Be a Trainer! Share your knowledge.
Home » Android root » ?Magisk Alternative এবার নন রুটেট ফোনে

?Magisk Alternative এবার নন রুটেট ফোনে

আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের Non rooted phone এর জন্য Magisk Alternative নিয়ে হাজির হয়েছি।
বিগত কয়েক মাস থেকেই ওপেন সোর্স অ্যাপ গুলো নিয়ে কাজ বৃদ্ধি পেয়েছে। প্রথমত এটি পুরোপুরি সেইফ। দ্বিতীয়ত যদি এখানে এক্সট্রা ফিউচার পাওয়া যায় তাহলে তো সবাই ইউজ করতে চাইবে। যাইহোক অনেক বকবক করলাম তো চলুন শুরু করা যাক।

আমি যে অ্যাপসটির কথা বলতেছি তা অনেকেই বুঝতে পারছেন অ্যাপটির নাম হলো shizuku(সিজুকু)।

এই অ্যাপটির মাধ্যমে non rooted phone এ‌ Magisk এর 60% থেকে 70% use করা সম্ভব ।
এপটি মূলত computer এ ব্যবহৃত ADB সফটওয়্যার। কিন্তু এর বিশেষত্ব হলো এটি একই ফোনে ব্যবহার করা যাবে ।অর্থাৎ যে ফোনে ইনস্টল থাকবে সেই ফোনেই কমান্ড অথবা অন্যান্য প্রোগ্রাম রান করা যাবে। সাধারণত ADB ব্যবহার করতে কম্পিউটারের দরকার পড়ে। তারপর একটি ইউএসবি কেবল লাগে। কিন্তু সিজুকু এসব জোর ঝামেলা ছাড়াই আপনাকে এডিবির অ্যাক্সেস দেবে। তাও আবার একই ফোনে অন্য কোন ফোনের দরকার নেই।

Shizuku Features

১.magisk এর মত অথোরাইজড অ্যাপ এ পপআপ আসবে।


২.terminal এ কম্পিউটারের মতো শেল ইউজ করতে পারবেন।(ADB এর command)।

৩. Shizuku এর মাধ্যমে LSPosed
এর এক্সটেনশন ভার্সন ইউস করতে পারবেন, অ্যাপ হাইড করতে পারবেন (system unsupported phone এ),
অ্যাপ ফ্রিজ করতে পারবেন (system unsupported phone এ), system অ্যাপস রিমুভ করতে পারবেন ???। আরো অনেক।

## পরবর্তী পোস্টে দেখাবো কিভাবে shizuku ইন্সটল করতে হয় এবং সেটাপ করতে হয়। তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।

10 months ago (Jan 18, 2024)

About Author (11)

Code-x
author

Learning is a journey ??⛷️

Trickbd Official Telegram

13 responses to “?Magisk Alternative এবার নন রুটেট ফোনে”

  1. AL AMIN YOUSUF Contributor says:

    আমার ফোনের এন্ড্রয়েট ভার্সন ৭ হওয়ায় , youtube vanced, revanced এর এপ গুলো ইনস্টল করতে পারিনা। প্রাই সব ভার্সন এ চেষ্টা করা হয়েছে, সেগুলো সবই প্রায় দেখা হয়েছে হয়না।
    আগে youtube vanced চলত , 17.03.38 এটাতে ভিডিও দেখা যায় না এবং আরো যেগুলো vanced এর এই রকম ১৭……+ ভার্সন ছিল সেগুলো ইন্সটল হলেও ১ মিনিট ভিডিও চলে আটকে যায়।
    ৮ এ এগুলো ইন্সটল হয়।
    আপনি কি আমাকে এটার একটা সমাধান দিলে অনেক উপকার হবে।

    • Code-x Author Post Creator says:

      আপনি রুট করে বা রিকভারির মাধ্যমে কাস্টম রুম ইনস্টল করতে পারেন। এতে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হবে। না হলে আপনি ভার্চুয়াল এন্ড্রয়েড ইউজ করতে পারেন। অথবা এপিকে ভার্সন কোড চেঞ্জ করতে পারেন , এটা হতেও পারে না হতে পারে।

  2. Ibrahim32 Contributor says:

    ভাই এটা দিয়ে termux এ কি root permission দিয়া যাবে? Wifi hack এর জন্য করতাম

  3. Rh Contributor says:

    Phone er gps location change kora jabe?

  4. Wildheart Contributor says:

    Amar phone er android v10 wireless debugging option nai…kemne install dibo

  5. iistiyak007 Contributor says:

    Eta diye ki android 11 root kora jabe?

  6. LIKHON Contributor says:

    Termux এ Root Permission দেওয়া যাবে এটা দিয়ে??

  7. Code-x Author Post Creator says:

    Nah bro adb access paben

  8. Morshalin Contributor says:

    App link koi?

Leave a Reply

Switch To Desktop Version