Site icon Trickbd.com

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 6)

Unnamed

আজকে আলোচনা করবো ৪ টি Tag নিয়ে ।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয় পর্ব
  • HTML তৃতীয় পর্ব
  • HTML চতুর্থ পর্ব
  • HTML পঞ্চম পর্ব
  • আজকের আলোচ্য ৪টি ট্যাগ হলঃ
    del Tag Text লেখার মাঝে একটা কাটা রেখা টানার জন্য ব্যবহার করা হয়।
    sub Tag এটি subscript text লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
    sup Tag সাধারণত sup tag গাণিতিক বা বীজ গণিতের সমিকরনের জন্য ব্যবহৃত হয়।
    br Tag সাধারণত br Tag লেখার মাঝে বা কন্টেন্টের মাঝে ব্রেক দেওয়ার জন্য ব্যবহৃত হয়।

    Tag গুলোর বিস্তারিত আলোচনাঃ

    del Tag এর ব্যবহারঃ

    লেখার মাঝে একটা কাটা রেখা টানার জন্য ব্যবহার করা হয়।
    একটি Document থেকে কোন শব্দ বা বাক্য বাতিল বুঝাতে অর্থাৎ শব্দ বা বাক্যের মাঝ বরাবর একটি সরল রেখা দিতে del Tag টি ব্যবহৃত হয়। text
    আসুন আমরা কোড এডিটরে কিভাবে করবো দেখে নেই।
    বিঃদ্রঃ আমরা যে লেখার মাঝখানে কাটা দাগ দিতে চাই তা del start tag ও del end tag এর মাঝখানে লিখবো। যেমনঃ

    ——-result———

  • এটি একটি inline Tag
  • sub ও sup Tag এর ব্যবহারঃ

    এগুলোর পূর্ণ রূপ হল
    sub = subscript
    Sup = superscript
    রাসায়নিক বা বীজগণিত ও গাণিতিক সমিকরণের ক্ষেত্রে এই sup ও sub Tag এর ব্যবহার হয়ে থাকে।
    যেমনঃ

  • গণিতের ক্ষেত্রে = a2
  • রাসায়নিক সংকেতের ক্ষেত্রে = H2O
  • স্তরের ক্ষেত্রে = 1st 2nd 3rd
  • মুদ্রার ক্ষেত্রে = 10$ ১০ 10
  • আসুন দেখি এর ব্যবহারঃ

    লেখাকে অর্ধেক উপরের দিকে উঠাতে sup Tag ব্যবহার হয়। যেমনঃ

    বিঃদ্রঃ আমরা যে লেখা টা উপরের দিকে উঠাতে চাই তা sup start tag ও sup end tag এর মাঝখানে লিখবো। যেমনঃ

    ——–result———

    লেখাকে অর্ধেক নিচের দিকে নামাতে sub Tag ব্যবহার হয়। যেমনঃ

    বিঃদ্রঃ আমরা যে লেখা টা নিচের দিকে নামাতে চাই তা sub start tag ও sub end tag এর মাঝখানে লিখবো। যেমনঃ

    ——–result———

  • এই দুটি inline Tag
  • br Tag এর ব্যবহারঃ

    লেখার মাঝে ব্রেক দেওয়ার জন্য br tag ব্যবহার করা হয়। যকোন element এর মাঝেও এটা ব্রেক দিতে পারে। পেইজের যেকোন জায়গায় এটা ব্যবহার করা যাবে। আর এর কোন end Tag নাই।
    আসুন এর ব্যবহার দেখে নেই।

    ধরুন আমরা এই লেখা গুলো স্পেস ও একট দুটি লাইন ব্রেক করে লিখেছি তাও এগুলো আউটপুটে হিবিজিবি এক সাথে আসবে নতুন কোন লাইনে আসবে না।


    ———result——-

    আসুন আমাদের কাঙ্ক্ষিত জায়গা গুলোতে ব্রেক দেই

    এখন দেখুন ব্রেক এসেছে

    আসুন আমরা দুটি করে ব্রেক দেই যাতে ফাঁকা টা বেঁড়ে যায়।

    ——result—–

    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel