আজকে আলোচনা করবো Anchor Tag ও atribute নিয়ে।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয় পর্ব
  • HTML তৃতীয় পর্ব
  • HTML চতুর্থ পর্ব
  • Attribute কি?

    Html মূলত কিছু Tag এর সমষ্টি।

    আর attribute হল এসকল Tag এর নিজস্ব বৈশিষ্ট্য।

    একটি Tag এ নতুন file বা তথ্য যোগ করাকেই মূলত attribute  বলে।

    এটি একটি বিশেষ ক্লাসের মাধ্যমে করা হয় । সাধারণত এভাবে লিখা হয়: name=”value” । এগুলো সবসময় start Tag এ use করা হয় ।

  • href Attribute
    href Attribute টি a Tag এর লিংক এড্রেস নির্দিষ্ট করে ।
  • src Attribute
    html এ image Tag এ এটি ব্যবহৃত হয়।
    ছবির ফাইলটির নাম বা প্যাথ src attribute এ নির্দিষ্ট করা হয়। (এ নিয়ে সামনে আলোচনা করা হবে।)
  • width and height Attributes
    Html এ ইমেজ এর দৈর্ঘ্য – প্রস্থ নির্ধারণ করার জন্য height ও width এট্রিবিউট ব্যবহার হয়।
  • alt Attribute 
    কোন কারণে যখন img Tag এ ব্যবহৃত কোন ইমেইজ প্রদর্শিত হতে পারে না, তখন Alt attribute ব্যবহার করার কারণে এর একটি বিকল্প text বা প্রদর্শিত হয় । Image SEO তে এটি ব্যবহার হয় ।

  • style Attribute
    Style attribute টি styling, color, font, height, widht বলতে গেলে css নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়।
  • lang Attribute 
    lang Attribute দ্বারা সাইটের ভাষা কি হবে তা ঘোষণা করা হয়।
  • সামনের পর্বগুলোতে আস্তে আস্তে বুঝতে পারবেন।

    Anchor Tag বা a Tag এর ব্যবহার

    a Tag একটি hyperlink, যা একটি পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় নিয়ে যায় লিংক ব্যবহার করে।

    a Tag এর সবচেয়ে গুরুত্বপূর্ণ atribute হল href যা লিঙ্কের গন্তব্য নির্দেশ করে । মানে কোন একটা লিখায় ক্লিক করলে কোন লিংকে যাবে সেটাই বুঝায়।

    চলুন দেখে নেই কিভাবে a Tag ব্যবহার করবো।
    প্রথম a start tag লিখবো আর তারই ভেতর href attribute লিখে value তে লিংক লিখবো।

    ডিফল্টরূপে, সমস্ত ব্রাউজারে লিঙ্কগুলি নিম্নরূপ প্রদর্শিত হবে:

  • একটি visit করা হয়নি এমন লিঙ্ক আন্ডারলাইন এবং নীল বর্ণের হয়।
  • একটি visit করা হয়েছে এমন লিঙ্ক আন্ডারলাইন এবং বেগুনি হয়।
  • এটি একটি inline Tag
  • যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    4 thoughts on "মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 5)"

    1. MD Shakib Hasan Author says:
      এগুলো পারি
      1. Hridoy Mini Expert Author Post Creator says:
        Html sesh hole css dhorbo bro…
        Onekei jane na tai prothom theke…

    Leave a Reply