আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ট্রিকবিডির সাথে থাকলে এমনিতেও সবাই ভালো থাকে। পোস্ট এর টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন আজের পোস্ট এর বিষয়। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে Xampp server lite download করবেন মাত্র ২৮ এমবিতে। তো চলুন শুরু করি।
Xampp server Lite:
প্রথমে xampp lite সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করুন। ইন্সটল করার পর নিচের মত আসবে। y লিখে এন্টার করুন।
তারপর আবার y লিখে এন্টার এ ক্লিক করুন।
তারপর লিখুন Return এবং এন্টার চাপুন।
তাহলে দেখবেন control panel ওপেন হয়ে গেছে। এখানে শুধু apache এবং mysql সার্ভার ব্যাবহার করতে পারবেন।
দুটো সার্ভার এ টিক দিয়ে দিন। পার্মিশণ চাইলে ওকে দিন। তারপর run এ ক্লিক করুন। ক্লিক করার পর নিচের মত running লেখা উঠবে।
browser এ গিয়ে localhost লিখে এন্টার করুন। তাহলে এসে যাবে।
আমি ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছি। এটা রান করতে কোনো ডাটা কানেকশন লাগবে না।
আশা করি আপনাদের পোস্টটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তি পোস্ট এ। ততোক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশে থাকুন।
স্কাইপি আর Apache একই পোর্ট ইউস করে তাই স্কাইপির পোর্ট পরিবর্তন করতে হবে। আর ফায়ার ওয়াল এ প্রথম বার পারমিশন চাইলে দিতে হবে, আর পারমিশন না চাইলে ফায়ার ওয়াল বন্ধ করে pc restart দিয়ে xamp run করালে Apache & Mysql সুন্দর ভাবে রান হবে , কোনো সমস্যা হবে না।
আর xamp lite version টা পাবলিশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটাই খুজছিলাম।