আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:

কিভাবে নিজে Group Helper Bot তৈরি করুন


১, প্রথমে telegram অ্যাপ Open করে @botfather এ যেতে হবে, এখন START এ ক্লিক করে /newbot এ ক্লিক করি

২, একটা নাম সেন্ড করে শেষে bot যুক্ত Username দেই ( যেমনঃ ST_GroupHelper_bot)।

৩, এখন @BD_GroupHelper_bot এ যাই, এবং Start করি

৪, পুনরায় Botfather bot এ গিয়ে টোকেনের মেসেজ সিলেক্ট করে ফরওয়ার্ড করি

৫, @BD_GroupHelper_bot কে সিলেক্ট করে সেন্ড আইকনে ক্লিক করি ।

৬, বট তৈরি শেষ । Confirm এ ক্লিক করে বটে Command যুক্ত করি

৭, তৈরি করা বটের লিংকে গিয়ে বটটি start করি

৮, Add me to a Group বাটনে ক্লিক করে, আমার গ্রুপ সিলেক্ট করি

৯, সব পারমিশন On করে Add bot as admin সিলেক্ট করি

১০, Add as admin এ ক্লিক করে কনফার্ম করি

হয়ে গেল নিজের Group helper bot.
এখন আপনি বটের নাম, ছবি, বিবরণ, ইন্ট্রো, কমান্ড, সেটিংস ইত্যাদি নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন ।
ধন্যবাদ


লক্ষ্য করুন
আমি ধারাবাহিকভাবে সহজ পদ্ধতিতে Telegram bot তৈরি নিয়ে পোস্ট করছি । Bot তৈরির আরও পোস্ট আমার এই ট্রিকবিডি আইডি ঘুরে দেখতে পারেন ,ধন্যবাদ ।


আশা করি, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো পোস্ট করতে পারি

জাজাকাল্লাহ খাইরান ♥

Post Creator:     
Our Telegram Channel:

2 thoughts on "[BOT MAKING] ➤ Group Helper বট বানিয়ে ফেলুন নিজের টেলিগ্রাম গ্রুপের জন্য, with Advanced Features [PART – 3]"

  1. rupayon Contributor says:
    আপনার বট মেকিং পোস্টগুলা পড়ে কিছুই বুঝতে পারলাম না।
    ভিডিও দিলে ভালো হতো।
    পাবনা টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আপলোড করে দেন।
    1. Smart Tricks - ST Author Post Creator says:
      😢 কি বুঝতে পারেন নি? স্ক্রিনশট দেখেও তো বুঝা যায় । স্ক্রিনশটের উপরেও সুন্দর করে বলে দেওয়া আছে

Leave a Reply