ইমেইল পরিবর্তন
অনেকেই আছেন দীর্ঘদিন ধরে আমাদের মেইল করছেন ইমেইল চেঞ্জের বিষয়ে।
কিছু জটিলতা এবং প্রতারণার আশঙ্কায় এই বিষয়টি সরাসরি এডমিনদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।
ফলে শতশত ইস্যু/মেইলের ভীড়ে এই বিষয়টিতে সাপোর্ট খুব কম মেম্বারই পেয়েছে।
তবে, সকলের চাহিদার কথা বিবেচনায় এনে আমরা আপনাদের একটি ফর্ম প্রদান করছি যেটি সঠিকভাবে পূরণ করলে আপনি আপনার ট্রিকবিডি একাউন্টের মেইল চেঞ্জ করতে পারবেন।
এই ফর্মটি পূরণের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেনো কেনো তথ্য ভুল না হয়।
অন্যথায় আপনার আবেদন না-মঞ্জুর হতে পারে।
বিস্তারিত নির্দেশনা ফর্মে দেখতে পাবেন।
অনেকে ভুলভাল তথ্য দিয়ে পূরণ করছেন। আপনাদের রিকুয়েস্ট এপ্রুভ করা হবেনা এবং আইডিগুলো মার্ক করা হবে সন্দেহজনক কার্যকলাপের কারণে।
ফর্ম পূরণের পর আপনাদের আইডিতে নোটিফিকেশন যাবে। তখন যদি আপনারা পূরণ না করে থাকেন তো [email protected] এ দ্রুত জানাবেন।
এই ফর্মটি আপনার আইডির জন্য ভেরিফিকেশন মেথড ও বলতে পারেন।পরবর্তীত সময়ে একই তথ্য দিতে না পারলে কোনো আবেদন গৃহীত হবেনা।
সুতরাং এই সিস্টেমে প্রতারণা শতভাগ এড়ানো যাবে।
আমরা চাই না কোনো সম্মানিত লেখক অনাকাঙ্ক্ষিতভাবে তার প্রিয় আইডিটি হারিয়ে ফেলুক।
তাই কিছু গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য চাওয়া হবে।
তবে তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত থাকা যাবে।ফর্ম লিংক-আপাতত অফ আছে: Email Change Form
ক্যাটাগরি আপডেট
ট্রিকবিডিতে আপনাদের পরামর্শের ভিত্তিতে মুভি রিভিউ নামক একটি ক্যাটাগরি এড করা হয়েছে।
এখন থেকে আপনারা ঐ ক্যাটাগরিতেই মুভি রিভিউ পোস্ট করবেন।
তাছাড়া যারা আগে মুভি রিভিউ পোস্ট করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা দয়া করে ক্যাটাগরি ঠিক করে নেবেন।
কিছুটা সময় ব্যয় করে এই কাজটা করলে পরবর্তীতে উপকৃত হবেন।
রিওয়ার্ড/বোনাস সিস্টেম
ইদানীং অনেক লেখক দেখা যাচ্ছে দিনে অনেকগুলো পোস্ট করছেন কিন্তু যা মানসম্মত নয়।
তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা পরিমাণে কম হলেও মানসম্মত পোস্ট করুন।
অনেকে দেখবেন পোস্ট করে কম কিন্তু রিওয়ার্ড পায় বেশি।
আবার অনেকে বেশি পোস্ট করেও এক্সট্রা কোনো রিওয়ার্ড পায় না।
এটা আসলে আপনাদের কারণেই হয়ে থাকে।
যদি মানসম্মত পোস্ট করেন তাহলে আমরা চেক করে যদি পরিচ্ছন্ন একাউন্ট দেখি তাহলে ৫০-১০০ টাকা ও এক্সট্রা বোনাস এড করে দিই।
এর সাথে তো রেগুলার পেমেন্ট পাবেনই।
বিষয়টি বেশিরভাগেরই জানার কথা না।
এখন থেকে চেষ্টা করবেন যাতে আপনার একাউন্ট পরিচ্ছন্ন থাকে এবং পোস্টগুলো নীতিমালা অনুযায়ী মানসম্মত হয়।
আর হ্যাঁ, আগের পোস্টগুলোর ক্যাটাগরি ঠিক করে নেবেন।
স্পেশাল আপডেট
আশাকরি আপনারা [email protected] থেকে নিয়মিত মেইলের রিপ্লাই পাচ্ছেন এবং ট্রিকবিডিতে প্রতিনিয়ত নতুন নতুন লেখক আসছে।
আমরা সবকিছুকে পুনরায় ঢেলে সাজাতে চেষ্টা করছি।
হয়তো সামনে ট্রেইনার কম্পিটিশন ও আসতে চলেছে।
তাই সকলে এখন থেকে এলার্ট হোন।
যারা নিয়মিত একটিভ থাকবেন, তাদেরকে স্পেশাল কিছু প্রায়োরিটি দেয়া হবে।
এখনো দেয়া হয়। যেমন, তারা মেইল দিলে আমরা সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং পরামর্শ/অভিযোগগুলো খতিয়ে দেখি।
তাই সবাই চেষ্টা করবেন ট্রেইনারদের উৎসাহ দিতে এবং অসংগতি দেখলে অভিযোগ জানাতে।আপনাদের মধ্যে যারা লিডার বোর্ডের টপ ২০ তে আছেন তারা দয়া করে [email protected] তে আপনার আইডি লিংক এবং লিডার বোর্ডে পজিশনের স্ক্রিনশট সহ মেইল করবেন।
পরবর্তীতে কেউ এই পজিশনে এলেও মেইল করবেন।
আজ এতটুকুই রইলো। পরবর্তী আপডেট জানিয়ে দেয়া হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।
★ইমেইলের সাথে কি ইউজার নেম চেঞ্জ করার কোন উপায় আছে?
★ট্রিকবিডিতে একাউন্ট খোলার পর একবার পাসওয়ার্ড পরিবর্তন করলে সেই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আর মোবাইল এপ্লিকেশন এ লগিন করা যায়না।পাসওয়ার্ড ভুল দেখায়। এই সমস্যাটি দীর্ঘদিনের। এর কোনো সমাধান কি পাব আমরা?
★লিডারবোর্ড কোথা থেকে দেখা যাবে? স্পেশাল কোনো লিংক থাকলে প্রোভাইড করবেন কাইন্ডলি।
★অথরদের অনেক ভাল পোস্টেও অনেক সময় খারাপ কমেন্ট চলে আসে। এরকম কমেন্টকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেয়া যায়না?
১. এখনো নোটিফিকেশন পাওয়া যায়। মোবাইল এপের ক্যাটাগরির পাশে বেল আইকন আছে। ওখান থেকে সেটিং করে নিবেন। তারপরেও না হলে আপনার ফোনে নোটিফিকেশনের পারমিশন দেয়া নেই।
২. জ্বি, না। এখনো ইউজারনেম চেঞ্জ করার অপশন আনা হয়নি।
৩. এই সমস্যাটি নিয়ে ডেভেলপার টিম কাজ করছে। আপডেট আসলে ফিক্স হবে।
৪. এখান থেকে https://trickbd.com/leaderboard
৫. খারাপ কমেন্ট করলেই একশন নেয়া হয়। আমাদের মেইল সবসময় চালু রয়েছে। যারা অভিযোগ করে তাদেরগুলো কিন্তু দেখা হয়।
লিডার বোর্ডে থাকলেই হবে।
যেমন খেয়াল করলাম প্রতি কমেন্টে ৩ পয়েন্ট করে অ্যাড হয়।
আবার লিডার বোর্ডের প্রথম জন উনার পোস্ট এর সংখ্যা অনুযায়ী পয়েন্ট অনেক বেশি ৫০k+?
যদিও উনাকে পেনাল্টি দেয়া হয়েছে অসদুপায় অবলম্বনের জন্য।
নতুন আইডিঃ https://trickbd.com/author/s8n
একজন একটি আইডি থেকেই থাকার নিয়ম।
দুঃখিত।
আগের সেই লিজেন্ড অথর দের অনেক মিস করি
Update This Page.
And, Change theme too! Coz, sometime it load as mobile version, sometime as desktop version!
Please check.
সব ব্রাউজারেই আছে।
2mash hobe kisu din por withdraw disi payment pai nai
apni aktu check kora payment ta den
aktu admin ke dekhar jonno bolben
ami just akta new movie er hindi fan dub share korsi
মুভি রিভিউ কিভাবে লেখে তা জানার জন্য Redwan ভাইয়ের পোস্ট দেখুন।
এই ক্যাটাগরিতে শুধু হাই কোয়ালিটির পোস্ট এলাউড হবে।
এরকম পোস্ট করা যায় কিনা দেখুন।
আমার খুব প্রয়োজন মেইল পরিবর্তন করার।
এর আগে আমি ট্রিকবিডি সার্পোট টিমকে মেইল করেছিলাম।
দয়া করে ফর্ম পেজ লিংক ঠিক করেন।
link plz
eaening post allow kina?
আর্নিং পোস্ট করলে বিপদে পড়তে পারেন।
ar vai earning post e ki kharap ase onek offer ase jeta payment dei amrs share korle tader o income hobe
aktu bepar ta dekhben
কিন্তু কেউ যদি মিস করে তাহলে ট্রেইনার পদ বাতিল করা হয়।
এয়ারড্রপ, শুধু রেফার করে ইনকাম, এগুলো নিষিদ্ধ।
https://youtu.be/b9_fEwmmAj8
না হলেও সমস্যা নেই।
তথ্য দিয়ে ভেরিফাই করতে পারবেন পরে।
টেনশন নেয়ার কিছু নেই।
দুই মাস আগে মেইল পরিবর্তন এর জন্য ফরম ফিল আপ করেছি অথচ ট্রিকবিডি কোন পদক্ষেপ নেইনি??
আদেও কি মেইল পরিবর্তন হবে??
post
hyse
দয়া করে আগে নীতিমালা পড়ে তারপর পোস্ট করবেন।
আমার পোস্ট আর নিচের লিংক এর পোস্ট ২টি সেইম ক্যাটাগোরির পোস্ট ।
https://trickbd.com/apps-review/742589
https://trickbd.com/operator-news/725053
আমার পোস্ট যদি আপ্রুভ করা নাহয় তাহলে এই পোস্ট ২টি কেনো আপ্রুভ করা হলো??? এবং উনারা এখন ও অথর,, ওনাদেরকে ব্যান করা হয়নি ।
রিকুয়েস্ট দিয়েছি। আমাকে অথর করার জন্য বিনীত
অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।
রেফারের উদ্দেশ্যে পোষ্ট করিনি।
রেফার ছাড়াও লিংক দিয়েছি।
প্লিজ পোষ্টটা অ্যাপ্রুভ করে দিন।
অনেক শখ ট্রিকবিডিতে অথর হওয়া।
বাটন ফোন দিয়ে অনেক কষ্টে লিখেছি
এটা নীতিমালার বাহিরে
অনেকদিন আগের কথা,
এখন কি আমাকে আবার পুঃরায় Author পদটি ফিরিয়ে দেওয়া যায় ? যদি সম্ভব হয় ফিরিয়ে দিবেন প্লিজ ।
অনেকদিন আগের কথা,
এখন কি আমাকে আবার পুঃরায় Author পদটি ফিরিয়ে দেওয়া যায় ? যদি সম্ভব হয় ফিরিয়ে দিবেন প্লিজ ।
তাহলে আপনাদের স্টোরেজের যেমন ঘাটতি হবেনা, মানুষ ভয়ে ভয়ে পোষ্ট ও করবেনা স্বতস্ফুর্ত ভাবে ছবি আপ্লোড এবং পোষ্ট করতে পারবে । আপ্লোডের সময় শত শত ছবি শো করে ভূলে চাপ লেগে মানুষের অনাকাংখিত ছবি আপ্লোড হয়ে যেতেই পারে । বর্তমানে ভার্চুয়াল মিডিয়া নিরাপদ নয় কাছেই মানুষের ব্যাক্তিগত তথ্য ও ছবিকে মূল্যায়ন করার অনুরোধ রইলো । মানুষ মাত্রই ভূল, সে ভূল করে ভূল ছবি আপ্লোড করতেই পারে তাই বলে তা ডিলিট করার অপশন থাকবেনা এটা দুঃখ জনক ।
এই সমস্যায় আছে ট্রিকবিডির হাজার হাজার ইউজার ও শত শত ট্রেইনার । আমি ট্রিকবিডির ট্রেইনার থাকার সময় এই সমস্যার জন্য অনেক গুলো পোষ্ট ডিলিট করতে হয়েছে যে ছবি আপ্লোড দিতে চেয়েছি তখন টেকনোলজি দূর্বল থাকায় মোবাইলে অতোটা দেখাও যেতো না ভূল এবং অন্য পোষ্টের জন্য নির্ধারিত স্ক্রিনসুট ও ছবি আপ্লোড হয়ে যায় যা পরবর্তিতে ডিলিট না করতে পারায় দীর্ঘদিন পোষ্ট করা হয়নি ।
আশাকরি,
আপনারা এই সমস্যার সমাধান করবেন, সবাইকে স্বতস্ফুর্তভাবে পোষ্ট করতে সাহায্য করবেন ।
-ধন্যবাদ