Howdy,
বরাবরের মতো আজকেও হাজির হলাম পুরোনো কিছু নিয়ে। যদিও পুরোনো বিষয় কিন্তু একটু ক্রিটিক্যাল তাই সেটা নিয়ে একটু আলোচনা করবো।
আজকের টপিক কি সেটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন চলুন শুরু করা যাক।
যদি ভ এই রকম অনেক পোস্ট আছে তারপর দেওয়া কারণ আগের গুলো ঠিক মতো কাজ করে না।
আজকে আমরা xposed নিয়ে কিছু কথা বলবো । সবাই কম বেশি রুট করে থাকি বিভিন্ন ধরনের কাজ করার জন্য। কিছু মানুষ আছে যারা ফোনকে ইচ্ছে মতো মডিফাই করতে চান তাদের জন্য অবশ্যই exposed প্রয়োজন হবে।
কিন্তু কথা হচ্ছে আগে xposed ইনপ্টল করলেই কাজ করা যেতো। দিন যত যাচ্ছে তত তাদের ভার্সন ফোনের সাথে মেস করা কঠিন হয়ে যাচ্ছে। রুট করা থাকলেও xposed active করতে না পারায় অনেকে কাজ করতে পারছেন না ।তাদের জন্য আজকে আমার এই পোস্টটি আশা করুি ৯৯% কাজ করবে সকল ধরনের ফোনে।
অবশ্যই আপনার ফোনটি রুটেড হতে হবে
Support : android version 8,9,10,11,12
আমরা দেওয়া লিংক থেকে চারটি ফাইল ডাউনলোড করে নিবেন।
Download
এই রকম চারটি ফাইল ডাউনলোড করে নিবেন।
প্রথমে আমরা magisk চলে যাবো।
তারপর modules যাবো।
এখন install from storage যাবো।
এখন আমরা ফাইল. Manager থেকে প্রথমে riru zip ইনস্টল করবো।
সেম একই ভাবে আবার edxposed zip ফাইলটি ইনস্টল করবো।
ইনস্টল শেষ হলে এই রকম ভাবে ঠিক দিয়ে নিবো যদি টিক না দেওয়া থাকে।
এখন আমরা file manager থেকে edxposed apk ফাইলটি ইনস্টল করবো।
সেম একই ভাবে আমরা riru apk টা ইনস্টল করবো।
আমাদের ইনস্টল করা শেষ হলে আমাদের ফোনটাকে Reboot দিবো।
ফোন অন হলে আমরা Xposed যাবো।
দেখতে পাচ্ছেন আমার xposed active হয়ে গেছে ।এখন চাইলে সব কিছু করতে পারবো।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।
যেমনঃ flat style bar
Android 6.
Ei phone a Xposed install er kono way ace ki?
(Phone is rooted)
Xposed manager a dhukle dekhay Samsung er TouchWiz UI er jnno cholbe na Xposed Framework!
Edike Exposed & Lsposed er jnno minimum android 8 lage! ?
Xposed Framework install er alternative kono way thakle janayen plz…!?