Site icon Trickbd.com

লিনাক্স কী, কেন, কিভাবে…? [পর্ব-০৪-শেষ পর্ব]

লিনাক্স কি, কেন, কিভাবে এর চতুর্থ অর্থাৎ সর্বশেষ পর্বে আপনাকে স্বাগতম।

আগের পর্বগুলি-

লিনাক্স কী, কেন, কিভাবে…? [পর্ব-০১]

লিনাক্স কী, কেন, কিভাবে…? [পর্ব-০২]

লিনাক্স কী, কেন, কিভাবে…? [পর্ব-০৩]

আগের পর্বগুলি যারা পরেছেন তারা আশাকরি জানতে পেরেছেন লিনাক্স সম্পর্কে, বুঝতে পেরেছেন কেনো আমাদের লিনাক্স ব্যাবহার করা উচিত, লিনাক্সের সুবিধা গুলি কি কি। এই পর্বে আমি আলোচনা করবো এত্তো এত্তো লিনাক্স ডিস্ট্রোর মধ্যে কোনটি দিয়ে শুরু করবেন তে নিয়ে।

লিনাক্স ডিস্ট্রো নিয়ে বিস্তারিত জানতে আমার আগের পোস্টটি ভালো করে দেখে নিন।

চারভাবে পিসিতে লিনাক্স ব্যবহার করা যায়ঃ

১/ শুধুমাত্র লিনাক্স ব্যবহার করা

২/ উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ব্যবহার করা

৩/ উইন্ডোজের ভেতরে লিনাক্স ব্যবহার করা

৪/ লিনাক্সের ভেতরে উইন্ডোজ ব্যবহার করা

যাদের সবসময় লিনাক্স ব্যবহারের প্রয়োজন হয় তারা সাধারনত একমাত্র অপারেটিং সিস্টেম হিসেবে পিসিতে লিনাক্স ব্যবহার করে। তবে যারা সাধারণত উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য ভালো অপশন হলো উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ব্যবহার করা। পাশাপাশি দুইটি অপারেটিং সিস্টেম ব্যবহার করাকে বলা হয় ডুয়েল বুট। একটু গুগুলে সার্চ দিলেই পেয়ে যাবেন কিভাবে ডুয়েল বুট করে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হয়।

আপনি যদি বেশিরভাগ সময় উইন্ডোজই ব্যবহার করেন তবে আপনি চাইলে উইন্ডোজের ভেতরে লিনাক্স ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ভার্চুয়াল বক্স ব্যবহার করতে হবে। ভার্চুয়াল বক্স এর কাজ হলো আপনার পিসির মধ্যে ভার্চুয়ালি আরেকটা পিসি ক্রিয়েট করা যেখানে আপনি লিনাক্স ইন্সটল দিতে পারবেন।

তবে একান্তই লিনাক্স ব্যবহারকারী হয়ে গেলে আর আপনার যদি মাঝে মধ্যে উইন্ডোজ ব্যবহার করা দরকার হয় সেক্ষেত্রে আপনি চাইলে লিনাক্সের মধ্যে আগের মতো ভার্চুয়াল বক্স ব্যাবহার করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন।

আমি এই পদ্ধতিগুলির বিস্তারিত বললাম না। এক একটা পদ্ধতি নিয়ে লিখলে এক একটা বিশাল পোস্ট হয়ে যাবে।

আপনি যদি লিনাক্সে একেবারেই নতুন হন তাহলে আপনি প্রথমে ডুয়েল বুট করে লিনাক্স ব্যবহার শুরু করে দিন। আর আস্তে আস্তে অভ্যস্থ হয়েগেলে তখন একমাত্র অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ব্যবহার শুরু করে দিন।

নতুন ব্যবহারকারীরা লিনাক্সের উবুন্টো ডিস্ট্রোগুলির যেইকোনো একটা দিয়ে শুরু করতে পারেন, অথবা লিনাক্স মিন্ট ডিস্ট্রো ব্যবহার করে দেখতে পারেন। উইন্ডোজের সাথে দেখতে কিছু মিল থাকায় এইগুলির ব্যবহার নতুনদের জন্য সহজ হবে। হ্যাকিং বা এইসব নিয়ে ইচ্ছা থাকলে “কালি লিনাক্স” আর সার্ভার এর জন্য রেড হ্যাটের লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করতে পারেন। ডিস্ট্রো গুলি নিয়ে বিস্তারিত জানতে আমার লিনাক্স কী, কেন, কিভাবে এর তৃতীয় পর্বটি দেখতে পারেন।

আমি Fourkanul Islam Mobin

ফেজবুকে আমি

gmail: mobin.fim9@gmail.com