ভিটি ব্লগিং থিমটা, একটি ওয়ার্ডপ্রেস থিম, যা আমি টাইটেলেই বলেছি লেখার।

থিমটি মোবাইল ফ্রেন্ডলি একটি থিম, যা মোবাইল দিয়ে ব্রাউজ করলে খুব ভালোভাবে প্রদর্শিত হয় পেজগুলো।

যারা ব্লগিং করবেন, বা করতে চাচ্ছেন, ভালো একটি থিম খুজেঁ পাচ্ছেন না। তারা এই থিমটি দেখতে পারেন।

ভিটি ব্লগিং থিমটিতে যে ফিচারস গুলো রয়েছেঃ

রেসপন্সিভ ডিজাইন

মোবাইল ফ্রেন্ডলি

ড্রপডাউন মেনু বাটন

নেক্সট প্রিভিউস বাটন

রিছেন্ট পোস্ট

পপুলার পোস্ট

রিছেন্ট কমেন্টস

থিমটিতে আমার মনে হয় যে সমস্যাগুলোঃ সার্চ বার নেই, ব্যপার না কাস্টম সার্চ এড করা যাবে।
আর যে সমস্যা তা হলো থিমটির ফুটারে টপ বাটন নেই।
থিমটির কিছু স্কিনসট দেখুনঃ


ডেমো
Demo VT Blogging

ডাউনলোড Download VT Bogging

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

4 thoughts on "ওয়ার্ডপ্রেস মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ব্লগিং থিম (VT Blogging)"

    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      Thanks vai

Leave a Reply