Site icon Trickbd.com

আপনার পিসিকে বানান লোকালহোস্ট আর যেকোনো ধরনের সাইট তৈরি করুন অফলাইনে [wordpress setup tutorial]

Unnamed

আসসালামু আলাইকুম।

আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি।

আমরা অনেকে ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট এর সাথে জড়িত (বিশেষত ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট) । অনেক সময় বিভিন্ন থিম ও প্লাগিন ব্যাবহার করে দেখতে হয় সেটি কেমন হয়েছে/ঠিকঠাক হয়েছে কি না। তবে সেটা দেখার জন্য দরকার হয় একটা সাইটের যেখানে সেটা প্র্যাক্টিক্যালি প্রয়োগ করে দেখা যায়। এর জন্য অনেকসময় আমাদের পুরোনো/ পার্সোনাল সাইট ব্যাবহার করি ফলে দেখা যায় সাইটের চেহারা/কার্যপ্রণালি পুরটাই বিগড়ে যায়।তখন সেই বিগড়ানো সাইট আগের জায়গায় ফিরিয়ে আনতে আরেক বিড়ম্বনায় পড়তে হয়। তাছাড়া নতুন সাইট খুলে সেটার মাধ্যমে ডেভেলপমেন্ট/প্রিভিউ করাটাও ব্যয়বহুল একটি পদ্ধতি। তাই আমরা ভাবি এই কাজগুলো যদি অফলাইনেই করতে পারতাম তাহলে কত ভালো হতো।এই চাহিদা পুরনের জন্যই আমার আজকের এই টিউটোরিয়ালটি। এবং আমরা কাজটি করব XAMPP নামক পিসি সফটওয়্যার দিয়ে।

এই কাজটি ম্যানুয়ালি করার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে ওয়েব সার্ভার সফটওয়্যার (Apache), PHP, এবং MySQL সেটাপ দিতে হবে যেটা খুবই কঠিন এবং সময়সাপেক্ষ ব্যাপার। XAMPP হলো এমন একটি সফটওয়্যার যেটা নিজেই Apache,PHP,MySQL বহন করে।তার মানে শুধুমাত্র এই একটি অ্যাপের মাধ্যমেই আপনি পাচ্ছেন ইন্টারনেট কানেকশন ছাড়াই ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক ধরনের সাইট টেস্ট করার সুবিধা।তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই-

১. আপনার কম্পিউটারে XAMPP ইনস্টল করুন

প্রত্যেকবার এই সুবিধা নেওয়ার জন্য ইনস্টল করা অ্যাপটা ওপেন করে ওই দুটি সিস্টেম অন করে দিতে হবে।

Note

২.ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন

সব সেটাপ শেষ, এবার ঝামেলাহীনভাবে উপভোগ করতে থাকুন আপনার অফলাইন সাইট। এখানে আমি ওয়ার্ডপ্রেস সেটাপ দেওয়া দেখিয়েছি। আপনাদের সাড়া পেলে Joomla, Drupal সহ অন্যান্য CMS Setup দেওয়াও শিখিয়ে দেবো ইনশা-আল্লাহ।

More articles about this topic in this forum‎

‎ xampp server lite low config. pc এর জন্য।
‎কাস্টম ডোমেইন অ্যাড করুন xampp  এ‎।

আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে।আল্লাহ হাফেয।