ্ট কপি করে পোষ্ট করেছেন।
দুঃখিত।
নিয়মানুযায়ী ট্রেইনার করা যাবেনা।
চেষ্টা চালিয়ে যান।
সফল একদিন হবেনই।
তো মেইলের রিপ্লেটা কি দেই সেটা বলবেন।
?????????????
ভাই আমি এখন একটা মানসম্মত, কাজের এবং একেবারেই কপিমুক্ত মানে এমনকি গুগলেও নেই এমন একটা পোস্ট করেছি। প্লিজ পাবলিশ করেন?
আর সকালে আরেকটা পোস্ট করব।
ভাই প্লিজ এখন যে পোস্টটা করছি এটা পাবলিশ করে দেন? প্লিজ সবার কাজে আসবে পোস্টটা।
এই পোষ্ট ভালোভাবে পড়ে সে অনুযায়ী পোষ্ট করার চেষ্টা করুন।
তাহলে ট্রেইনার নিশ্চিত।
ধন্যবাদ।
ট্রিকবিডিকে এগিয়ে নিয়ে জাবো
ফলে দেখতে আর পড়তে ভালো লাগেনা।
পোষ্টের পরামর্শগুলো পড়ে লেখার মান আরেকটু বাড়ান।
যারা পোষ্টের মান ভালো করার টিপস চায়,তাদেরকে এই পোষ্ট ফলো করতে বলুন।
স্ক্রিনশট এড করার সিস্টেম পোষ্ট করার নিয়মে এড করে দেয়া হবে।
আর যাদের স্ক্রিনশট শো করেনা,তারা হয়তো সঠিকভাবে স্ক্রিনশট দিতে পারছেনা অথবা এটি আমাদের সাইটের কোনো সমস্যা।
সঠিকভাবে বলা সম্ভব হচ্ছেনা।
পোষ্টে লেখার চেয়ে স্ক্রিনশট বেশি………………..এটা
আপনাদের পোষ্ট রিভিউ করে করেছি।
অনেকে আবার বেশি কমেন্ট করায় ট্রেইনার করেছি মনে করতে পারে।
তাই বিষয়টি ক্লিয়ার করলাম।
ফলে দেখতে আর পড়তে ভালো লাগেনা।
পোষ্টের পরামর্শগুলো পড়ে লেখার মান আরেকটু বাড়ান।
ভাই এই কথাগুলো কি আমাকে বলেছেন নাকি Darkspider কে?
যেমন Adf ly এর লিংক, কিংবা অন্য কোন সাইটের।যদি জানাতেন ভালো হতো।
বাকিগুলো রিভিউ করে মানসম্মত হলে ট্রেইনার করা হবে।
এরই মাঝে সম্ভব হলে আরেকটি পোষ্ট করুন।
আপনার দ্বিতীয় পোষ্টের টপিক মানসম্মত নয়।
বললাম পোস্টেরর মাঝে লিংক গুলো কি শর্ট করে দেওয়া যাবে Adf Ly এর সাইটের মত যে সকল সাইট আছে ওগুলোর লিংক কি দেওয়া যাবে। দয়া করে জানান
তাই সময়মত রিপ্লাই দিতে পারবেনা।
কিছুদিন আমাদের সাপোর্ট পেতে একটু ঝামেলা হবে।
সবাই একটিভ থাকতে পারবেনা।
প্লিজ, আর কত অনুরোধ করব ভাইয়া,, প্লিজ?
so I can not active
কোনো ছবি দিয়ে এড দেয়া যাবেনা।
নির্দেশনাগুলো ভালোভাবে পড়ুন।
সবই দেয়া আছে।
r jodi kharap lage taholeo boilen please…
করছি। আমাকে Author বানান বা
আমার পোস্টটি পাবলিশ করুন।
আমি ট্রিকবিডির নিয়ম মেনে
চলার চেস্টা করব।
Author দের পোস্ট Edit করার ক্ষমতা দিলে ভাল হত, কারণ পোস্ট করার সময় যুদি কোন কিছু মিস থাকে তাহলে পরে পোস্ট এডিট করে সেটা ঠিক করতে পারবে।
তাই আমার অনুরধ যুদি সম্বব হই তাহলে Author দের পোস্ট Edit করার ক্ষমতা দিবেন।
trickbd.com/wp-admin e giye post view and edit korte parben…
আপনাদের নামে fb তে ফেক আকাউন্ট খুলা হয়েছে।তারা বিভিন্ন ভাবে মানুষ কে বিভ্রান্ত করতেছে
সেটি পাবলিশ করে দিলাম।
বাকিসব কপি পেস্ট/স্প্যাম।
আমাদের সব সিস্টেম ডিফারেন্ট।
মনে হলে publishe কইরেন।
tnx in advance
ধন্যবাদ আপনাদেরকে । কারন আপনাদের মতন কিছু মানুষের জন্য আমাদের মত কিছু ছোট ছোট লেখক তাদের জানা জ্ঞান গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।
প্লিজ রিভিউ করেন।
মানসম্মত কিনা সেটা আপনারাই বিচার করবেন।
ধন্যবাদ
সাথে আছি থাকব
আপনারাও আমাদের সাহায্য করুন।
যে পোষ্টে নিয়মের বাইরে গিয়ে কিছু করা হয়,সে পোষ্টে কারণসহ রিপোর্ট করুন।
আমাদের খুঁজে পেতে সুবিধে হবে।
ট্রান্সলেট করে দিয়েছেন।
ফলে বাংলা নাকি অন্য কোনো ভাষা বুঝাই যায়না!
তবে পোষ্টের স্টাইল ঠিক আছে।
পাবলিশ তো করা হবেই,সাথে তিনটি/এর বেশি মানসম্মত পোষ্ট পেলে ট্রেইনার ও করা হবে।
দরকার নেই।
গুগলসার্চ করলেই তো সবকিছুর লিংক
পাওয়া যায়।
একটু কষ্ট করে সার্চ করে লিংক দিবেন।
এতে আপনার মেগাবাইট ও সাশ্রয় হবে।
এন্ড্রয়েড এপ এর ওল্ড ভার্সন লাগলে
uptodown এ দেখতে পারেন।
সব ভার্সনের পাবেন।
লিংক দেয়া আছে।
তবে এর পাশাপাশি আমারো একটা বিষয় জানার ছিলো,
বর্তমানে ট্রিকবিডিতে অথর এর সংখ্যা কত?
আশা করি রেপ্লাই দিবেন
সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
আশা করছি শীঘ্রই এই সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা করতে পারবো।
পোষ্ট না পড়েই কমেন্ট করতে ব্যস্ত হয়ে গেলেন।
আফসোস!
তাই মেনশন করার প্রয়োজন অনুভব করছিনা।
কোনো পোষ্টে অনিয়ম দেখলে/খারাপ কমেন্ট দেখলে রিপোর্ট করে সরাসরি আমাদেরকে জানান।
আমাদের ব্যবস্থাগ্রহণে সুবিধা হবে।
দেখছি…….
শান্তির মা বেঁচে থাকলে অনেক শান্তি আসবে।
ধৈর্য ধরুন।
আমাদের কিছু অসুবিধা থাকায় এখন মেইলের রিপ্লাই/ট্রেইনার রিকুয়েস্ট রিভিউ করতে দেরি হচ্ছে।
সেজন্য আমরা দুঃখিত।
মনে রাখবেন,
“সবুরে মেওয়া ফলে”
তেমন কোনো পরিবর্তন তো চোখে পড়লোনা!
এই পোষ্ট পাবলিশ করলে অনেকেই কটু কথা বলবে।
তখন আপনার নিজেরই খারাপ লাগবে।
লেখাগুলো নিজের মত করে লিখুন।
কোনোকিছু সহায়তা ছাড়া।
অনেক ভালো হবে।
সবাই তো ওভাবেই হচ্ছে।
এই নোটিশ পোষ্টটি পড়ে সে অনুযায়ী লিখুন।
আমি যদি আমার পোষ্ট গুলোতে থাম্বনেইল এড করে
পোষ্ট গুলো যদি আর একটু গুছিয়ে করে যদি X ট্রেইনার রিকুয়েস্ট করি তাহলে কি আমি ট্রেইনার হতে পরবো
নিয়মানুযায়ী মানসম্মত পোষ্ট করলে হতে পারলে।
আর ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে।
পড়লে এই কমেন্ট করার কথা না।
ভাইয়া আমি ২টা পোস্ট করছি একটু দেখেন প্লিজ
এটা যদি শত্রুতামূলক কিছু হয়?
আপনি রিপোর্ট করে আইডি ব্যান করাতে চাচ্ছেন এরকম হলে?
তাই আমাদের সবদিক বিবেচনা করেই ব্যবস্থাগ্রহণ করতে হয়।
আর আপনার রিপোর্টগুলো পুরাতন পোষ্টের।
তবে,ওয়ার্নিং দেয়া হয়েছে।
ভবিষ্যতে এরকম করলে সোজা ব্যান।
সবসময় সাথেই থাকুন।
যেমন:
আসসালামু আলাইকুম,মাস্ক,ফেইস…..ইত্যাদি।
ভুল কম হলে ইডিট করে পাবলিশ করে দিতাম।
মডারেটর ভাইজান,পোস্ট করে কমেন্ট করতে বলল।
অথচ তেনাদের কোনো সারাই পেলাম না।
এসএসসির অপারেশন বাদ দিয়ে,এত কষ্ট করে পোষ্ট লিখে সময় নষ্ট করে কোনো লাভই হল না।
নোটিশ পোষ্ট পড়ে সে অনুযায়ী মানসম্মত পোষ্ট করার চেষ্টা করবেন।
সম্পুর্ন রুল মেনেই পোস্ট করব
আমি কপি মুক্ত পোষ্ট করেছি
আমি কপি মুক্ত পোষ্ট করেছি।।।
আমাদের কিছু সমস্যার কারণে সময়মত সবকিছু করা সম্ভব হচ্ছেনা।
পুরোপুরি সাপোর্ট পেতে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে সবাইকে।
যারা কমেন্ট করছে,তাদের সবাইকে জানিয়ে দিন।
“একটু অপেক্ষা করুন।
আমাদের কিছু সমস্যার কারণে সময়মত সবকিছু করা সম্ভব হচ্ছেনা।
পুরোপুরি সাপোর্ট পেতে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে সবাইকে।
যারা কমেন্ট করছে,তাদের সবাইকে জানিয়ে দিন।”
কিন্তু মানসম্মত পোষ্ট না হলে কিভাবে ট্রেইনার করি বলুন তো?
যাদের এরকম সমস্যা,তাদের জন্যই এই পোষ্ট।
যদি দেখা যেত বর্তমানে ট্রিকবিডিতে কয়জন এক্টিভ (Online) এ আছে ।।
ব্রো আমি কলেজ হোস্টেল এ থাকি তাই আমি ফোন ইউজ করতে পারিনা,,, সেজন্য আমি ট্রিকবিডিতে সময় দিতে পারিনা।। সেজন্য আমি দুঃখিত,,, আশা করি ফিরে এসে সবাইকে হেল্প করতে পারব,
আর এখন ফ্রি নাকি আপনি?
আর আপনার বাসা কোথায়?
কলেজ হোস্টেল মানেই জেলখানা থেকে আরো বড় বিষয়!
অথচ আমার ইমেইল এড্রেস দেওয়া আছে । দয়া করে আমার সমস্যাটা সমাধান করার জন্য অনুরোধ করা হলো ।
নয় আপাদত পোস্টটা পাবলিশ করে দিন। Please TrickBD Support.