আসসালামু আলাইকুম।

আশাকরি আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন।

আমিও ইনশাআল্লাহ ভালো আছি।

আজকে লিখতে চলেছি কিভাবে খুব সহজ উপায়ে বড়লোক হওয়া যায়, কি শুনে হাসি পেলো নাকি আপনার?

আসলে অনেকেই মনে করে যে বড়লোক হওয়াটা মুখের কথা নয় খুবই শক্ত কাজ।

আমি বলি কি, বড়লোক হওয়াটা মোটেওও কোনো শক্ত কাজ নয়, আপনি টাকার দিক থেকে বড়লোক না হলেও সম্মানের দিক থেকে অবশ্যই বড় লোক হতে পারবেন।

নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি।

আপনি, আপনার প্রতিবেশী, আপনার ফ্রেন্ডরা অনেকেই তো মোবাইল ফোন ইউজ করছে খোজ নিয়ে দেখেছেন কয় জনে আউটসোর্সিংয়ের সাথে জড়িত আছে হয়তো দু একজন থাকতেও পারে না ও থাকতে পারে।

কিন্তু খোজ নিয়ে দেখেন এই স্মাট ফোনটাকে কাজে লাগিয়ে আপনার বন্ধুদের মধ্য ৯০% ই মেসেঞ্জারে চ্যাটিং ফ্যাটিংয়ে ব্যস্ত।

তারা চাইলেই কিন্তু অনলাইনের কাজ শিখতে পারে, অত্যন্ত নিজের পকেট খরচটা চালাতে পারে, এখন বলতে পারেন যে আপনি তো বলছেন টাইটেলে পোস্টের যে সহজেই বড়লোক হতে পারবে?

আচ্ছা ভাই বলছি, দাড়ান আমি দাঁড়াতে বলছিনা অপেক্ষা করতে বলছি মাত্র কিন্তু, আপনি যদি একটি ফ্রিতে ব্লগার দিয়ে একটি ওয়েবসাইট তৈরী করেন আর তাতে কিছুদিন লেখা লেখি করেন বা আপনি এ্যাপস রিভিউ লিখেন,

আপনি যা পারেন তা ই লিখেন তারপরে এডসেন্সের আপিল করেন, আপনি এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন এরপর থেকে অল্প অল্প করে ইনকাম হতে থাকবে।

এবং অন্য দিকে আপনাকে ইন্টারনেট জগতের সব লোকে চিনতে থাকবে, এতে আপনার সম্মান বাড়তে থাকবে, অন্যদিকে আপনার ওয়েবসাইটে যতো লোক বাড়বে ততো ইনকাম বাড়বে তাই বড়লোক হওয়াটা বেশ কঠিন কাজ না।

কঠিন কাজ শুধু অলসদের জন্য যারা ভাবে, পরিক্ষাটা যাক বা এইমাসটা যাক, ভালো ফোন কিনে নেই তারপরে শুরু করবো বা ল্যাপটপ কিনে নেই তারপর থেকে কাজে নামবো।

এই যারা আজ না কাল, কাল না পরশু করে করে থাকে তারাই কিন্তু প্রকৃতপক্ষে হেরে যায়, তখন শুধু আফসোস করতে থাকে।

জীবনে যে কাজই করুন না কেনো, সেটা মনোযোগ দিয়ে করবেন, যেনো নাওয়া খাওয়া সব ভুলে যান, তাহলেই প্রকৃতপক্ষে দিনশেষে আপনি সফল।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

9 thoughts on "একটু মাথা খাটিয়ে হয়ে যেতে পারেন বড়লোক (বিস্তারিত পড়ুন)"

  1. Avatar photo Bads Man Shakil Khan Author says:
    হাহা,,,অলস তো আপনি,,,আপনি সফল হয়ে তারপর পোস্ট কইরেন
  2. Avatar photo shamimahmed Contributor says:
    প্রেমেন্ট প্রুফ কই????

    মজা করলাম ব্রু
    মাইন্ড কইরেন না?

  3. Avatar photo Md Al-Amin Contributor says:
    সেতে নিজে বড়লোক না হয়ে সবাইকে বড়লোক হওয়ার টিপস দিয়ে বেড়াচ্ছে।
  4. Avatar photo Jibon krishna Contributor says:
    পোষ্ট করার আগে নিজে একবার ট্রাই করুন। বুজেছেন?
  5. Avatar photo Jibon krishna Contributor says:
    বোকা কোথাকার!
  6. Avatar photo Zorex Zisa Author says:
    Post ta pora moja palam bro….
    but kothagula sotti

Leave a Reply