আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
ব্যাগ হলো এমন একটা জিনিস যেটা আমাদের সব সময় কাজে লাগে। ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা ভার্সিটিতে যাচ্ছেন তখন কোন জিনিসপত্র নিতে বা বই খাতা নিতে আপনার ব্যাগ ব্যবহার করতে হয়।
বর্তমানে প্রযুক্তির যুগ সবকিছু আপডেট হচ্ছে সুতরাং ব্যাগ কেন আপডেট হবে না?
আর আমাদের মাঝে অনেকেই আছেন যারা নিজেদেরকে একটু বেশি আকর্ষণীয় করতে বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে থাকে।
আজকে আমি যে ব্যাগ সম্পর্কে বলবো এই ট্রাভেল ব্যাগ কোন সাধারণ ব্যাগ নয়। এই ব্যাগ ব্যবহার করলে আপনি নিজেকে আকর্ষণীয় বোধ করবেন।
এই ব্যগটি হলো মূলত একটি ইলেকট্রনিক ব্যাগ। যার উপরে 2 টি চোখের মত সেন্সর লাগানো আছে যা অন করে আপনি কোথাও বের হলে সেখান থেকে আলোর রোশনি বের হবে।
বিশেষ করে এই ব্যাগটি যারা বাইকার রয়েছেন তাদের জন্য কাজে লাগবে।
এই ব্যাগের ভেতরে খুব একটা বেশি জায়গা না থাকলেও দেখতে অনেক কুল একটি ব্যাগ।
এই ব্যাগের ভেতরে একটি পাওয়ার ব্যাংক রয়েছে যেটির সাহায্যে কানেক্ট করে চোখের দুইটি সেন্সর চালু করবেন।
বিশেষ করে রাতে বা অন্ধকারে এই সেন্সরটি অনেক বেশি আকর্ষণীয়ভাবে কাজ করে।
আমি এই গ্যারান্টি দিতে পারি অন্ততপক্ষে রাস্তায় চলাচলের সময় সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এই ব্যাগের জন্য। যা রীতিমত বেশ আনন্দ দিবে।
এই ব্যাগের দুই সেন্সরে আপনি বিভিন্ন ধরনের জিনিস সো করতে পারবেন। ধরুন আপনার একটি কালার পছন্দ হলো না তখন আপনি আরেকটি কালার সেখানে অ্যাড করতে পারবেন।
অথবা আপনার নাম অথবা লোগো এখানে অ্যাড করতে পারবেন।
আর এটি নিয়ন্ত্রণ করা যাবে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে এবং যেকোনো
সময় পরিবর্তন করা সম্ভব।
এ আকর্ষণীয় ব্যাগটি আপনার জীবনকে করবে সহজ এবং সাবলীল তাই দেরি না করে এখনই কিনে ফেলুন এই ইলেকট্রনিক ব্যাগ।
নিজেকে সবার মধ্যে মেলে ধরার জন্য হলেও অন্ততপক্ষে আপনার এমন একটি কুল ব্যাগ এর প্রয়োজন পড়বে।
যেহেতু এটি একটি ইলেকট্রনিক ব্যাগ সকল অন্যান্য ব্যাগের থেকে একটু আলাদা এজন্য এটির দাম কিছুটা বেশি।
বাংলাদেশী টাকায় এই ব্যাগটির দাম হচ্ছে ১৭ হাজার টাকা। যা আমার কাছে কিছু বেশি মনে হয়েছে আমার মতে দাম আরো একটু কমানো উচিত ছিল তাহলে সকলের হাতের নাগালে ব্যাগটি পাওয়া যেত।
কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন এই ১৭ হাজার টাকা তাদের কাছে কিছুই না, নিজেকে আকর্ষণীয় করার জন্য হলেও বা সকলের মাঝে উপস্থাপন করার জন্য হলেও এটি তাদের নেওয়া উচিত।
বর্তমানে এটি বাংলাদেশে অফিসিয়ালভাবে গ্যাজেট বদ্দা এর ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে। অথবা আপনারা চাইলে সরাসরি তাদের শপ থেকে এটি কিনতে পারবেন।
ফেসবুক পেজ লিংক দিচ্ছি আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন:
তাদের দোকানের লোকেশন হলো
Levecall: -5. Block B shop 24
Bashundhara city shopping malls, Panthapath, Kawran Bazar dhaka
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ততক্ষণ trickbd এর সাথেই থাকুন
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
11 thoughts on "বাইকারদের জন্য নিয়ে নিন আকর্ষণীয় একটি কুল এলইডি ব্যাগ!! না দেখলে মিস করবেন"