Site icon Trickbd.com

পিসির জন্য নিয়ে নিন ফটো ইডিটিং এর জন্য সেরা সফটওয়্যার Adobe Photoshop 25 একদম ফ্রি তে!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি ও ক্রিয়েটিভ আর্টের জগতে Adobe Photoshop এক অপরিহার্য সফটওয়্যার। এটা আগেও যেমন অনেক ইউজ করা হতো, এখনো সমান তালে ইউজ করা হচ্ছে।  যুগের সাথে তাল মিলিয়ে এ্যাডোবি প্রতি বছর তাদের এই ফ্ল্যাগশিপ সফটওয়্যার টিকে আরও অপটিমাইজড ও স্ট্রং করে তুলছে।

২০২৫ এর এই নতুন আপডেটে অ্যাড হয়েছে বিশ্বে সাড়া জাগানো AI টুলস। এছাড়া রিয়েল-টাইম কোলাবোরেশন, আরো অপটিমাইজড পারফরম্যান্স সহ আরো বিভিন্ন রকমের নতুন ফিচার অ্যাড করা হয়েছে। আপনি জাস্ট কিছু ওয়ার্ড লিখেই পুরো ডিজাইন তৈরি করতে পারবেন! কিংবা এক ক্লিকে কোনো জটিল অবজেক্ট নির্বাচন করতে পারবেন নিখুঁতভাবে। Adobe Photoshop 25 এমন সব ফিচার অ্যাড করেছে। এটা ইউজার দের ক্রিয়েটিভিটি আরো বাড়িয়ে দেবে।

এই পোস্টে আমরা Adobe Photoshop 25 এর সাধারণ ফিচার, ২০২৫ সালের নতুন ফিচার ও এর সুবিধাগুলো বিস্তারিতভাবে জানবো ও ফ্রি তেই ফুল ভার্শন ডাউনলোড করার লিংক দিবো। তো চলুন শুরু করা যাক!

কি কি ফিচার পাচ্ছেন Adobe Photoshop এ?

বেসিক ইডিটিং ফিচার

সিলেকশন টুল এর ফিচার

লেয়ার & মাস্কিং ফিচার

রি-টাচিং ফিচার

টেক্সট ফিচার

ফিল্টার & এফেক্ট

ট্রানজিশন এফেক্ট

পেন টুল এর ফিচার

ব্রাশ টুল এর ফিচার

থ্রিডি ফিচার

অটোমেশন টুলস

Export & File Formats

Adobe Photoshop 25 এ নতুন কি কি ফিচার পাচ্ছেন?

রিয়েল-টাইম কোলাবোরেশন

Photoshop 25 এ সরাসরি Adobe Cloud এর মাধ্যমে অন্য ডিজাইনারদের সাথে লাইভ কোলাবোরেশনের সুযোগ বাড়ানো হয়েছে। এটি টিমওয়ার্ক আরো সহজ করে তুলবে।

অপটিমাইজড Object Selection Tool

এক ক্লিকে যেকোনো অবজেক্ট সিলেক্ট করা এখন আরো এফিশিয়েন্ট ও ফাস্টার হয়েছে।

ভিডিও এডিটিংয়ে নতুন মাত্রা

Photoshop 25 এ ভিডিও ইডিটিংয়ের জন্য আরো উন্নত টাইমলাইন ও ইফেক্টস যুক্ত করা হয়েছে। এগুলো আগে শুধুমাত্র Premiere Pro তেই পাওয়া যেত।

স্মার্ট স্ক্রিপ্টিং ও অটোমেশন

এই আপগ্রেডে আপনি স্ক্রিপ্টিং ইউজ করে অটোমেটিকাল্লি বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে পারবেন। আপনি প্রোফেশনাল ফটো ইডিটর হলে এটা আপনার কাজের গতি বাড়িয়ে দিবে।

ক্লাউড-বেইজড ফাইল শেয়ারিং ও AI চালিত ব্যাকআপ

Photoshop 25 এর ক্লাউড ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে কোনো ফাইল ডিলিট হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার ঝুঁকি নেই।

এবার ডাউনলোড করার পালা।

ডাউনলোড লিংকঃ Click Here

ডাউনলোড লিংক 2: Click Here

ডাউনলোড করার পর জিপ ফাইল Extract করুন।

Zip Password: 123

এরপরঃ

সার্চ বার এ গিয়ে Windows Security লিখে সার্চ দিন।

এই লোগো যুক্ত অ্যাপ এ প্রবেশ করুন। এরপরঃ

এখানে প্রবেশ করুন। এরপরঃ

Manage setting এ প্রবেশ করুন। এরপরঃ

Real-Time protection অফ করে নিন।

এবার নোটিফিকেশন এ কিছু মেসেজ আসতে পারে। সেগুলো ইগ্নোর করুন।

এবার ফাইলে গিয়ে ডিস্ক ইমেজ ফাইল টি ওপেন করুন।

ওপেন করার পর Autoplay.exe ফাইলটি ওপেন করুন।

ওপেন করার পর ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টল দিন।

আর সবার শেষে আরেকটা কাজ আছে। Disk Image File ক্রিয়েট এর কারণে ফাইলে (This Pc তে) একটা নতুন ডিস্ক তৈরি হতে পারে। সেটা Eject করে দিন।

আবার আগের মতো উইন্ডোজ সিকিউরিটি তে গিয়ে রিয়াল টাইম প্রোটেকশন অন করে দিন, যাতে আপনার পিসি সেইফ থাকে।

আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ

যেকোনো প্রয়োজনেঃ ফেসবুকে আমি

আশা করি প্রোসেস গুলো বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Exit mobile version